নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি: ইন্টারনেট
তুই পথ চেয়ে তাই ব্যস্ত আমি
শুন্যের কুঁড়ে ঘরে ,
কত গল্প বলার বাকি রয়ে গেছে
তোর নরম হাত টি ধরে।
তুই পথ চেয়ে তাই পিছিয়ে আমি
এই স্বার্থপর নগরে ,
মাথা রাখবো তাই ছুটে আসি
তোর উষুম কোলের মাঝে।
তুই পথ চেয়ে তাই ক্লান্ত আমি
সবল দেহের মাঝে,
মুখ লুকাবো ভোরে ঘুম ভাঙলে
তোর নরম বুকের ভাঁজে।
তুই পথ চেয়ে তাই ছুটে চলি আমি
নিষিদ্ধ কাঁটাতারে ,
অভিমানগুলো সব জল হয়ে যাবে
তোর জাপটে ধরা বুকে।
তুই পথ চেয়ে তাই বেঁচে ফিরি আমি
মৃত্যু সীমানা ঘেঁষে ,
কত রাত নির্ঘুম কেটে যাবে
তোর কপালে চুমো দিয়ে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৫
মায়াস্পর্শ বলেছেন: প্রথম পাতায় কবে আসবে জানিনা। যদি ইচ্ছে হয় , নিকে এসেই মাঝে মাঝে উঁকি দিয়ে যাবেন।
প্রথম পাতায় একসেস পেয়েছিলাম , আবার কেন জানি পরের দিনই ওয়াচ মুডে রেখেছে। স্পেসিফিক কারণ আমি জানিনা। মেইল করেছিলাম কিন্তু কোনো ফিডব্যাক পাইনি।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০২
নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর কবিতা...
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১১
মায়াস্পর্শ বলেছেন: দাদা , অসংখ্য ধন্যবাদ এই অধমের কবিতা পড়ার জন্য।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯
মিরোরডডল বলেছেন:
যেটা বলতে চাচ্ছি, সেটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৪
মায়াস্পর্শ বলেছেন: বলে ফেলুন
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
মিরোরডডল বলেছেন:
কারো সাথে কারো তুলনা করা ঠিক না কিন্তু যদি কমপ্লিমেন্ট হয়, তাহলে বলা যায়।
আজ লেখা এবং ছবিটা আমার প্রিয় কবির মতো হয়েছে।
নিক না দেখে পড়লে আমি ধরেই নিতাম এটা তার লেখা কবিতা।
কি করে দুজনের লেখা এতো ক্লোজ হতে পারে!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
মায়াস্পর্শ বলেছেন: অনেক সময় হয়ে যায়।
তার হয়তো কবিতা লেখার কোন নিজস্বতা আছে, তাই আপনি সেটা পড়ে পড়ে পরিচিত হয়ে গেছেন। আর আমি উরাধুরা যা খুশি লিখে ফেলি, সে যেমন হয় হোক। আজ হয়তো উনার সাথে মিলে গেছে অনেকটা। তাই এমন মনে হয়েছে আপনার কাছে।
ধন্যবাদ আপনাকে অনেক এত সুন্দর মন্তব্যের জন্য।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
মিরোরডডল বলেছেন:
আমি অবাক হলাম, মার্শ জানতে চাইলো না কে সেই কবি!
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
মায়াস্পর্শ বলেছেন: ওহ হো,, তাইতো,,, বলুন তবে সে নাম।
আমিও পড়বো তার লিখা।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১
মিরোরডডল বলেছেন:
তাই নাহ?
you really don't know him?
স্প্যানকড।
ব্লগে যে কয়জনের কবিতা রেগুলার পড়ি, কবি তাদের একজন।
অবশ্যই তার কবিতার একটা নিজস্ব স্টাইল আছে, তাই ভালো লাগে।
আজকের লেখাটা একদম তার লেখা হয়েছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৬
মায়াস্পর্শ বলেছেন: চেষ্টা করবো পড়তে। জেনে ভালো লাগলো।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০
মিরোরডডল বলেছেন:
আমি আবার অবাক হলাম।
মার্শ কবিকে চেনে।
এই সেদিনও মার্শ কবির এক লেখায় লাইক দিয়ে আসছে।
আজ কি শুধু সারপ্রাইজড হবো ওয়ান আফটার অ্যানাদার?
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
মায়াস্পর্শ বলেছেন: উনার লেখা কয়েকটি পরেছি। আপনার প্রিয় কবি উনি তা আজ জানতে পারলাম।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
মিরোরডডল বলেছেন:
কত গল্প বলার বাকি রয়ে গেছে
সেইম হিয়ার।
অভিমানগুলো সব জল হয়ে যাবে
কখন হবে!
কত রাত নির্ঘুম কেটে যাবে
তোর কপালে চুমো দিয়ে।
শেষ দু'লাইন খুব সুন্দর কিন্তু এম ডি মুসা আসলো বলে!
এসে বলবে ছন্দমিল হয়নি
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
মায়াস্পর্শ বলেছেন: কখন হবে
পরের লাইনটাই বলা আছে।
এসে বলবে ছন্দমিল হয়নি
আশেপাশের সবাই অবাক হয়ে আমার হাসি দেখছে
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২
মিরোরডডল বলেছেন:
আসে পাশে কারা আছে
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
মায়াস্পর্শ বলেছেন: আমার অপরিচিত সবাই।
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
মিরোরডডল বলেছেন:
এখন সব হাসির কথা বলতে হবে।
মার্শর হাসি দেখে আশাপাশের মানুষ তাকে পাগল ভাববে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
মায়াস্পর্শ বলেছেন: সত্যিই তারা অবাক হয়ে দেখছে আমায়।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
মিরোরডডল বলেছেন:
কেনো অবাক হবে? আজকাল সবার হাতেই মোবাইল, ট্যাব অথবা ল্যাপটপ থাকে।
কিছু না কিছু দেখে বা শুনে হাসতেই পারে।
ওয়েট, এটাই মোক্ষম সময়!
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
মায়াস্পর্শ বলেছেন: আমি খুব ক্লোজ কেউ ছাড়া উচ্চস্বরে হাসি না। কিন্তু এটা ব্যাতিক্রম হয়ে গেছে তাই।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
মিরোরডডল বলেছেন:
ওল্ড জোকস, হয়তো জানা, তারপরও দিলাম।
এটা আমি যতবার পড়ি, ততবার হাসি।
একটি গ্রামে এক গরীব কৃষক বাস করতো। তার দু'টো ছাগল ছিলো। একদিন কজন সাংবাদিক ঘটনাক্রমে সেই কৃষকের সাক্ষাৎকার নিতে এলো-
সাংবাদিকঃ তুমি ছাগলগুলোকে কি খেতে দাও?
কৃষকঃ কোন ছাগলটাকে, সাদাটাকে নাকি কালোটাকে?
সাংবাদিকঃ কালোটাকে ?
কৃষক: ঘাস
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষক: ওটাকেও ঘাস খেতে দেই।
সাংবাদিক: তুমি ছাগলগুলোকে কোথায় বেঁধে রাখো?
কৃষক: কোন ছাগলটাকে,সাদা টাকে না কালো টাকে?
সাংবাদিক: কালোটাকে ?
কৃষক: গোয়ালে, একটা খুঁটির সাথে।
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষকঃ ওটাকেও গোয়ালে ওই একই খুঁটির সাথে।
সাংবাদিক: তুমি ছাগল দুটোকে কি দিয়ে পরিস্কার রাখো?
কৃষক: কোন ছাগলটাকে,সাদাটাকে না কালোটাকে?
সাংবাদিক: কালোটাকে ?
কৃষক: জল দিয়ে চান করাই।
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষক: ওটাকেও জল দিয়েই চান করাই।
সাংবাদিকরা এবার প্রচণ্ড রেগে গিয়ে বললো: হারামী, দুটো ছাগলের সাথেই যখন সব কিছু একরকম হচ্ছে তখন বার বার আমাদের জিজ্ঞাসা করছো কেন যে সাদা ছাগলটা না কালো ছাগলটা?
কৃষক: কারণ কালো ছাগলটা আমার।
সাংবাদিক: আর সাদা ছাগল টা ?
কৃষক: ওটাও আমার।
একটু উচ্চস্বরে হাসবে, আমিও যেনো শুনতে পাই।
গুড নাইট
০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৬
মায়াস্পর্শ বলেছেন: হা হা হা। মজা পেলাম অনেক। ভাবিনি এভাবে এতবছর পর হাসবো। ধন্যবাদ জানবেন। শুভ্ রাত্রি।
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৮
এম ডি মুসা বলেছেন: তোর/ পথ চেয়ে এই/ ব্যস্ত আমি/ শুন্যের কুঁড়ে/ ঘরে
গল্প বলার/ কত বাকি /রয়ে গেলো/ নরম হাতকে/ ধরে।
তোর /পথ চেয়ে এই/ পিছিয়ে আমি /স্বার্থপরি/ নগরে
রাখবো মাথা/ তোরই বুকে/ ছুটে আসি তাই
তোরই উষুম/ কোলের মাঝে।
তোর/ পথ চেয়ে এই /ক্লান্ত আমি/ সবল দেহের /মাঝে,
মুখ লুকাবো তোর/ ভোর ভাঙলে/ নরম বুকের/ ভাঁজে।
দৃষ্টন্ত আমি আপনার কবিতা ছন্দ নিয়ে কিছু অংশ ঘঁষা মাজা করলাম,, মজার ছলে করছি,, কিন্তু কবিতায় ছন্দ মাত্রা জানলে আপনি শব্দ গাঁথুনি এমনি চলে আসিবে কেউ বলা লাগবে না,, ধন্যবাদ। বাকি মন্তব্য গুলা পড়ছি কোন কাজের কথা মন্তব্য না হুদাই
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬
মায়াস্পর্শ বলেছেন: ভাই, আপনাকে আমার অনেক ধন্যবাদ। আপনি যথেষ্ট সময় নিয়ে আমার লেখা পড়েন এবং ভাল উপদেশ দেন তা অস্বীকার করার কোন উপায় নেই। সবসময় এমনই আশা করে যাবো। আপনি এখান থেকে শব্দ নিয়ে যেভাবে সাজিয়েছেন তা আমার ভাবের বিপরীত। আপনারটা আরও বেশি সুন্দর এবং সাবলীল হয়েছে।
বাকি মন্তব্য গুলা পড়ছি কোন কাজের কথা মন্তব্য না হুদাই
আমি এখনও এই প্ল্যাটফর্মে একদম দুধের বাচ্চা। যেদিন প্রথম লিখলাম তখন উনি আমাকে যে পরিমান সাহস আর উদ্দীপনা জুগিয়ে ছেন তা আমি কখনোই ভুলবনা। আপনি যেমন একভাবে সাহায্য করছেন, তেমনি ওই মন্তব্যগুলোও আমাকে লিখতে প্রতক্ষভাবে সাহায্য করে। পৃথিবীতে হুদাই কোন কিছুই হয়না আমার জানামতে।
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১৭
এম ডি মুসা বলেছেন: প্রথম পাতায় না আসার কারণ কি জানি না তবে আমার মনেহয় ছবিটি , নতুন করে দিলে আরেকটি ছবি দেন,, আরেকটি কথা এটা তো ইনবক্স না ব্যক্তিগত আলোচনা না করা কারণ অনেকেই মন্তব্য পড়তে আসে এটা পাবলিক প্লেজ তো
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯
মায়াস্পর্শ বলেছেন: প্রথম পাতায় আমার লেখা যাবে আমি তা নিয়ে খুব আগ্রহী কখনই ছিলাম না। তবে আপনি যে কারণ টা মনে করছেন, তার চেয়েও নিম্নমানের ছবি মনে হয় প্রথম পাতায় কখনও এপ্রুভ হয়েছিল কখনও।
আরেকটি কথা, এটা তো এটা তো ইনবক্স না ব্যক্তিগত আলোচনা না করা কারণ অনেকেই মন্তব্য পড়তে আসে এটা পাবলিক প্লেজ তো
অবশ্যই পাবলিক প্লেস। তবে যদি একটা পরিবার হিসেবে দেখেন তবে এমন মন্তব্য করতেন না আমি শিউর। হয়ত সামান্য রম্য হয়েছে একটা মন্তব্যে যেটা একটা পরিবারে স্বাভাবিক। আমি এখানে নতুন সদস্য তাই হয় আমার সাথে কেউ লিখার বাহিরেও কিছু বলতে পছন্দ করে, তবে খুটিয়ে দেখলেও দেখবেন খুব একান্ত ব্যাক্তিগত কিছু নেই সেখানে। আশা করছি আপনিও এটা পজিটিভ ভাবে নিবেন।
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২০
মিরোরডডল বলেছেন:
সবাই সবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারে, I don't understand what's wrong with it!
How does it prevent others from commenting?
আমি বুঝিনা সমস্যা কোথায়!
নাহ আর আসা যাবে না।
পোষ্টের সাবজেক্টের বাইরে কমেন্ট নিয়ে আবার সেই একই সমালোচনা।
এগুলো ভালো লাগে না।
০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৪
মায়াস্পর্শ বলেছেন: নাহ আর আসা যাবে না।
পোষ্টের সাবজেক্টের বাইরে কমেন্ট নিয়ে আবার সেই একই সমালোচনা।
এগুলো ভালো লাগে না।
আপনি না এলে আমার লেখাগুলো অনাদরে পড়ে থাকবে। মন্তব্যের ঘর ফাকা ফাকা লাগবে।
এসব বলেন না আর। তওবা করে নিন এখনই।
১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩১
মিরোরডডল বলেছেন:
এসব বলেন না আর। তওবা করে নিন এখনই।
১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৪
এম ডি মুসা বলেছেন: উপকার বলতে কোন কিছু নেই হুদাই শব্দ আছে, কারণ এখানে কারো ব্যাবসা মুনাফ লাভ করতে আসে নাই, আরেকটা কথা এটা ফেসবুক নয়, তবে ব্লগ ,, কেউ কাউকে সাহায্য করে না , আমি এক সময় লেখা নিয়ে তোপের মুখে পড়ছি, এখন সবাইকে মেনেজ করে চলছি, েএখানে ব্যক্তি গত আলাপ চারিতা জন্য আপনার পোস্ট আমি অনেক আগে পড়ছি,, এটা আপনার ব্যক্তিগত আলাপ স্থান নয় , ব্লগ নিয়ে সামলোচনা করতে পারেন। আপনাকে আমি চিনি না জানি না ফলো দিছি,, আমি ফলো ফিরিয়ে নিলাম আর আপনার পোস্ট মন্ত করতে গিয়ে দেখি ব্যক্তিগত আলাপ যেখানে দুজনে হয় বাকি দুই একজন, মন্তব্য করে আছে। ধন্যবাদ ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪
মায়াস্পর্শ বলেছেন: ভাই। , আমি জানিনা বয়সে আপনি না আমি জুনিয়র , ধরে নিলাম আমই জুনিয়র এবং ব্লগ এ নতুন একদম। আপনাকে আমি যে মন্তব্যের প্রতিউত্তর করেছি তা অত্যন্ত গঠনমূলক এবং সাবলীল। আপনার এখনকার মন্তব্য পরে আমার খুব একটা ভালো ঠেকলো না। এটা ফেইসবুক নয় তা আমিও জানি।আপনি ব্যক্তিগত আলোচনা বলে যেটা চাপিয়ে দিচ্ছেন সেখানকার কোনো মন্তব্য যদি ব্লগের নিয়মের বহির্ভুত হয় তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি অনেক অনেক খ্যাতিমান কারো সাথে মিশেন এটা ব্লগবাসীর জন্য অত্যন্ত সুখবর এবং গর্বের বিষয়। কিন্তু আপনার মন্তব্যে তা সত্যিই একদম ফুটে ওঠেনি। আপনি এটাকে ব্যক্তিগতভাবে নিচ্ছেন কেন এটুকু আমি পরিষ্কার নয়। আপনি আমাকে আনফলো করেছেন এতে আমার কোনো দুঃখ কষ্ট নেই । তবে আপনার জন্য আমার যে শ্রদ্ধা ছিল তা সব সময় থাকবে। ভালো থাকবেন সব সময়।
১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৫
শেরজা তপন বলেছেন: @এম ডি মুসা কেউ নতুন একজন ব্লগারকে সাহস জোগাচ্ছে উৎসাহ দিচ্ছে, ভিন্নরকম মন্তব্য করছেন
এখানে সবকিছু সবসময়ে কাজের কিছু হতে হবে এমন তো শর্ত নেই- নাকি?
এই ব্লগারের পোস্টে আপনি দিয়ে তিনজন মাত্র ব্লগার মন্তব্য করেছেন। উনি না করলে আপনিও সম্ভবত আসতেন না। শুধু একজন ব্লগারের মন্তব্য থাকত। যেটা সম্ভবত হতাশাজনক ছিল!
আমার মনে হচ্ছে ব্লগার মিরোরডডলের মন্তব্য কারো কারো গাত্রদাহের কারন হচ্ছে- কেন হচ্ছে সেটা আমার ধারনায় আসছে না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১৫
মায়াস্পর্শ বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমি কয়েকটা লেখা লিখে আর লিখতে চেয়েছিলাম না। তখন মিরোরডডল বললেন যে লিখতো থাকবে। প্রথম পাতা কি তা নিজেও বুঝতাম না। তাই উনাকে বললাম আমার লেখার উদ্দেশ্য প্রথম পাতা নয়। আমি ২০১৬ থেকে এই সামুতে পড়ি। কিন্তু লিখিনি কখনো। এবার লেখার ইচ্ছে হলো তাই লিখতে শুরু করলাম। তিনি প্রথম থেকে মন্তব্য করেই যাচ্ছেন আজ অবধি। সো , এটাকে অন্য ভাবে দেখার কোনো সুযোগ নেই। আপনি বিষয়টা বুজছেন তাতেই আমি অনেক খুশি। ভালোবাসা নিবেন আর আমার লেখাগুলো সুযোগ পেলে পড়বেন আশা করছি।
১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮
এম ডি মুসা বলেছেন: আমি একটা ব্লগে সময় দেই নাই একটা গানের পাতায় এডিটর , বহু স্থানে আমার লেখা হয়, আসলেই এখানে আমি নিয়মিত নয়, তবে আমি যখনই আসি কেউ আমাকে ভুলে যায়নি এটাই অনেক কিছু কারণ আমি এই মাসে একটু বেশি আসি,, আসলেই সবাই চিনে ,, নিজে নিজে সাহায্য করেন ,, কারো সাহায্য নয়, আমি দেশের খ্যতিমান দের সাথে চলার চেষ্টা করি বা তাদের থেকে শেখার আছে। আমি সারা জীবন শিখতে চাই , তবে সবার থেকে শেখার আমার কিছু নেই , আমি আপনার পোস্ট আর না পড়তে চেষ্টা করবো , ধন্যবাদ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২০
মায়াস্পর্শ বলেছেন: আমার লেখায় শেখার কিছু নেই সত্যিই। আপনার এতগুলো পরিচয় পেয়ে আমি সত্যি এ গর্বিত এবং দুঃখিত যে আপনি আর আমার মতো নগন্য মানুষের (যদিও আমি শিক্ষিত কোনো লেখক নই ) লেখা আর পড়বেন না। ভালো থাকবেন। আপনার পরিধি আরো বৃদ্ধি পাক সেই কামনা করি ।
২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৯
মিরোরডডল বলেছেন:
I'm so sorry মার্শ!!
আমার কারণে মার্শ একজন পাঠক হারালো।
তাও আবার এমন একজন যিনি বিজ্ঞ, লেখালিখি করেন এবং ভালো বোঝেন।
মার্শকে ভালো এডভাইস করতো।
I don't know what to say!
I'm not sure what's going on actually.
Am I cursed?
নাকি আমার যাদের সাথে বন্ধুত্ব হয় তারা কার্সড হয়ে যায়।
শনির প্রভাব শুরু হয় তাদের ওপর।
SORRY!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২২
মায়াস্পর্শ বলেছেন: আমি আগে শনির আখড়ায় থাকতাম। ওখানকার এক বাবা আমায় একটা বড়সড় তাবিজ দিয়েছিলো , শনির প্রভাব আপাতত আর নেই।
২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪১
এম ডি মুসা বলেছেন: আমি চিনি না জনি না আপনাকে তারপর অনুসরণ করছিলাম, ফলো দিয়ে, তবে মেয়ে না ছেলে তাও জানি না, এই মিডেল সাহেব আমার পোস্ট কোন মন্তব্য করে না লাইন থেকে ,, অন্য কারো করে বেশি দেখি না মাঝে মাঝে দুই একটা দেখছি,, তবে কথা হচ্ছে আপনাকে করে কেন সেটা আমি জানি না<< তপন ভাই বলছে সেটা হলো আমি যদি মন্তব্য না করতাম তাহলে আপনার এই হাইড বা প্রথম পাতায় না যাওয়া পোস্ট অনুসারিত থেকে মন্তব্য করছি, কবিতার বিশ্লেষন করছি,, ছন্দ লেখছি,, তিনি না বুঝে মন্তব্য করছেন,, েএটা পাবলিক প্লেজে আমি দেখি নাই এত ব্যক্তিগত আলোচনা করতে ,, তাই বলছি,, এটা একটা অভিজ্ঞতা হলো,, কিন্তু হচ্ছে,, যা তাই করেন ,কতৃপক্ষ আছে সেটার উপর ছেড়ে দিলাম, আমি আপনাকে ফলো করতাম লেখা , তারজন্য বলছিলাম, তাও বলার প্রয়োজন ছিলনা, আমি যা বলছি তা সঠিক ছিল, সামাজিক দৃষ্টিতে আর লেখার মন্তব্য বাড়াতে ভাড়া করে লোক নিতে হয়না লিখতে লিখতে হয়ে যায় ,, আপনি ও ভালো থাকেন না যেমন ইচ্ছা তেমন থাাকেন, আসসালামুআলাইকুম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৫
মায়াস্পর্শ বলেছেন: এই মিডেল সাহেব আমার পোস্ট কোন মন্তব্য করে না লাইন থেকে ,, অন্য কারো করে বেশি দেখি না মাঝে মাঝে দুই একটা দেখছি,, তবে কথা হচ্ছে আপনাকে করে কেন সেটা আমি জানি না
এজন্য তাকে কাঠগড়ায় দাঁড় করবো অবশ্যই। কেন করে না মন্তব্য এটা আমাদের জানা প্রয়োজন অবশ্যই।
আমি যা বলছি তা সঠিক ছিল, সামাজিক দৃষ্টিতে আর লেখার মন্তব্য বাড়াতে ভাড়া করে লোক নিতে হয়না লিখতে লিখতে হয়ে যায়
ভাই আমার সুইস ব্যাংক এ কয়েকটি একাউন্ট আছে তো তাই এসব লোক ভাড়া করে মন্তব্য কিনে নেই। প্রতি মন্তব্য ৩৩০ টাকা করে ।
আপনাকে কিন্তু একবারও ভাড়া করার আমন্ত্রণ দেই নি কারণ আপনি এমনিতেই অনেক পরিচিত এবং ব্লগের পাশাপাশি অনেক ভালো কাজ করেন।
আসসালামুআলাইকুম
ওয়ালাইকুম আস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আশা করছি আমাদের মন্তব্যের সমাপ্তি ঘটবে এখানে।
২২| ২৭ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:০১
খায়রুল আহসান বলেছেন: "অভিমানগুলো সব জল হয়ে যাবে" - কথাগুলো খুব সুন্দর!
মিরোরডডল এর জোকটা বহুশ্রুত হলেও, আবারও দারুণ লাগল।
০১ লা মে, ২০২৪ সন্ধ্যা ৬:১২
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্যার। ভালো থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০২
নয়ন বড়ুয়া বলেছেন: আপনার এই কবিতা প্রথম পাতায় দেখছি না কেন? প্রথম পাতায় না দেখলে তো, আপনার নিকে আসা ছাড়া, আপনার কোন লেখা আমরা পড়তে পারবো না...