নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
আলো আধারির এই খেলাঘর
বিসর্জিত হবে তোমার অনিচ্ছায়,
কোথায় হারাবে তুমি
কোন ধূসর আবছায়ায়।
এপারে তুমি গভীর সুপ্তিমগ্ন
তুমি অসার প্রাণহীন ,
বিপরীতে দেখছো অগ্নি বিভীষিকা
অথবা ইন্দ্র অপ্সরী।
ছলচাতুরির কালো আধার
করবে না তোমায় পার ,
মহাবিচারকের তীব্র আলো
রুখবে তোমার দ্বার।
তাই কখনো সুখের আবেশ
অথবা আতঙ্ক করছে তোমায় গ্রাস।
শেষ বিচার হবে তোমার,
শেষ বিচার হবে আমার।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০১
মায়াস্পর্শ বলেছেন: বিষয় ভিন্ন, সেজন্য বুঝি ?
২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০০
মিরোরডডল বলেছেন:
সাবজেক্ট অবভিয়াসলি ম্যাটার কিন্তু আজকে আসলে একটু ডিস্ট্রাকশন হচ্ছে।
সামুতে লগইন থাকলেও এত ব্যস্ত যে এখানে ফোকাস করতে পারছি না।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯
মায়াস্পর্শ বলেছেন: সময় নিন। ব্যস্ততাকে আগে ছুটি দিন।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪
মিরোরডডল বলেছেন:
আজকের লেখায় আমি কানেক্ট করতে পারিনি।
হয়তো অন্য পাঠক পারবে।