নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গের উৎসর্গ (রিপোস্ট)

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৩

লেখার বিপরীতে যাকে রেখেছি
সে ছায়া তুমি,
পিয়াসী বালক বালক ভাবনায়
শুভ্র মন আমার,
গানের সুরে দিন কাটে,
আক্রোশে ভেঙে যায় উম্মাদ নীরবতা,
নিঃশব্দে, গড়গড়িয়ে।
প্রতিটি শব্দের গঠন তোমাকে ঘিরে,
তোমার প্রতিচ্ছবি প্রতিটি বাক্যে,
অবলীলায় লিখে যাওয়া স্বপ্নের লাইনগুলো,
রংমাখা ঠোঙা কিংবা ফানুস হয়ে উড়তে থাকে
অপয়াদের আকাশে।
তোমায় লিখছি ,
কখনো ছন্দে, কখনো গন্ধে, নাম না জানা বর্ণে।
কিছু ছন্দ বা সোজা লাইন তুমিও লিখলে,
তোমার আকুলতা, ভাব ভঙ্গিমা, অভিমান
ভালোবাসা সব জানবো সে লেখায়।
তাই,
এই একবিংশের আধুনিকতায়,
ট্রেডিশনাল যুদ্ধের অগ্রনায়কের মতো
বুক ভরা বিশ্বাস নিয়ে সে লেখা পড়ে
আমি বিদ্ধস্ত।
কত শত কঠিন শব্দে তুমি লিখেছো,
আমি অভিধান ধরে ধরে
প্রতিটি শব্দের অর্থ খুঁজে পেয়েছি অবশেষে।
শুধু খুঁজে পাইনি একটি মাত্র শব্দ,
যে শব্দের প্রতিটি সমার্থক শব্দ আমার জানা,
কোথাও নেই লেখা "স্পর্শ "
কোথাও লেখা নেই, "তোমাকে লিখলাম স্পর্শ "।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.