নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ভুলে গিয়েছি মনে করতে সে চোখ জোড়া,
সেই ঠোঁট,
যার ওপর কালো তিলের স্পষ্ট অবস্থান,
কতটা ব্যবধান
আজ দুজন দুই প্রান্তে ।
আমি হন্যে হয়ে খুঁজতাম তোমার কবিতা,
রাতের মিহি মিহি আলো আঁধারের খেলায়,
আর পড়া হয় না,
ক্লান্তিময় শরীরে এসে ছোঁয়ায় না,
চতুষ্পদী লাইনগুলো।
কবিতা এঁকেবেঁকে চলে যেতো মোহনায়,
কখনো ফিরতি পথের ক্লান্ত পাখির বাসায়,
কত উপমার মাঝে আমাকে সাজিয়ে তুলতে।
এখন তোমার মহাকাব্য আমায় ফাঁকি দিয়ে
ভালোবাসে হাজার হাজার চোখ।
আমি গল্প শুনি শেষ রাত অবধি,
পোড়া ঠোঁট আর ধোঁয়ার মেলবন্ধনের গল্প,
প্রতি রাতেই গল্প শেষ হয়ে যায়
ধোঁয়া নতুন গল্পের সূচনা করে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৭
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালোবাসা নিবেন আর ভালো থাকবেন সবসময়।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: কবি কেমন আছেন খুব মিছকরি
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৩
মায়াস্পর্শ বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা। আপনি কেমন আছেন ? যেই গান সুর করে দিয়েছিলাম সেটা আপনার গলায় শুনতে চাই।
''মাগো তোমার কথা মনে পড়ছে
এই কাঠফাটা রোদ্দুরে '' ।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: কঠিন আমাক দ্বারা হবে না
আমি তাল লয়ের কিছুই বুঝি না
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩০
রানার ব্লগ বলেছেন: বাহ , বেশ লাগেছে !!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৭
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রানা ভাই।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৭
স্প্যানকড বলেছেন:
কোথায় ভুলে গেলেন?
ঠিকই একটা পুরো কবিতা লিখে বসে আছেন। সুন্দর হয়েছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৬
মায়াস্পর্শ বলেছেন: ভুলে গেছি ভুল করে, তবু চোখের ভেতর চোখ দেখি আনমনে।
ধন্যবাদ অনেক অনেক।
মন্তব্য ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭
অধীতি বলেছেন: অসাধারণ লিখেছেন কবি। এখনতো মহাকাব্য আমায় ফাঁকি দিয়ে ভালোবসে হাজার হাজার চোখ।