নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

অধরাত্রি

০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৩

তোমার চোখের পাতায় একটা গান লিখেছিলাম,
মনে পড়ে না ?
তুমি যখন বললে সুর দিতে,
ঠিক তখনি তোমার নাকের নথ বাঁধা দিলো,
ঝনঝনিয়ে উঠলো তোমার পায়ের জোড়া নুপুর,
ঢেউ খেলানো চুলের প্রতিটি ভাঁজ,
ঠিকঠাক সাজিয়ে দিলো গানের তাল মাত্রা লয়।

এক ধ্যানে তাকিয়ে থাকতাম তোমার চোখের মনিতে,
মনে পড়ে না ?
লজ্জা পেয়ে কখনো মুখ লুকাতে আমার বুকে,
কখনো প্রশ্ন করতে ''কি দেখছো " ?
উত্তর দেবার আগেই বাঁধা দিলো তোমার হাতের রেশমি চুরি,
গালের টোলে লুকিয়ে থাকা তিল বলে দিলো,
তোমার চোখের ভেতর আমায় নিয়ে লেখা আছে অসীম উপন্যাস।

অধরাত্রি এখন,তুমি আমি দুজন
বসে আছি এই নিরালায়
মনে মনে আছি অজানায়।

চাঁদ সে তাকিয়ে আছে
তারারা হাত বাড়িয়েছে,
শত সুখেরই কথা, যত দুঃখেরই ব্যাথা
করে নিয়ে ভাগাভাগি হবো যে আপন।

গাছের পাতা নড়ছে
হিমেল হওয়া বইছে ,
ভালোবাসার মোহনায়
মিশে যাবো দুজনায়,
মিশে রবো সারাটি জীবন।

অধরাত্রি এখন,তুমি আমি দুজন
বসে আছি এই নিরালায়
মনে মনে আছি অজানায়। (গান লেখা ২০০৮)


মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৮

মিরোরডডল বলেছেন:




মার্শতো একটা বিচ্ছু :)
এদিকে কবিতা পোষ্ট দিচ্ছে, আর ওদিকে বলছে আর লিখতে পারে না।
I like this fun.

গানের চেয়ে ওপরের লেখাটা বেশি ভালো লেগেছে।
গানটা কবে শুনবো?


০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭

মায়াস্পর্শ বলেছেন: গানের চেয়ে ওপরের লেখাটা বেশি ভালো লেগেছে।
গানটা কবে শুনবো ?

আগে যখন রেগুলার আড্ডা দিতাম বন্ধুদের সাথে তখন আড্ডা শুরু হতো এই গান দিয়ে।
রেকর্ড টা হারিয়ে ফেলেছি। মাসখানেকের ভেতর আমার গিটারটা নিয়ে আসবো। তখন শোনাবো অবশ্যই।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আমি বিচ্ছু নয় কিন্তু =p~ =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৭

মায়াস্পর্শ বলেছেন: চেষ্টা করে গান গাইতে, পারিনি।। তবুও গানের মতো কিছু একটা হয়েছে। হেডফোন ব্যবহার করবেন।

২| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫

জুল ভার্ন বলেছেন: গদ্য-পদ্যের সমাহার খুব সুন্দর হয়েছে।

০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৬

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৬

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর

০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৬

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২২

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর কবিতা

০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৯

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪

মিরোরডডল বলেছেন:




কেমন আছে মার্শ?
নতুন লেখা নেই, নীরব কেনো?
ফ্যামিলি ভিজিটে?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪২

মায়াস্পর্শ বলেছেন: আছি ভালো।
অফলাইনের কাজে সরব বেশি তাই অনলাইনে নীরব।
আপনি কেমন আছেন ?
কিছু বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি।
মোটামুটি বড়সড় বিপদই বলা যায়।
দেশে যাইনি।

৭| ১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০১

মিরোরডডল বলেছেন:




মার্শ
গানটা শোনা হয়নি, ওপেন লিংক দিবে প্লিজ।
same as before.

১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২০

মায়াস্পর্শ বলেছেন: Click This Link

৮| ১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৬

মিরোরডডল বলেছেন:




why google drive!
এর আগে ইউটিউব লিংক অথবা এফবি ছিলো।
I could watch without login account.
can you please do that again.
thank you.

১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:২৫

মায়াস্পর্শ বলেছেন: some issues are there .
Please try here, otherwise need time to upload.

৯| ১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩১

মিরোরডডল বলেছেন:




no pressure, take your time.
অপেক্ষায় থাকলাম। আপলোড করলে শুনবো।
no more google drive, যদি মাইর খেতে না চায় :)
ভালো থাকবে মার্শ।


১১ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২৪

মায়াস্পর্শ বলেছেন: Click This Link

১০| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৪

মিরোরডডল বলেছেন:



Thank you so much for sharing.
নিজের লেখা এবং সুর করা, রাইট?
অনেক ভালো হয়েছে মার্শ।

ট্যালেন্টেড জানতাম কিন্তু এতোটা বুঝিনি।
কবিতা লেখার পাশাপাশি এতো ভালো গান করে, গিটার বাজায় এবং ড্রামস।
এতকিছু ছাপিয়ে আরও যে একটা সিক্রেট ট্যালেন্ট আছে, এবার জানলাম এই লিংকটা দেখে।
বাঁশি বাজানো অনেক কঠিন but you played so well!!!!
মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!

God bless you.
Best wishes from the bottom of my heart.





১৩ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

মায়াস্পর্শ বলেছেন: লজ্জায় ফেলে দিলেন দেখছি। :D
সেই ৬ বছর আগে যখন একা একা শিখছিলাম তখনকার রেকর্ড।
বাঁশি বাজাতে বেশ ভালো লাগতো। আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
ভুলেই গিয়েছিলাম। আপনি এখানে শেয়ার করতে আমিও অনেক দিন পরে শুনলাম।

God bless you.
Best wishes from the bottom of my heart.

My respect will always remain with you.
The way you recognized my ability and encouraged me has truly inspired me.
Thank you so much for believing in me and for your kind words.

১১| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৬

শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো মার্স

১৩ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই।
মাঝে মাঝে নিজের শখ আর ভালোলাগাগুলো আবদ্ধ করে রেখেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.