নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

অন্বেষা

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩০

তোমায় খুঁজতে যাবো,
ঠিকানা যেটুকু লেখা ছিলো,
ডায়রির মাঝের চিরকুটে,
খুলে দেখলাম সেই নগরীর কথা
বলা আছে স্বপ্নে।

ছো মেরে উড়াল দিলো হলুদ পাখি,
চিরকুট তার ঠোঁটে,
নাম জিজ্ঞেস করতেই বললো,
এসো পিছে পিছে,
মাঠ সমুদ্র নদী পেরিয়ে
যাই তোমায় নিয়ে।

হলুদ পাখির ডানায়
স্বপ্ন ভেঙে যায়,
আমি তোমার আঙিনায়,
দুধ সাদা হাত বাড়িয়ে
তুমি দাঁড়িয়েছো দরজায়।

হেটে হেটে এগিয়ে গেলাম
নষ্ট হয়ে গেলো ছন্দ,
বেসুরা কণ্ঠে ডাকলো পাখি
তুমি দরজা করলে বন্ধ।

হলুদ পাখির ডানায়
স্বপ্ন আবারও ভেঙে যায়
আমি দ্বিধায়, অন্বেষায়।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২২

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ দাদা।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮

মিরোরডডল বলেছেন:





হলুদ পাখির ডানায়
স্বপ্ন ভেঙে যায়,
আমি তোমার আঙিনায়,
দুধ সাদা হাত বাড়িয়ে
তুমি দাঁড়িয়েছো দরজায়।

আমি দ্বিধায়, অন্বেষায়।


দ্বিধা কেনো?


০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪৭

মায়াস্পর্শ বলেছেন: তার কপালে টিপ পড়াতে পারি,
তাকে দেখতে পারিনা,
তার চোখের পানি মুছে দিতে পারি,
তাকে ছুতে পারিনা,
তাকে পথ দেখাই,
তার সাথে হাটতে পারি না।
তাই দ্বিধায় থাকি :)

কেমন আছেন আপনি? বেশ কিছুদিন পেলাম না।

৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:১৬

মিরোরডডল বলেছেন:




কম আসা হয় কিন্তু কোথাও যাইনি, পাশেই আছি মার্শ।



১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২

মায়াস্পর্শ বলেছেন: যদিও গানটা শুনেছেন আবার দিচ্ছি এখানে। আমার ভীষণ পছেন্দের গান এটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.