নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
মনের কারখানার নির্মাণ শ্রমিক হয়ে
তিলে তিলে করি ভালোবাসার উৎপাদন।
লাভ টুকু রেখে আসলও তুমিই নিও
হিসাবের লেজার আমি মিলানোর পক্ষপাতি নই।
কারখানার দরজায় লিখে দিয়েছি
''খাঁটি ভালোবাসা উৎপাদন কেন্দ্র "
কারখানা পরিচালিত একক মালিকানায়,
নির্মম সত্য,ভালোবাসি খুব বেশি তোমায়।
২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ভালোবাসা লিটন ভাই। মহান মে দিবসের অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকুক উন্নত বিশ্ব গড়ার সকল মেহনতি মানুষ।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক আগাম পহেলা মে দিবসের শুভেচ্ছা রইল কবি
শ্রমের মধ্যে যেনো বিশ্বস মে দিবস
ভালবাাস হয়ে যায় চিরবিস্ময়------------