![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
সকালের রোদ,দেয় উঁকি আকাশ বাড়ি
ছমছম ভয়ে দুরুদুরু বুক,
কাঁপছে দিবা রাতি।
দিনের শুরুটা হয়েছিল মিষ্টি রোদের সাথে
আমাকে ঘিরে তার ছড়ানো মিষ্টি বাতাস।
তুমি লাল শাড়ীতে মোড়া, দেয় বাতাস চুলে দোল,
সাদা টিপ কপালে, রম্ভার মতো
গালে পড়েছে টোল।
আমি যেন কল্পনায় তার গন্ধ শুকতে পারি,
চুলগুলো সরিয়ে তার উন্মুক্ত পিঠে চুমু দিতে পারি,
জড়িয়ে ধরে অনুভব করতে পারি
তার কেঁপে ওঠার মুহূর্ত।
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৫
মায়াস্পর্শ বলেছেন: লাস্ট কিছু লেখা প্রথম পাতায় যায়নি, কিন্তু কেনো?
what's wrong?
আমি প্রথম পাতায় আর কখনো লিখবো না।
এর কোনো স্পেসিফিক কারণ নেই।
আপনি কেমন আছেন? সব মিলিয়ে ভালো তো?
এতো সুন্দর লেখা কিন্তু কোন কমেন্ট নেই।
এই যে কমেন্ট করেছেন আপনি
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৪
মিরোরডডল বলেছেন:
এতো সুন্দর লেখা কিন্তু কোন কমেন্ট নেই।
Is everything alright?
লাস্ট কিছু লেখা প্রথম পাতায় যায়নি, কিন্তু কেনো?
what's wrong?