নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
জীবন সঞ্চালনার বৃত্তে
কত রঙের আবরণ এলো,
কেউ সযত্নে নরম তুলির রঙে
রাঙালো মন,
কেউ দূর থেকে ছুড়ে দিলো মুখ খোলা
রঙের কৌটো।
একটার পর একটা রঙের প্রলেপে,
জীবনের বন্ধুত্ব হলো
ধীরগতির কচ্ছপের সাথে,
কচ্ছপ ধূসর আর জীবন
সাদার ওপর অস্থায়ী রংবাহার।
জীবনের বন্ধুত্ব হলো
অচেনা সৈকতের সাথে,
হাজার হাজার লাল কাঁকড়ার বসবাস।
গুটি গুটি পায়ে তারা জীবনকে গল্প শোনায়
বাল্য কৈশোর যৌবনের,
এক সময় ভেসে যায় প্রবল স্রোতের ধাক্কায়
মাঝ সমুদ্রে।
জীবনের বন্ধুত্ব হলো খোলা বাতাসের সাথে
উদোম শরীরে তাদের স্পর্শ
খিলখিলিয়ে বলে দিয়ে গেলো
অল্প ওজনে কতটা ভার,
জীবনাস্তের শেষ বেলায় পৌঁছানো
সত্যের ধ্রুবক মান অপরিবর্তিত।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ টাইগার রাজীব ভাই ।
২| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৭
আজব লিংকন বলেছেন: সৈকতের বালুচরে লাল কাঁকড়াদের পিছনে ছুটার আনন্দই অন্য রক্মম।।
গুটি গুটি পায়ে কি সুন্দর করে দৌড়ে তারা বালির ফোঁকরে লুকিয়ে যায়।।
লেখা অনেক সুন্দর হয়েছে ।।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫০
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। সুন্দর মন্তব্য করলেন। আপনার লেখাও পড়েছি আজ।দারুন লিখেছেন।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৪
জটিল ভাই বলেছেন:
লেখার ভাব অনেক গভীর। লেখা সাধারণ হয়নি।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫১
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক জটিলবাদ।ভালো থাকবেন সবসময়।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৯
শায়মা বলেছেন: তুমি সারাক্ষন জীবনাস্ত শেষ বেলার কাব্য লেখো কেনো??
বয়স কত হলো !!! এত চিন্তা কেনো ভাইয়ু????
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৯
মায়াস্পর্শ বলেছেন:
গতরাতে সপ্নের ভেতর একজন এসেছিলেন যিনি মাস খানেক আগে মারা গিয়েছেন। আমার খুব কাছের কেউ নন কিন্তু সপ্নের ভেতর খুব স্পষ্ট দেখলাম। সপ্নের ভেতরেই আমার পরিবারের সবাইকে বলছি যে দেখ উনি মরার পরেও আমার সাথে দেখা করতে এসেছেন, তখন আমার পরিবারের একজন বলল দেখতে পারছি না, তখন আমি তার হাত নিয়ে আমার পরিবারের ওই সদস্যের হাতে দিলাম আর সাথে সাথে তিনি চমকে উঠে বললেন কিছু একটা অনুভব করলেন। আমি প্রায়ই সপ্নে মৃত মানুষকে দেখি। যারা খুব প্রিয় ছিলো তাদেরকে সপ্নের মধ্যেই বলি তোমাকে আর যেতে দেব না। যখন ঘুম ভাংগে তখন অনেক খারাপ লাগে।
আজ নিজের মৃত্যুর কথা ভাবছিলাম, যদি স্বাভাবিক মৃত্যু হয় তবে শেষ সময়টা কেমন কাটবে তা নিয়ে ভাবতেই লিখে ফেললাম।
পুরুষের বয়স বলতে লজ্জা নেই, বড়জোর ৩১ হবে।
আপু, যে কাজের পেরাই আছি কয়েকদিন রোমান্টিকতা দৌড়ে পালিয়েছে।
দেখি মায়াকে পাই কিনা, পেলে আবার রোমান্টিক কিছু লিখবো।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৪
শায়মা বলেছেন: মায়াকে না পাও, দয়াকে নিয়েই লিখো, দয়াকেও না পেলে কায়া , ছায়া এমনকি গরু খাসীর পায়া নিয়েও লেখা যায় কিন্তুক। হা হা
আরও আছেন জায়া এবং ভায়া........ লেখার কি শেষ আছে???
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪০
মায়াস্পর্শ বলেছেন: এক্কেবারে ঠিক বলছেন আপু।
এই মন্তব্যে অনেক মজা পেলাম সাথে অনেকগুলো লেখার উপাদানও আপনি দিয়ে দিলেন।
এরপর গরু খাসীর পায়া নিয়েই একটা কিছু লিখে ফেলবো নি।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৮
শায়মা বলেছেন: হাহা লেখো লেখো ........ সে সব বাস্তব কাব্য হবে.......
১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১১
মায়াস্পর্শ বলেছেন: অনেক আগে একটা ছড়া লিখেছিলাম "হাসের গোশত " নামে।
আপনি পড়েছিলেন?
১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৫
মায়াস্পর্শ বলেছেন: হাসের গোস্তো "
এটা পড়বেন।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১২
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: হ্যা কবিতা পাঠ করিলাম।