নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
দালান কোঠার কষ্ট অনেক,
মাটির ঘরই ভালো,
অল্প কথায় অনেক কিছু
সবই এলোমেলো।
আঁকাবাঁকা মেঠোপথে
স্বাধীন ভালোবাসা,
ভোরের আলোর উজ্জ্বলতায়
রঙিন কত আশা।
মাটির গন্ধে মনে জাগে
কত শিহরণ,
শহুরে এই ব্যস্ততার
হবে কি মরণ?
কৃত্রিম কত রঙ্গ করে
সাজানো শহর,
সারি সারি যানের মেলা,
বিনিদ্র প্রহর।
ঘুমের মাঝেও মাথায় ঘোরে
ব্যস্ততার স্মৃতি,
স্বপ্নগুলোও মরে গেছে,
চেয়ে চেয়ে দেখি.
ইচ্ছে করে আবার ফিরি,
মাটির ঠিকানায়,
আপন মানুষ, মায়ের আঁচল
ডাকছে যে আমায়।
শহুরে শিকল আঁকড়ে আছে
ব্যস্ত জীবনচক্রে,
অদৃশ্য সেই শিকল আমার
সারা সময় জুড়ে।
ফিরবো আবার মাটির কাছে,
দালান কোঠা ছেড়ে,
দেখবো আবার জীবনটাকে,
সহজ সরল করে।
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯
মায়াস্পর্শ বলেছেন: গ্রামে যাওয়ার কোনো উপায় নেই আমার। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আশা করি আমিও যাবো।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
মায়াস্পর্শ বলেছেন: আসলে তাদেরকে কাছে থেকে দেখলে অন্যরকম একটা অনুভুতি কাজ করে। মনে হয়, জীবনটা কত সুন্দর আর সরল। আমরা আধুনিকতার খোলসের বন্দী ছাড়া আর কিছুই নয়। আপনি তাদেরকে যেটুকু সম্মান আর বিনিময় দিয়েছেন তা যদি সবাই দিতো তবে সামাজে "চাষা" শব্দটাকে কেউ বাজে ভাবে ব্যবহার করার সাহস পেতো না।
২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০
মিরোরডডল বলেছেন:
টাইপো ***সবসময়ই*** হবে।
৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০
মিরোরডডল বলেছেন:
চাষা বলে যারা গালি দেয় তারা নিজেদের ছোট করে কারণ এই চাষারা আমাদের খাবার যোগান দেয়।
আমরা অকৃতজ্ঞ বলেই চাষা শব্দটা গালি হিসেবে ব্যবহার করি।
০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২২
মায়াস্পর্শ বলেছেন: তারা যে নিজেরাই ছোট হয় তা তাদের মস্তিষ্কের ধারন ক্ষমতার বাহিরে।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: Vocal with guitar for soft melody music
As a Drummer for groove metal
সফ্ট মেলোডি, আবার মেটাল, কন্ট্রাডিক্টরি হয়না?
When you said as a drummer, does that mean you play drums?
০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৬
মায়াস্পর্শ বলেছেন: না। কন্ট্রাডিক্টরি হয় না। দুই ঘরনায় দুটি সত্তা কাজ করে।
৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৩
মিরোরডডল বলেছেন:
সেকেন্ড প্রশ্নের উত্তর দিলো নাহ যে!!!!
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৪
মায়াস্পর্শ বলেছেন: Yes, I play drums.
৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪০
মিরোরডডল বলেছেন:
একই প্রশ্ন দুবার সেন্ট হয়েছে।
সেকেন্ডটা ডিলিট করে দিতে পারে।
আমরা কি মার্শর কণ্ঠে সফ্ট মেলোডি শুনবো নাহ?
০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
মায়াস্পর্শ বলেছেন: অবশ্যই শুনবেন।
৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮
মিরোরডডল বলেছেন:
নতুন লেখা কোথায় মার্শ?
মনে হয় কি যেন নেই নেই।
ডেইলি নিশ্চয়ই লেখা হয়না।
আগের লেখা স্টক থেকে দেয়া হয়, তাই নাহ?
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৪
মায়াস্পর্শ বলেছেন: আজ লিখতে পারিনি। আগের স্টকগুলো এখানে দেওয়ার মতো নয়। সংগ্রহ করতে হবে সব। ছড়িয়ে ছিটিয়ে আছে। কাল লিখবো। কিছু টপিকস দিতে পারেন। সেগুলোর ওপর লিখবো।
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪০
মায়াস্পর্শ বলেছেন: মনে হয় কি যেন নেই নেই
আগামিকাল এই লাইন নিয়ে কিছু লিখে ফেলব। অনুমতি প্রার্থনা করছি।
৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫
মিরোরডডল বলেছেন:
কবি হবে স্বাধীন, সে তার মনের মতো করে লিখবে।
আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে life, love & relationship.
জীবনের গল্প, প্রেম এবং সম্পর্ক।
এর মানেই শুধু আমি তুমি, তুমি আমি এরকম প্রেম না।
It can be any kind of love or relationship in our life.
মানুষের জীবনের গভীরতা পড়তে, জানতে ভালো লাগে।
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৭
মায়াস্পর্শ বলেছেন: আমি প্রত্যেকটা বিষয় নিয়ে লিখতে সাচ্ছন্দ্যবোধ করি। আপনার মন্তব্য থেকে কিছু পেলাম। সহায়ক হবে এগুলো। যদিওবা আমি নতুন একদম।
৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪
মিরোরডডল বলেছেন:
আগামিকাল এই লাইন নিয়ে কিছু লিখে ফেলব। অনুমতি প্রার্থনা করছি।
ইচ্ছে হলে অবশ্যই লিখবে।
সবকিছু আছে, তারপরও কি যেন নেই নেই।
কোথায় যেন একটা শুন্যতা, দীর্ঘশ্বাস!!!
একটা কষ্টবোধ, ঠিক emptiness গানের মতো।
And I feel so lonely yeah...
There's a better place than this
Emptiness
০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭
মায়াস্পর্শ বলেছেন: এতো সুন্দর একটা গান দেওয়ার জন্য ধন্যবাদ অনেক।
কি যেন নেই নেই শুনতে যতটা সহজ,বাস্তবে এটা অনেক কঠিন একটা বেপার।
১০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৯
মিরোরডডল বলেছেন:
ফোক গান শোনা হয়?
আমি এখন যেটা শুনছি শেয়ার করলাম।
০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১১
মায়াস্পর্শ বলেছেন: ২০১৩ তে একজন বাউল শুনিয়েছিলেন দোতারা দিয়ে । মনে পড়ে গেল সে কথা ।
ফোকগান আত্মাকে শান্তি দেয়। বরাবর শুনি ।
১১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ ভাল কাব্য।
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫
মায়াস্পর্শ বলেছেন: প্রগাঢ় ভালোবাসা জানাই আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮
মিরোরডডল বলেছেন:
ফিরবো আবার মাটির কাছে,
দালান কোঠা ছেড়ে,
দেখবো আবার জীবনটাকে,
সহজ সরল করে।
মাটির মানুষ, মাটির কবিতা, মাটির গান সবসমই ভালো লাগে।
কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম। পোষ্টের ছবির মতো এতো সবুজ অবশ্য ছিলোনা কারণ বৃষ্টি নেইতো!
কিন্তু সরিষা ফুল ছিলো যেটা অনেক সুন্দর। সেখানে একটা জমিতে নারী-পুরুষ সবাই একসঙ্গে কাজ করছে।
পৃথিবীর কোন বাতাস তাদের গায়ে লাগেনি, এত সহজ সরল!
কিরকম সরল বলি?
তাদের কাছ থেকে কিছু শাক লতাপাতা কিনবো।
দাম জানতে চাইলাম, কিছু বলেনা শুধু হাসে।
পারলে ফ্রি দিয়ে দেয়।
অথচ এগুলো তারা তুলছে পাইকারি বিক্রি করবে।
তারপর আমি খুশী হয়েই দোকানে যে দামে বিক্রি হয়, তারচেয়ে অনেক বেশি দিয়ে আসছি।
কারণ সরলতার মূল্য অনেক।
আবারও অনেক কথা বলে ফেললাম