নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
সোজা পথ ধরে ধীরে ধীরে সামনে যাই,
ডানে বামে কত রসদ,
অথচ আমার বিন্দু মাত্র ইচ্ছে হয়না
চেয়ে বা ছুঁয়ে দেখতে সেসব ভষ্মের অবশিষ্ট।
যেদিন নিঃশ্বেস হয়ে গেলাম,
এক কোমল ছোয়া এসে শক্ত করে আঁকড়ে ধরলো,
বাঁচিয়ে তুললো,
ঠিক যেভাবে বীজ থেকে চারা,
চারা থেকে পরিপূর্ণ গাছে রূপান্তর হয়।
লিখে চলি দোয়াত কালি বিহীন কলমে,
যেখানে তোমার স্মরণে ঝরতে থাকে সব বাক্য,
সাজিয়ে তুলি তোমাকে রং বেরঙের শব্দের গাঁথুনিতে।
সাজানো পংক্তিগুলো হয়ে উঠে বেনামি চিঠি,
খোলা খামে সে চিঠি নিতে অপারগতা প্রকাশ করে
কবুতর উড়ে যায় নীল আকাশে,
তুমি ঠিকই পড়ে নাও সে চিঠিগুলো,
আর আকাশে চেয়ে দেখো কবুতরগুলো উড়ছে।
শান্তির প্রতীক এসে কখনো বলে না
তোমার চোখ নিঃসৃত আবেগ এবং ভালোবাসার কথা।
শুধু বলে নীল আকাশ কতটা বড়
ঠিক যত বড় তোমার বিস্তৃত মন।
যে মনের বন্ধনে আমি আবদ্ধ,
চাইলেই হারিয়ে যেতে পারি অসীমে।
২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
মায়াস্পর্শ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।ভালো থাকবেন সবসময়।
২| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
মিরোরডডল বলেছেন:
পংক্তি বানান ঠিক করে নিবে।
এতো সুন্দর একটা লেখা প্রথম পাতায় কেনো যায়নি?
২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
মায়াস্পর্শ বলেছেন: যেই লেখা নিজের ভালো লাগে সেটা প্রথম পাতায় দিতে ইচ্ছে করে না তাই দেইনি।
ধন্যবাদ টাইপো ঠিক করে দেওয়ার জন্য। ঠিক করে নিচ্ছি।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩
সামিয়া বলেছেন: চমৎকার কবিতা পড়তে পড়তে মন ছুঁয়েছে, ভালো লেগেছে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে গেলাম।
২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
মায়াস্পর্শ বলেছেন: আমার ব্লগে এসে লেখা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।আপনিও শুভেচ্ছা নিবেন অনেকগুলো।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৬
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: যেই লেখা নিজের ভালো লাগে সেটা প্রথম পাতায় দিতে ইচ্ছে করে না তাই দেইনি।
তারমানে ১১৫ লেখার মাঝে ১১৪ লেখাই লেখকের অপ্রিয়?
এটা কি বিশ্বাসযোগ্য?
Tell me the truth.
প্রথম পাতায় ব্যান নাকি?
২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৭
মায়াস্পর্শ বলেছেন: ব্যান নই। কি জানি কি ভেবে দেই নি। কোন কারণ নেই।
এই ধরুন এই লেখা থেকেই শুরু করলাম। এখন নিজের প্রিয় লেখাগুলো প্রথম পাতায় দিবো না।
৫| ২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪২
মিরোরডডল বলেছেন:
তারমানে প্রথম পাতায় দেয়া লেখাগুলো লেখকের অপ্রিয়।
যেটা লেখকের প্রিয় না, সেটা পাঠক কেনো পড়বে?
অবশ্যই প্রথম পাতায় দিবে।
দিবে না মানে?
এখন থেকে সব লেখা প্রথম পাতায় যাবে, এটাও যাবে।
২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৮
মায়াস্পর্শ বলেছেন: আজ রাতে মুভিটা দেখবো। আজকে এক দিনে ১১০০ কি.মি. জার্নি করে এলাম। মরুভূমি যে কতটা সুন্দর হয় তা কাছে থেকে না দেখলে বলা যাবে না।
এর পরে যা লিখবো সেগুলো দিবো প্রথম পাতায়।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবি !
এ যে অসাধারণ কবিতা লিখেছেন আপনি। আমি মুগ্ধ হয়ে ভাবছি কেমন করে এমন সুন্দর করে কবিতা লিখে ! বীজ আর চারার উদাহরণটা খুবই যৌক্তিক হয়েছে।