নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
তুমি ছুঁয়ে দাও, প্রশ্ন করো,
আমার চোখ বাঁধা,
উত্তর দেই সঠিক তবুও জট খুলে না,
এক অদ্ভুত ধাঁধা বেঁধেছ সারাজীবনময়।
তুমি বছর বছর অন্তর আসো মরীচিকা হয়ে,
সামান্য দূরত্বে তোমায় ধরতে চাই,
তুমি কুয়াশার ভয় দেখাও
এক হাত দূরত্বে।
এক বুক কথা জমে আছে,
বরফের মতো ধীরে ধীরে গলে
তোমায় বলবো সে কথামালা,
এক হাত দূরত্ব কখন যে সাগর থেকে মহাসাগর হয়ে গেছে,
সে ভাবনায় ডুবতে পারিনি ধাঁধার ভুল উত্তর মেলাতে।
তুমি বছর বছর অন্তর আসো রংধনু হয়ে,
সামান্য রং আমার তুলিতে ছোয়াতে চাই,
তুমি মেঘের ভয় দেখাও,
ভারি গর্জনের কাব্যে।
এক নদী জল চোখে জমে আছে,
আনকোরা স্রোতে বহমান হবে
ছমছমে অন্ধকার রাতে,
চাঁদনী রাতের আলোক রশ্মি কখন যে অন্ধকারকে ভালোবেসেছে,
সে ভাবনায় ডুবতে পারিনি ধাঁধার ভুল উত্তর মেলাতে।
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৮
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ হে শ্রদ্ধেয়। মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো।
২| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৪
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার ।
১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:০৬
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয়।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫২
জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা!