নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
আমার উষ্ম শরীর যখন
ব্যাথায় কাতর,
অবচেতন মন কখন যে
তোমায় খুঁজে নেয়, তা বলা বাহুল্য ।
আমার অতৃপ্ত মন ,
যাকে অবচেতন বলে দায় সারছি ।
বাস্তবের আমি , অস্তমিত তুমি ,
শঙ্কা ছাড়া মিলিত হতে চাই
মহাবিশ্বের যেকোনও প্রান্তে,
যেকোনও ব্যাসার্ধে।
যা কখনো হবার বা পাবার নয় ,
তা নিয়ে ভাবতেই মানুষ ভালোবাসে।
আমিও ব্যতিক্রম নই
ভালোবাসি তা ই , যা পাবার নয়।
২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭
মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অনুভূতি
২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০
মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৮
মিরোরডডল বলেছেন:
শব্দ দুটোর সঠিক বানান হবে ব্যতিক্রম নই।
কবিতা এবং ছবি ভালো লেগেছে।
ব্লগ এডমিনকে ইমেইল করলে লেখা প্রথম পাতায় যাবে, তখন সবাই পড়বে।
৪| ০১ লা জুন, ২০২৪ রাত ১০:৪৯
মিরোরডডল বলেছেন:
মার্শ কিন্তু এই কবিতা রিপোষ্ট করতে পারে, তখন প্রথম পাতায় এক্সেস ছিলো না।
০৩ রা জুন, ২০২৪ রাত ১১:২২
মায়াস্পর্শ বলেছেন: আপনি লেখাগুলো যতটা ভালবেসে পড়েছিলেন মনে হয় না অন্য কেউ এতটা যত্নে পড়বে। তারপরও দেবো প্রথম পাতায়।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭
নজসু বলেছেন:
খুব সুন্দর শব্দের খেলা।
ভালোবাসা এমনই!