নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

-------

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৭

অভিমানী রাজ্যে তুমি ছড়িয়ে দিলে শতবর্ষী ফুল,
ঘ্রানে ব্যাকুল,
মরুময় সুরের হারমোনাইজড ভার্সনে গান গাই,
কি যেন পাই,
কেউ জানিনা কোথায় কার শেষ বিন্দুর অস্তমিত অবস্থান,
যেখান থেকে উঁকি দিয়ে ভালোবাসা যায় শেষ নিঃস্বাশ অবধি।

বিরহী মনে তুমি ছড়িয়ে দিলে বিশৃঙ্খল উম্মাদনা,
বাঁচার প্রেরণা,
ক্যাকটাসের কাটায় জীবন্ত স্কেচ করে তুলি দুই হাতে,
থেকো সাথে ,
কেউ জানিনা কোথায় না বলতে পারা ভাষা গুলোর খোঁজ,
চোখের ইশারায় যাদের প্রতিশব্দ মস্তিষ্কে রক্তক্ষরণ করে।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক দীর্ঘশ্বাস
বাতাসে উড়ে যায় আকাশ;
ভাল থাকবেন---------

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০২

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর কবিতা মাশাআল্লাহ

কিন্তু শিরোনাম কী পোকা খাইছে

৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৪

মায়াস্পর্শ বলেছেন: শিরোনাম নাই ,
পোকাগুলো ও নাই ,
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য আপু।

৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪০

মিরোরডডল বলেছেন:





থেকো সাথে ,
কেউ জানিনা কোথায় না বলতে পারা ভাষা গুলোর খোঁজ,
চোখের ইশারায় যাদের প্রতিশব্দ মস্তিষ্কে রক্তক্ষরণ করে।


আবার শিরোনামহীন!!!
যদিও লেখাটা ভালো হওয়ায় শিরোনাম নিষ্প্রয়োজন।

If you have spare time, you can watch this.
ভালো লেগেছে।





৩০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২২

মায়াস্পর্শ বলেছেন: If you have spare time, you can watch this
বুঝলেন কিভাবে আজ আপনার থেকে একটা মুভি চাইবো?
মিরাকেল হলো যে আমার সাথে।
কাল থেকেই ভাবছিলাম একটা মুভি চাইবো আপনার থেকে, যাক চাওয়ার আগেই দিয়ে দিলেন।
ধন্যবাদ।
যদিও লেখাটা ভালো হওয়ায় শিরোনাম নিষ্প্রয়োজন।
হুম শিরোনাম নিষ্প্রয়োজন ।

৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৯

মায়াস্পর্শ বলেছেন: আপনি যেসব মুভি দেন সেগুলো এক সপ্তাহের আগে মাথা থেকে বের হয় না। দেখেছি মুভিটা। অসাধারণ একটা মুভি।

৪| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৮

আজব লিংকন বলেছেন:
"কেউ জানিনা কোথায় কার শেষ বিন্দুর অস্তমিত অবস্থান,
যেখান থেকে উঁকি দিয়ে ভালোবাসা যায় শেষ নিঃস্বাশ অবধি।
ভাল লেগেছে।

৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৩

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবসময়ই।

৫| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৬

মিরোরডডল বলেছেন:





তাই? তাহলে আরো একটা দিয়ে গেলাম।
অনেক আগে একবার দেখেছিলাম, সম্প্রতি আবারও দেখেছি।





৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৩

মায়াস্পর্শ বলেছেন: ভালো করেছেন এটা দিয়ে। আজ সপ্তাহের শেষ দিন, ভালভাবে দেখা যাবে। ধন্যবাদ।
প্

০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫০

মায়াস্পর্শ বলেছেন: মুভিটি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
দেখে শেষ করেছি।
নভেল টা পড়া শুরু করেছি।
আমিও গ্রিট এর প্রেমে পরে গেছি। B-)

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.