![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
আমার উষ্ণ শরীর যখন
ব্যাথায় কাতর,
অবচেতন মন কখন যে
তোমায় খুঁজে নেয়, তা বলা বাহুল্য।
আমার অতৃপ্ত মন,
যাকে অবচেতন বলে দায় সারছি।
বাস্তবের আমি, অস্তমিত তুমি,
শঙ্কা ছাড়া মিলিত হতে চাই
মহাবিশ্বের যেকোনও প্রান্তে,
যেকোনও ব্যাসার্ধে।
যা কখনো হবার বা পাবার নয়,
তা নিয়ে ভাবতেই মানুষ ভালোবাসে।
আমিও ব্যতিক্রম নই
ভালোবাসি তাই, যা পাবার নয়।
২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭
মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অনুভূতি
২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০
মায়াস্পর্শ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৮
মিরোরডডল বলেছেন:
শব্দ দুটোর সঠিক বানান হবে ব্যতিক্রম নই।
কবিতা এবং ছবি ভালো লেগেছে।
ব্লগ এডমিনকে ইমেইল করলে লেখা প্রথম পাতায় যাবে, তখন সবাই পড়বে।
৪| ০১ লা জুন, ২০২৪ রাত ১০:৪৯
মিরোরডডল বলেছেন:
মার্শ কিন্তু এই কবিতা রিপোষ্ট করতে পারে, তখন প্রথম পাতায় এক্সেস ছিলো না।
০৩ রা জুন, ২০২৪ রাত ১১:২২
মায়াস্পর্শ বলেছেন: আপনি লেখাগুলো যতটা ভালবেসে পড়েছিলেন মনে হয় না অন্য কেউ এতটা যত্নে পড়বে। তারপরও দেবো প্রথম পাতায়।
৫| ১১ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতা, শিরোনাম এবং ছবি-সবই ভালো লেগেছে।
প্রথম বাক্যটিতে উষ্ম শব্দটির বানান ভুল; সঠিক বানান হবে উষ্ণ।
৩১ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৩১
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্যার।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭
নজসু বলেছেন:
খুব সুন্দর শব্দের খেলা।
ভালোবাসা এমনই!