নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

পাল্টা উল্টা

২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১

আমি বেখেয়াল,রোদ্দুর অনেক দূর।
সহাস্যে যা ভেবে যাই ,
এক ক্যাফেটেরিয়ার স্নিগ্ধ বিকেল ,
ধুলোমাখা সিঁড়িতে,
ফু দিয়ে উড়াই ,আমার ক্লান্ত দুপুর সকাল ।
একোস্টিকের e minor , ফোর ফোর স্ট্রামিং ,
সাদা লাল পারে ভেজা শাড়ির আঁচল।
আমায় ক্লান্ত করা কিবোর্ড , মাউসের ছুটোছুটি,
মাইক্রোসফট এক্সেলেই জীবন বন্দি ছুটি।
তুমি ভেবো না আর , তুমি ভেবো না
আমি ছুবো না আর , আমি ছুবো না।
বেসুরা গলায় মরচে পড়া লিরিক্স
আর্তনাদ করে বেরিয়ে আসার ,
দেশালায় খুঁজে হন্যে হয়ে ,
নিজেকে জ্বালাই , পরে তামাক ধরাই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩

এম ডি মুসা বলেছেন: চমৎকার!!

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬

মায়াস্পর্শ বলেছেন: কবিতা টা পড়লে আমার হাসি পায়। আপনার হাসি পায়নি ?
ধন্যবাদ অনেক ।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

মিরোরডডল বলেছেন:



লেখক বলেছেন: কবিতা টা পড়লে আমার হাসি পায়।

কেনো?

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৫

মায়াস্পর্শ বলেছেন: কবিতাটা পারার বখাটে ছেলের মত হয়েছে, তাই।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.