নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯ › বিস্তারিত পোস্টঃ

প্রযুক্তি সম্পর্কে ২০টি চমকে দেয়ার মত তথ্য

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২

আমাদের প্রতিদিনের জীবনে আমরা নানাভাবে ব্যবহার করে চলছি

নানান প্রযুক্তি। এদের প্রত্যেকের'ই আছে কোন না কোন চমকে দেয়ার মত তথ্য। আসুন এর মধ্যে থেকে কিছু চমকপ্রদ তথ্য জেনে নিই-



১) একজন কম্পিউটার ব্যবহারকারী কম্পিউটার ব্যবহার এর সময় গড়ে প্রতি মিনিটে ৭বার চোখের পলক ফেলে, যা সাধারন অবস্থায় যে পরিমান চোখের পলক ফেলা হয়(২০ বার) তার অর্ধেকের চেয়েও কম।



২) ই-মেইল এর ব্যবহার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর গোড়াপত্তন এর আগে থেকেই হয়ে আসছে।



৩) বিল গেটস, বিশ্বখ্যাত কোম্পানি মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা এর বাড়িটি একটি ম্যাকিনটোশ কম্পিউটার ব্যবহার করে করা হয়েছিল।



৪) একটি আসল ম্যাকিনটোশ কম্পিউটার কেস এর ভিতরে আপনি ১৯৮২ সালে অ্যাপল এর ম্যাকিনটোশ কম্পিউটার ডিভিশন এর ৪৭ জন সদস্যের প্রত্যেকের সিগনেচার দেখতে পাবেন।



৫) পৃথিবীর প্রথম মাউস আবিষ্কার করেন ডগ এঙ্গেলবার্ট এবং মজার ব্যাপার হল সেটি ছিল কাঠের তৈরি।



৬) কোন অফিসে একটি গড়পড়তা কর্মদিবসে একজন টাইপিস্ট এর আঙ্গুলগুলো গড়ে ১২.৩ মাইল ভ্রমন করে।



৭) আলস্কা, যুক্তরাষ্ট্রের একমাত্র স্টেট যেটির নাম একটি কোয়ের্টি(QUERTY) কী-বোর্ডের শুধুমাত্র একটি সারির অক্ষর চেপে লেখা সম্ভব।



৮) জনপ্রিয় অনলাইন অকশন সাইট eBay’তে গড়ে প্রতি সেকেন্ডে ৬৮০ ডলার লেনদেন হয়।



৯) প্রতি মাসে গড়ে ১০ লাখেরও বেশী ডোমেইন নাম রেজিস্ট্রেশন করা হয়ে থাকে।



১০) Google, Apple, Microsoft, HP এর মধ্যে একটি সাধারন সাদৃশ্য হল এরা প্রত্যেকেই তথ্য-প্রযুক্তি কোম্পানি। কিন্তু এর বাইরে এদের আরও একটি অন্যতম সাদৃশ্য হল – এদের প্রত্যেকেই তাদের যাত্রা শুরু হয়েছিল গ্যারেজ থেকে।



১১) জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মাইস্পেস(myspace) এর রেজিস্টার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১১০ মিলিয়ন। মাইস্পেস যদি একটি দেশ হত তবে এটি হত বিশ্বের ১০ম বৃহত্তম রাষ্ট্র আর এর অবস্থান হত ঠিক মেক্সিকোর পরেই।



১২) http://www.youtube.com ডোমেইনটি ২০০৫ সালের ১৪ই ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন করা হয়েছিল।



১৩) Dvorak কী-বোর্ড দিয়ে কোয়ের্টি কী-বোর্ডের চেয়ে অনেক দক্ষতার সাথে কাজ করা যায়। এটি দিয়ে কোয়ের্টি কী-বোর্ডের এর চেয়ে প্রায় ২০গুন বেশী দ্রুত কাজ করতে সক্ষম।



১৪) কম্পিউটার প্রোগ্রামিং পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধনশীল পেশা।



১৫) পৃথিবীতে ব্যানার অ্যাডভার্টাইজিং প্রথম শুরু হয় ১৯৯৪ সালে।



১৬) বিশ্বখ্যাত কোম্পানি হিউলেট প্যাকার্ড(HP) এর যাত্রা শুরু হয়েছিল ১৯৩৯ সালে Palo Alto এর একটি গ্যারেজে।



১৭) ২০১২ সালের এক হিসাব অনুযায়ী পৃথিবীর প্রায় ১৭ বিলিয়ন ডিভাইস ইন্টারনেট এর সাথে সংযুক্ত।



১৮)গত বছর যুক্তরাষ্ট্রে বিবাহিত যুগলের প্রতি ৮জনে ১জন স্বীকার করেছেন যে তাদের পরিচয় হয়েছিল ইন্টারনেট এর মাধ্যমে।



১৯) আপনি যদি ফেসবুক’কে হ্যাক করার কোন একটি উপায় দেখাতে পারেন, তাহলে ফেসবুক আপনাকে ৫০০ ডলার পুরস্কার দেবে।



২০) সমগ্র পৃথিবী জুড়ে প্রায় ১.০৬ বিলিয়ন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাকাউন্ট আছে।





তথ্যসুত্রঃ ইন্টারনেট

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

অপরিচিত অতিথি বলেছেন: অবাক হওয়ার মতই.।

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১

ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব তথ্য, ভারি ভাল লাগল।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০

বাকি বিল্লাহ বলেছেন: জটিলস

৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো তো!!

++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.