নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
তোমার চোখের পাতায় একটা গান লিখেছিলাম,
মনে পড়ে না ?
তুমি যখন বললে সুর দিতে,
ঠিক তখনি তোমার নাকের নথ বাঁধা দিলো,
ঝনঝনিয়ে উঠলো তোমার পায়ের জোড়া নুপুর,
ঢেউ খেলানো চুলের প্রতিটি ভাঁজ,
ঠিকঠাক সাজিয়ে দিলো গানের তাল মাত্রা লয়।
এক ধ্যানে তাকিয়ে থাকতাম তোমার চোখের মনিতে,
মনে পড়ে না ?
লজ্জা পেয়ে কখনো মুখ লুকাতে আমার বুকে,
কখনো প্রশ্ন করতে ''কি দেখছো " ?
উত্তর দেবার আগেই বাঁধা দিলো তোমার হাতের রেশমি চুরি,
গালের টোলে লুকিয়ে থাকা তিল বলে দিলো,
তোমার চোখের ভেতর আমায় নিয়ে লেখা আছে অসীম উপন্যাস।
অধরাত্রি এখন,তুমি আমি দুজন
বসে আছি এই নিরালায়
মনে মনে আছি অজানায়।
চাঁদ সে তাকিয়ে আছে
তারারা হাত বাড়িয়েছে,
শত সুখেরই কথা, যত দুঃখেরই ব্যাথা
করে নিয়ে ভাগাভাগি হবো যে আপন।
গাছের পাতা নড়ছে
হিমেল হওয়া বইছে ,
ভালোবাসার মোহনায়
মিশে যাবো দুজনায়,
মিশে রবো সারাটি জীবন।
অধরাত্রি এখন,তুমি আমি দুজন
বসে আছি এই নিরালায়
মনে মনে আছি অজানায়। (গান লেখা ২০০৮)
০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭
মায়াস্পর্শ বলেছেন: গানের চেয়ে ওপরের লেখাটা বেশি ভালো লেগেছে।
গানটা কবে শুনবো ?
আগে যখন রেগুলার আড্ডা দিতাম বন্ধুদের সাথে তখন আড্ডা শুরু হতো এই গান দিয়ে।
রেকর্ড টা হারিয়ে ফেলেছি। মাসখানেকের ভেতর আমার গিটারটা নিয়ে আসবো। তখন শোনাবো অবশ্যই।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আমি বিচ্ছু নয় কিন্তু
২| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫
জুল ভার্ন বলেছেন: গদ্য-পদ্যের সমাহার খুব সুন্দর হয়েছে।
০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৬
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৬
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর
০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৬
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২২
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর কবিতা
০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৯
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
মিরোরডডল বলেছেন:
কেমন আছে মার্শ?
নতুন লেখা নেই, নীরব কেনো?
ফ্যামিলি ভিজিটে?
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪২
মায়াস্পর্শ বলেছেন: আছি ভালো।
অফলাইনের কাজে সরব বেশি তাই অনলাইনে নীরব।
আপনি কেমন আছেন ?
কিছু বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি।
মোটামুটি বড়সড় বিপদই বলা যায়।
দেশে যাইনি।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৮
মিরোরডডল বলেছেন:
মার্শতো একটা বিচ্ছু
এদিকে কবিতা পোষ্ট দিচ্ছে, আর ওদিকে বলছে আর লিখতে পারে না।
I like this fun.
গানের চেয়ে ওপরের লেখাটা বেশি ভালো লেগেছে।
গানটা কবে শুনবো?