নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
তোমার কুরঙ্গি চোখের কোনে,
আমার যাপিত দিনগুলোর প্রতিচ্ছবি,
শাখা প্রশাখা ছড়িয়ে ঠায় দাঁড়িয়ে আছে,
স্মৃতির প্রকান্ড এক মহীরুহ হয়ে।
রঙ্গনা বসনের আবরনে
মুগ্ধতা তোমায় নিয়েছে শিখরে,
ঈর্ষায় অপ্রসন্ন চাঁদ ভাবছে,
তার অস্তিত্ব প্রমাদ হয়ে গেছে।
সম্রাজ্ঞী,
তুমি সৌহার্দে আমায় রুদ্ধ করো,
আজ আমার কণ্ঠে পেলব রাগিণীর সম্ভাষণে,
তোমায় আহবান করছি একত্ব গড়তে তনু থেকে তনু।
মধুপ যেমন হাজার রঙের আভা ছড়ায়,
তেমনি হিলল ছড়িয়ে দাও
আমার শিরায় শিরায়।
তোমাকে পেতে চাইনা
গগন বিচ্ছুরিত ক্ষীণকালের শম্পার মতো,
ইহকাল পরকালের সমস্ত যোগফলের সমান সমান
আমি তোমাকে চাই।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৯
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।
২| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ খুব সুন্দর লিখা।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছবি আপু।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০০
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৩
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই।
৫| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫
মিরোরডডল বলেছেন:
তোমাকে পেতে চাইনা
গগন বিচ্ছুরিত ক্ষীণকালের শম্পার মতো,
ইহকাল পরকালের সমস্ত যোগফলের সমান সমান
আমি তোমাকে চাই।
কবিতায় ভীষণ ভালোলাগা।
দেখা না দেখায় আমি তোমাকে চাই
না বলা কথায় আমি তোমাকে চাই।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমার লেখাগুলোও মনে হয় আপনার মন্তব্যের অপেক্ষায় থেকে যায়।
একটা কবিতায় আপনার মন্তব্য নেই। বলবো না কোনটায়। যদি কখনো খুঁজে পান তবে মন্তব্য করে আসবেন।
গানটা শুনবো রাতে।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক আবেগ