নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি : ইন্টারনেট
খুব ভোর বেলা ঘুম ভেঙে যেতো ,
আড়মোড়া দিয়ে যখন জেগে উঠতো প্রকৃতি ,
সেই চিরচেনা ফুলগাছগুলোর কাছে যাওয়া
আমার নেশা হয়ে দাঁড়িয়েছিল।
শেফালী ফুল গুলো কুড়িয়ে
যেতাম শিউলি তলায় ,
গন্ধরাজ যেন করে তুলতো পাগল।
পৃথিবীর কোনো সুঘ্রাণ তখন পাত্তা পেতো না।
ভালোবাসার প্রথম সূচনা হয়েছিল
গন্ধরাজের ভারি গন্ধে।
তোমায় প্রথম দেওয়া কাঠগোলাপ
যখন কানের পাশে সযত্নে রাখলে ,
ফুল দেওয়া একরকম দায়িত্ব হয়ে গিয়েছিলো আমার।
মনে আছে ? বকুলের মালা গেঁথে দিয়েছিলাম,
সাথে কালো টিপ ,
তোমার ছোট্ট খোঁপায় পরবে বলে।
তা আর পরা হয়নি তাইনা ?
মাঝে কতগুলো বছর চলে গেলো
কত গোলাপ শুকিয়ে গেলো।
সেই শেফালী ,শিউলি আর গন্ধরাজ
আমায় একঘরে করে রেখেছে ।
হটাৎ যখন শেষ রাতে গন্ধরাজের কাছে যাই,
মনে হয় তুমি স্বয়ং দাঁড়িয়ে ,
আমায় আলতো করে ছুঁয়ে দিলে।
এখনো মাঝে মাঝে ভেজা ঘাসের ওপর হাটি ,
খালি পায়ে যাই সেই চিরচেনা ফুল তলায় ,
ফুল গুলো তোমার সমাধির উপর দিতে পারি ,
খোঁপায় বা কানে আর দেওয়া হয় না ।
শাহবাগ , ঢাকা
১৩ জানুয়ারি ,২০২৪
(ব্লগে শেষ লেখা হয়তো এটা)
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৬
মায়াস্পর্শ বলেছেন: যেমনটা ভাবছেন তেমন নয়। ব্লগের কোন ইস্যুতে আমি এমনটা বলি নি। নিজের ব্যক্তিগত কিছু কারণ আমাকে বিষিয়ে তুলে।
প্রথম পাতার আশায় লিখিনি কখনো। আপনি বলেছেন তাই বুঝেছি। পরে দেখলাম আবার ওয়াচ মুডে। তাই আপনাকে দেখালাম। আমি কারণ টা জানিনা, তাই উৎকন্ঠা বেড়ে গিয়েছিল।
২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৯
মিরোরডডল বলেছেন:
আজকের লেখার কথাতো বলা হয়নি।
মনে আছে ? বকুলের মালা গেঁথে দিয়েছিলাম,
সাথে কালো টিপ ,
তোমার ছোট্ট খোঁপায় পরবে বলে।
তা আর পরা হয়নি তাইনা ?
বরাবরের মতো ভালো লেখা।
যেকোন সাদা ফুল আমার ভীষণ প্রিয়, স্পেশালি যেগুলোতে ঘ্রাণ আছে।
তার মাঝে বেলি ফুল সবচেয়ে প্রিয়, আছে রজনীগন্ধা, গন্ধরাজ খুবই ভালো লাগে, কাঠগোলাপ, কামিনী ফুল,
সাদা গোলাপ এরকম আরো অনেক।
এই কবিতার সাদা ফুল আর সমাধি আমাকে মনে করিয়ে দিলো কয়েক মাস আগে যখন আমার ভাই চলে যাবার সংবাদ শুনে সবাই ফুল পাঠাতে শুরু করলো, আমার বাসা নানারকম সাদা ফুল, সাদা গোলাপে ভরে গেলো। পেছন ফিরে দেখি কি একটা কষ্টের সময় পার করেছি!
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৬
মায়াস্পর্শ বলেছেন: সমবেদনা জানাচ্ছি।
গন্ধরাজ আমার প্রিয় ফুল।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮
মিরোরডডল বলেছেন:
আশা করবো মার্শ কোন বোকামি করবে না।
লগইন করে মন্তব্যের রিপ্লাই করবে এবং লেখা কন্টিনিউ করবে।
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০১
মায়াস্পর্শ বলেছেন: স্টিভ জবস্ এর একটা উক্তি মনে পরলো, "Stay foolish, Stay Hungry "
I respect you, and my voice will always with you.
৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৭
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: নিজের ব্যক্তিগত কিছু কারণ আমাকে বিষিয়ে তুলে।
তাহলেতো আরো বেশি করে ব্লগে লিখবে, সময় কাটাবে, তখন বিষিয়ে যাওয়া মন ভালো হয়ে যাবে।
I don't know about others but for me, ব্লগে সবার সাথে গল্প করি, লেখা পড়ি, ভালো সময় কাটে।
প্রথম পাতার আশায় লিখিনি কখনো।
I understood. that's fine.
যে বা যারা পড়ার, তারা এখানে এসেও পড়বে।
প্রায় দেড় বছর আমারও প্রথম পাতায় যায়নি।
পরে দেখলাম আবার ওয়াচ মুডে।
if I were you and I don't know the reason, I must contact admin to know the reasons, so that it will help me to understand what did I do wrong or if there is a wrong.
ওদেরও বোঝার ভুল হতে পারে, সিস্টেম ভুল করতে পারে, অনেককিছুই হতে পারে, কারণ জানতে চাওয়াটা স্বাভাবিক।
আমি কারণ টা জানিনা, তাই উৎকন্ঠা বেড়ে গিয়েছিল।
I believe nothing to be worried. Just do what you supposed to do.
তবে ব্লগের নীতিমালার প্রতি রেস্পেক্ট রেখে।
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২০
মায়াস্পর্শ বলেছেন: Thank you so much
৫| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৬
মিরোরডডল বলেছেন:
শহবাগ , ঢাকা
এটা লেখা জরুরী না।
শহবাগ বলে কোন জায়গা নেই ঢাকায়।
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৭
মায়াস্পর্শ বলেছেন: ওকে
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩২
মায়াস্পর্শ বলেছেন: ঠিক করে নিয়েছি।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:১৩
মিরোরডডল বলেছেন:
I respect you, and my voice will always with you.
রেস্পেক্ট শুনলে এখন আমার কাছে বিভীষিকাময় মনে হয়।
জানতে চাইবে নাহ কেনো?
১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪০
মায়াস্পর্শ বলেছেন: কল্পনা করে নেব।
১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৩
মায়াস্পর্শ বলেছেন: রেস্পেক্ট শুনলে এখন আমার কাছে বিভীষিকাময় মনে হয়
আমার কল্পনা আমি করে নিয়েছি, এবার আপনার টা শুনতে চাই। উল্টো বলবেননা আমার কল্পনা টা কি ।
৭| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৪
মিরোরডডল বলেছেন:
কল্পনা টা কি?
৮| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৬
মিরোরডডল বলেছেন:
I'm telling you the story.
আমার একটা ব্লগ বন্ধু ছিলো, জুনিয়র ফ্রেন্ড। আমি তাকে অনেক স্নেহ করতাম, সেও আমাকে অনেক রেসপেক্ট করতো।
We had a great time together for almost a year.
We had fun, arguments, laughter, মান অভিমান, ঝগড়া, আবার মিলে যাওয়া what not!
So many sweet memories!
সে আমাকে সবসময় খুব রেস্পেক্টের কথা বলতো, কথা হলেই বলবে আমাকে অনেক রেস্পেক্ট করে।
তারপর একদিন সে ভয়ঙ্কর ডিজরেস্পেক্টফুল বিহেভ করলো। আমার লাইফটাইমে আমার সাথে কখনো কেউ এমন আচরণ করেনি।
I'm so shocked! my heart was broken.
It took me a while to be back normal.
মানুষ কেউ কারো সাথে এতো রুড হতে পারে!
It was beyond my imagination!
I tried to forgive him and wish all the best for him so that God Almighty gives him realization.
But I'll never forget this.
এখনো মাঝে মাঝে সেই রাত আমার কাছে নাইটমেয়ার হয়ে আসে।
সুস্থ মস্তিষ্কে জেনে বুঝে আমি কখনো কারো ক্ষতি করিনি, তাই নিজের কাছেই প্রশ্ন করি কেনো এমন হলো!
এরপর থেকে কেউ রেস্পেক্টের কথা বললে আমার মনে হয়,
I don't need respect but for God's sake don't disrespect please.
এই কমেন্ট করার সময় আমি বিষন্ন হয়ে যাচ্ছি, এখন চলে যাই।
১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৪
মায়াস্পর্শ বলেছেন: এই কমেন্ট করার সময় আমি বিষন্ন হয়ে যাচ্ছি, এখন চলে যাই
বিচলিত হবেন না।
আর কখনো রেস্পেক্ট এর কোনো কথা বলবোনা।
আমার মন্তব্যে বা কথাবার্তায় যদি রেস্পেক্ট খুঁজে পান, তবে আর বলার ও দরকার হবে না আশা করি।
আমি একজনের থেকে শিখেছি, কিভাবে সম্পর্ক নষ্ট হওয়ার আগেই তাকে ভালোভাবে ইগনোর করা যায় , যেন আগের ভালো সময়গুলো কলুষিত না হয়।
আপনার স্টোরি শুনে আমিও সমবেদনা জ্ঞাপন করছি।
৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতার শিরোনামটা দারুন লেগেছে। গন্ধরাজ আমারও ভাললাগে। মনে পড়ে গেল এইচ এসসিতে পড়া কালে হোস্টেলের এককোনে একটা গন্ধরাজ গাছ ছিল, ঘ্রাণ নিতাম। কবিতায়++++
১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭
মায়াস্পর্শ বলেছেন: নিরন্তর ভালোবাসা নিবেন। আশা করছি আমার সব লেখাই পড়বেন এবং ভুলগুলো শুধরিয়ে দিবেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬
মিরোরডডল বলেছেন:
কেনো এটা শেষ লেখা হবে?
কথায় কথায় গিভ আপ করা ভালো না।
হাল ছেড়ে দেয়া মানে পরাজিত হওয়া।
So please don't give up.
মার্শ অনেক ভালো লেখে, লেখা কন্টিনিউ করবে।
এখানেই, সে প্রথম পাতায় যাক আর নাই যাক।
আমরা প্রতিদিন নতুন করে অনেককিছু শিখি।
মার্শও শিখবে, এটা শেখারই সময়।