নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

মামা

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২১

ছবি: ইন্টারনেট

ঘুমন্ত টুকটুকির কপালে চুমু দিয়ে
ভোরের ঝাপসা কুয়াশা ভেদ করে ,
বেরিয়ে আসেন মামা , কেউ ডাকে চাচা।
মোড়ের জামালের দোকানের দুধ চা ,
আর আয়তাকার নোনা বিস্কুট , ( কখনো ২ পিস্ )
দিন শুরুর পাথেয় ।
ওহ, সাথে একটা কে2।

শুরু হয় মারা প্যাডেল ,
পায়ে স্পঞ্জের স্যান্ডেল।
লুঙ্গিটা বাতাসে উড়ে ,
মামার স্বপ্নগুলো ভাসে।

পিছনে উঠলেন এক সাহেব ,
বড়ই তড়িঘড়ি ,
বললেন , যাও হে তাড়াতাড়ি।
টাকা কাটবে ১৫০০,
যদি হয় এক মিনিটের দেরি।
মামা আশ্চর্য হয়ে বললো,
বলেন কি , বলেন কি ,
আফনে করেন কি ?
সাহেব বুক ফুলিয়ে বললো ,
আমি কর্পোরেট জব করি।
মামা হেসে হেসে বললো ,
তবে আর কিহ ,
আমি দাঁড়ায়ে প্যাডেল মারি।

দুপুরে মামা খেলো (হোটেল আল সালাদিয়াতে )
ভাত , ভর্তা , ডাল ,
প্যাডেল মেরেছে বড্ডো বেশি ,
তাই হয়েছে নাজেহাল।
হুড উঠিয়ে কড়ি তলায়
বসলো গুটিয়ে ,
পা দুটি উঠিয়ে দিলো
সামনের ছোট্ট সিংহাসনে ।

চললো আবার মামার রিকশা ,
ছুটলো হনহনিয়ে ,
টুকটুকিটা বসে আছে
বাবার পথ চেয়ে।
ফিরতি পথে কিনলো মামা
চাল ডাল আর আটা ,
মাছ গোস্ত দেখে ভাবলো
কপাল আমার ফাটা।
কত মামা আছেন এমন
হয়তো কারো বাবা ,
অমানুষ গুলো কেমনে মারে
তাদের মুখে থাবা। (অনেকেই রিকশা মামাদের চড় থাপ্পড় মেরে থাকে )

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: আপনার কবিতার মাধ্যমে যে একজন রিকশাওয়ালা মামার রোজকার জীবন ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন তার জন্য ধন্যবাদ।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৫

মায়াস্পর্শ বলেছেন: চেষ্টা করেছি । তাদের জীবনকে একটা কবিতায় ফুটিয়ে তোলা অসম্ভব।
ভালোবাসা জানবেন অনেক।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯

মিরোরডডল বলেছেন:




ভালো সাবজেক্ট নিয়ে লিখেছে।
যে আমি কাউকে এড্রেস কম করি, সেই আমিও রিক্সায়ালাকে অলওয়েজ আপ্নি করে ভাই বলে ডাকি।
আমার ওদের জন্য অনেক মায়া লাগে।


১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৯

মায়াস্পর্শ বলেছেন: ভালো সাবজেক্ট নিয়ে লিখেছে।

আজ সকালে অফিসে আসার সময় বিষয় টা মাথায় এসেছিলো।
লিখে নিলাম ঝটপট।
আমি মাঝে মাঝেই তাদের হাতে একটা ১০০ টাকার নোট ধরায়ে দিয়ে তাদের হাসি বা অভিব্যক্তি দেখি। মায়া লাগে। তবে সবাই নিতে চায় না। ব্যাক্তিত্ব ধরে রাখতে চায় তারা তখন। সেটাও ভালো লাগে দেখতে।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর বাস্তবিক কবিতা

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন অনেক অনেক।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ ক’দিন ব্যস্ত থাকায় সামুতে সেভাবে আশা হয়নি। কাল রাতে আপনার ব্লগে ঢুকে দেখি অনেক পোস্ট অনেক মন্তব্য ভাবলাম ১ম পাতায় চলে গেলেন কিনা ? ভিতরে ঢুকে দেখি ডল আপুর মন্তব্য । তারপর আপনাদের পোস্টের সাথে আপনাদের মন্তব্য প্রতিমন্তব্য পড়লাম।

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪

মায়াস্পর্শ বলেছেন: ব্লগে যেদিন প্রথম লিখলাম, সেদিন থেকে তিনি আমায় মন্তব্য করে সহায়তা করে যাচ্ছেন , সাথে লেখার প্রেরণাও জুগিয়েছেন। জানিনা ব্লগে কদিন লিখবো , তবে তার প্রতি আমার কৃতজ্ঞতা এবং সম্মান থাকবে সবসময়।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন রিক্সা চালকদের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি।++
পোস্টে লাইক।
শুভেচ্ছা আপনাকে।

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৫

মায়াস্পর্শ বলেছেন: নিরন্তর ভালোবাসা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.