![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
তুমি ছুঁয়ে দাও, প্রশ্ন করো,
আমার চোখ বাঁধা,
উত্তর দেই সঠিক তবুও জট খুলে না,
এক অদ্ভুত ধাঁধা বেঁধেছ সারাজীবনময়।
তুমি বছর বছর অন্তর আসো মরীচিকা হয়ে,
সামান্য দূরত্বে তোমায় ধরতে চাই,
তুমি কুয়াশার ভয় দেখাও
এক হাত দূরত্বে।
এক বুক কথা জমে আছে,
বরফের মতো ধীরে ধীরে গলে
তোমায় বলবো সে কথামালা,
এক হাত দূরত্ব কখন যে সাগর থেকে মহাসাগর হয়ে গেছে,
সে ভাবনায় ডুবতে পারিনি ধাঁধার ভুল উত্তর মেলাতে।
তুমি বছর বছর অন্তর আসো রংধনু হয়ে,
সামান্য রং আমার তুলিতে ছোয়াতে চাই,
তুমি মেঘের ভয় দেখাও,
ভারি গর্জনের কাব্যে।
এক নদী জল চোখে জমে আছে,
আনকোরা স্রোতে বহমান হবে
ছমছমে অন্ধকার রাতে,
চাঁদনী রাতের আলোক রশ্মি কখন যে অন্ধকারকে ভালোবেসেছে,
সে ভাবনায় ডুবতে পারিনি ধাঁধার ভুল উত্তর মেলাতে।
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৮
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ হে শ্রদ্ধেয়। মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো।
২| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৪
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার ।
১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:০৬
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয়।
৩| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৫
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৫
মিরোরডডল বলেছেন:
তুমি বছর বছর অন্তর আসো রংধনু হয়ে,
সামান্য রং আমার তুলিতে ছোয়াতে চাই
অনেক ভালো লেগেছে মার্শ।
লেখক বলেছেন: কিছু বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি।
মোটামুটি বড়সড় বিপদই বলা যায়।
দেশে যাইনি।
এখন কি অবস্থা? আশা করি বিপদ কেটে গেছে।
ভেবেছিলাম বলবো ঢাকা থেকে যেন গিটার নিয়ে আসে, কিন্তু ঢাকাতে যায়ইনি
২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৪
মায়াস্পর্শ বলেছেন: অনেক ভালো লেগেছে মার্শ।
ধন্যবাদ এমন লেখা ভালো লাগার জন্য।
এখন কি অবস্থা?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ?
আশা করি বিপদ কেটে গেছে।
বিপদ কাটেনি। কবে কাটবে সেটাও জানিনা। দেশে থাকলে হয়তো বিপদের সমাধান করতে পারতাম।
ভেবেছিলাম বলবো ঢাকা থেকে যেন গিটার নিয়ে আসে, কিন্তু ঢাকাতে যায়ইনি
গিটার আমি গেলে নিয়ে আসার চেষ্টা করবো। জানিনা বিমানে কিভাবে নিয়ে আসতে হয়।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫২
জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা!