নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ফ্যাসিস্ট হাসিনা আমলে আমরা যেভাবে ছিলাম তার যদি একটা ছোট্ট উদাহরণ দেই তবে এরকম দাঁড়ায়,
''হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়ে বলেছিলো ফ্রি স্টাইল সাঁতার কাটো, কোনো ধরাবাধা নিয়ম নেই। যার যেমন খুশি তেমনভাবে সাঁতার কাটতে পারবে,সাঁতরিয়ে পুকুর থেকে নদী, নদী থেকে সাগর,সাগর থেকে মহাসাগর চলে যাও।
মনে পরে কত ফেসবুকের পোস্ট নিজের অনিচ্ছায় অনলি মি করে রাখা ছিল?
রাস্তার মাঝে আটকিয়ে যুবক-বুড়োদের মোবাইল ফোন চেক করার মতো নিকৃষ্ট কাজ সংঘটিত হয়েছিল। ভারতের আগ্রাসন বিরোধী কিছু লিখলে বা বললেই হয় পুলিশ বা দলীয় ক্যাডার /কিলার দ্বারা বেদম প্রহার,পিটিয়ে মেরে ফেলা।
ইসসস,আবরার। এক সাচ্চা দেশ প্রেমিক মেধাবী ছেলে,অথচ ওরা বললো শিবির,রাষ্ট্রদ্রোহী।
কারা মারলো? তার সহপাঠী ছিলো সবাই তবে দিল্লির ঝুটা বুয়ার তাবেদার ছিলো সবাই। আমি অবাক হয়ে যাই ভারতীয়দের দেশপ্রেম আর আমাদের কথিত ফ্যাসিস্টদের দেশ প্রেমের নমুনা দেখে।
মানুষ আজ সোচ্চার নিজের স্বদেশ প্রেম নিয়ে। মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের কোনো চেতনা নেই সেই দেশ প্রেমে। মাথা উঁচু করে বাঁচতে যেই দেশ প্রেম দরকার তার দিকেই ধাবিত হচ্ছে মানুষ।
কতগুলো অমানুষ বাংলাদেশের এই উদিত আলোকে নিভিয়ে ফেলার জন্য হাজার রকম প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এতো সূর্যের মতো সত্য এক আলো যাকে কোনো ভাবেই ঠেকানো সম্ভব হবে না।
সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে না পারা কিছু সুশীল নামক কীটগুলো এখনো দুই নৌকায় পা দিয়ে আছে। তারা ভাবছে দুই নৌকা সবসময় একত্রে থাকবে। কিন্তু একসময় তাদের দুই পা দুই দিকে যেয়ে মাঝখান থেকে চিরে যাবে তারা।
দেশের উন্নতি হওয়ার আগে মানুষের মনের উন্নতি হওয়া উচিত এবং সেটাই হচ্ছে আস্তে আস্তে। আগেই ভালো ছিলাম টাইপের কীটগুলো স্বাধীনভাবে সব লিখছে,সরকারের সমালোচনা করছে বিনা সংকোচে। কোনো ভয় নেই তাদের, আতঙ্ক নেই। আছে শুধু ফ্যাসিজমের ভাবনা চিন্তা যা প্রকাশ পাচ্ছে তাদের পঁচা হাতে স্বাধীনতার কলমের লেখায়। অনেক পন্ডিত বেঁচে আছে শুধু গলা নিয়ে। মাথা আর দেহ মরে গেছে ফ্যাসিস্টদের গুণগান গাইতে গাইতে। তারা গর্তে মাথা দিয়ে পশ্চাৎদেশ উলঙ্গ করে আকাশমুখী করে রেখেছে। ভাবছে তাদের ইজ্জত ঝকঝক করছে রুপোলি ইলিশের মতো। ।
সবশেষে এটাই বলবো, তাদের ব্যর্থ সমালোচনা আমাদের মুক্তির আনন্দকে বহুগুন বাড়িয়ে দিচ্ছে।
০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৬
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। শ্রদ্ধা ও ভালোবাসা আপনাকে।
২| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৮
মায়াস্পর্শ বলেছেন: একদম। শ্রদ্ধা ও ভালোবাসা আপনাকে।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৪
শেরজা তপন বলেছেন: ভাল উপলব্ধি।
০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১২
মায়াস্পর্শ বলেছেন: মিথ্যুকদের কড়া জবাব দিতে হবে হাসতে হাসতে।
ধন্যবাদ দাদা।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৩
মো: সাজ্জাদ আলী সাজু বলেছেন: ঠিক আছে
Doctor list
০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১১
মায়াস্পর্শ বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২
প্রামানিক বলেছেন: বাস্তবতার নিরিখে কথাগুলা ভালই লাগল