নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

বিজয় তুমি কার ??? X((

১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৬



বন্ধু রাষ্ট্রের চা কারিগর লোরেন্দ্র মুদি ফেসবুকে পোস্ট করেছে ১৯৭১ এ ভারতের বিজয় নিয়ে। সেখানে না আছে বাংলাদেশের নাম না আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো উল্লেখিত শব্দ। ইতিমধ্যেই অনেকেই পোস্ট টা পড়েছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন।
বিস্ময় প্রকাশ করছি কতটা নিকৃষ্ট আর নিম্ন শ্রেণীর কট্টর শয়তান হলে এমন একটা উদ্দেশ্য প্রনোদিত পোস্ট প্রসব করতে পারে বাংলাদেশের বিজয় দিবসে? এখানে আপনি কি বলবেন, অনিচ্ছাকৃত ভুল বা ঠিকই তো লিখেছে। খারাপ কি?
যেখানে যুদ্ধ করলো বাংলাদেশ পাকিস্থানের বিরুদ্ধে, স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত পেলো সেখানে ভারতের প্রধানমন্ত্রী কিভাবে এমন বিজয়কে তাদের নিজেদের বিজয় হিসেবে দাবি করতে পারে বাংলাদেশের নাম উপেক্ষা করে? এরা এভাবেই আমাদের অর্জনকে নিজেদের পাত্রে তুলে নিতে কাজ করে যাচ্ছে শুরু থেকেই। দেশ বিরোধি আওয়ামী পন্থী গবেট আর গার্বেজগুলো এখনো ভাবে দেশ বিক্রির পদ্ধতিটা মনে হয় বাজারে মাছ বিক্রির মতো। এর নিন্দা জানাচ্ছি।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক সময়ে আমি প্রচুর ভারতে গিয়েছি ,
কিন্ত তাদের আচার আচরনে উন্নাসিক দেখে
তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় ঘাটতি পড়েছে
বাস্তবতা হলো, পশ্চিম বঙ্গে আমাদের অনেকের নাড়ীর টান আছে
যা বাস্তব, কিন্ত পশ্চিম বঙ্গ ছাড়া আর বিশাল ভারতে আমাদের সংস্কৃতির সাথে
মিল পাবেন ???
সুতরাং এসব দেখতে হবে ।
রাজনীতির হিসাবে ভারত তাই বলবে, বর্তমান পাকিস্হান যদি ঐ সময় ন্যায্য আচরন করত
তাহলে স্বাধীনতা যুদ্ধের প্রয়োজন ছিলনা ।
আর এই সুযোগটাই ভারত কাজে লাগিয়েছে ।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৬

মায়াস্পর্শ বলেছেন: এটাতো একধরনের ডাকাতি।
নিশ্চয়ই এর মধ্যে তাদের গভীর ষড়যন্ত্র আছে যা বাংলাদেশের জন্য হুমকির তথ্য দিচ্ছে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা থাকল ।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭

মায়াস্পর্শ বলেছেন: আপনাকেও বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইন্ডিয়া তার স্বার্থে সব পারে। ওদের দেশের মানুষ বলে যে বাংলাদেশ আমাদের দয়ায় সৃষ্টি হয়েছে।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

মায়াস্পর্শ বলেছেন: অন্য কোনো দেশের ওপর ভাগ বসানোর সময় এরা সরকার এবং বিরোধী সব এক হয়ে মিথ্যাচার করে বসে। আজকের এই ঘটনার পরেও যারা ভারতের পক্ষে সাফাই গাইবে তারাই বাংলাদেশের প্রকৃত দ্রোহী।
ধন্যবান আপু।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গোশাবকরা বলছে ওরা দয়া করে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩

মায়াস্পর্শ বলেছেন: এরা মেরুদন্ডহীন কেঁচো। দেশদ্রোহী।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: বিষয়টা আপনি বুঝতে পারেন নি। আসলে মোদিজি বলতে চেয়েছেন আমাদের বিজয় মানে ভারতের বিজয়।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৫

মায়াস্পর্শ বলেছেন: বোঝার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে রাজীব ভাই। তারপরও মোদী যেভাবে বোঝাতে চাচ্ছে আমি হয়তো সারাজীবনেও সেভাবে বুঝবো না বা বুঝতে চাইবো না।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৭

মেঘনা বলেছেন: পোস্টটারে বাংলা করে দেন। তাহলে বুঝবার পারব।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭

মায়াস্পর্শ বলেছেন: যেহেতু ইংরেজি বুঝেননা তাই এসব আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনার না ভাবলেও চলবে। আপাতত ক্ষান্ত হউন। এলাকার লোকাল পত্রিকার বিনোদনের পাতা পড়ে দিন কাটান।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৬

কিরকুট বলেছেন: মুদির ফর্দে কে এতো গুরুত্ব দেবার কি আছে?

১৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২০

মায়াস্পর্শ বলেছেন: রাস্তার টোকাই ঘরেই চালে ঢিল ছুড়লে বিরক্ত লাগে। এটা গুরুত্ব নয়।
তার বহিঃপ্রকাশ আর কি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.