নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

ঘাস

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

সহসা দমকা বাতাস, তোমার আগমনী সুর
দূর হতে আলোক রশ্মির ছায়া শীতল অনুরণন।
তুমি আবার হারিয়ো যেথায় বন্ধনীর রোদ্দুর,
আমি কালক্ষেপনে নিশ্চুপ অভিমানী,
তোমায় করবো স্মরণ।।

ফেনা জমা সমুদ্রের নির্জন গল্পে ,
বেঁচে থাকা গর্জনগুলো নিরাশ হয় না অল্পে,
তুমি ভিজিয়োনা পা, এ আঙ্গুল ভাঙা রাত্রে
চাঁদ কে বলো মধ্যেখানে এক নিরাশার বালিচর,
আমি আবার হারাবো যেথায় বন্ধনীর জোছনা,
তুমি কালক্ষেপনে নিশ্চুপ অভিলাষী ,
আমায় আর ভালোবাসবেনা ।।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

আজব লিংকন বলেছেন: জটিল হয়েছে।
তুমি ভিজিয়োনা পা, এ আঙ্গুল ভাঙা রাত্রে
এ আঙ্গুল ভাঙা রাত্রে মানে কি?

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

মায়াস্পর্শ বলেছেন: লেখা একটু জটিলই হয়ে গেছে
প্রেমিকার হাত প্রেমিকের আঙ্গুল না ধরেই একা একা সমুদ্রের পারে ,
তাই প্রেমিক অভিমান করে বলেছে আঙ্গুল ভাঙা রাত, প্রেমিককে ছাড়া সমুদ্রের পানিতে পা ভেজানো প্রেমিকের সহ্য হবে না।
ধন্যবাদ।

২| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

সৈয়দ কুতুব বলেছেন: আঙ্গুল ভাঙা রাত্রে মানে কি?

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

মায়াস্পর্শ বলেছেন: প্রেমিকার হাত প্রেমিকের আঙ্গুল না ধরেই একা একা সমুদ্রের পারে ,
তাই প্রেমিক অভিমান করে বলেছে আঙ্গুল ভাঙা রাত, প্রেমিককে ছাড়া সমুদ্রের পানিতে পা ভেজানো প্রেমিকের সহ্য হবে না।
ধন্যবাদ।

৩| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

মিরোরডডল বলেছেন:





আঙ্গুল নিয়ে যে প্রশ্ন করতে যাচ্ছিলাম, দেখলাম দুজন করেছে।
হুম, একটু কঠিন হয়েছে কিন্তু ভালো লেগেছে।


১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

মায়াস্পর্শ বলেছেন: আজকে একটা কমপ্লেক্স মিউজিক টোন শুনতে শুনতে লিখছিলাম। তাই লেখাটাও কমপ্লেক্স হয়ে গেছে।
ধন্যবাদ অনেক অনেক।
কেমন আছেন ?

৪| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৯

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।

৫| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫২

হাসান জামাল গোলাপ বলেছেন: জটিল, সুন্দর।

১৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।

৬| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৮

মিরোরডডল বলেছেন:




লেখাতো ভালো হয়েছে।
কি মিউজিক ছিলো সেটা?

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৮

মায়াস্পর্শ বলেছেন: এটা। এই গান আমার ড্রামসে প্লে করতে বেশ ভালো লাগে। কয়েকটা শোতে বাজিয়েছি। আপনার ভালো নাও লাগতে পারে।

৭| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪০

মিরোরডডল বলেছেন:




you're right!
it's not my type at all :)

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮

মায়াস্পর্শ বলেছেন: হা হা হা।
আমি জানি বিধায় সেদিন দেইনি গানটা।
আমি নিজেও অবাক হই যে আমার ভেতরে দুইরকম টেস্ট। লিসেনার হিসেবে আমি সবসময় নরম, কিন্তু বাজানোর সময় আমি উগ্র। মাঝে মাঝে স্টেজ এ বাজানোর সময় এটা ভেবে হাসতাম যে আমার অন্য ব্যান্ড মেম্বাররা যদি জানে আমি সবসময় কেমন গান শুনি তবে তারা আমাকে নিয়ে কি পরিমান হাসি ঠাট্টা যে করবে তা বলার বাহিরে। আমার হাসি দেখে তারাও হাসে কিন্তু জানে না আমার হাসির কারণ কি। B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.