নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

শীত সরণি

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪


উষুম লেপের আচ্ছাদনে
শুয়ে থাকো কিছুক্ষন ,
জাপ্টে ধরো সুরসুরি দাও
খুনসুটি করি দুজন।
ধোঁয়া ওঠা ভাপা পিঠা
খেজুর রসের মগ ,
কনকনে শীত জেঁকে বসেছে
গিলছি যে ঢক ঢক।
পোড়া বেগুন ভর্তা
সাথে আতপ চালের ভাত,
ধনে পাতার চাটনী দিয়ে
খেতে কতোই স্বাদ।
খেজুর গুড়ের চা গরম,
সদ্য ভাজা মুড়ি ,
খেয়ে দেয়ে মাঞ্জা মেরে ,
সন্ধ্যা বেলায় ঘুরি।
রাত্রি বেলা চিতই পিঠা,
হরেক রকম ভর্তা ,
দুধের মাঝেও ভিজিয়ে রাখি
খাবেন বাড়ির কর্তা।
ইষ্টিকুটুম বাড়ি এলো
গল্প হবে আজ ,
শীত নেমেছে, রাত হয়েছে,
বন্ধ সকল কাজ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭

মিরোরডডল বলেছেন:




এটা ছড়া?
মজার :)

কুয়াশার ছবিটা সুন্দর।

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৩

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক।
আমি লেখার কোনো ব্যাকরণ জানিনা। মনে আসে যা সেভাবে লিখি। ছড়া ই হবে হয়তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.