![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
বিগত ১৬ বছরে শুধু হাসিনা একা দেশ ধ্বংস করে নি। তাহলে আর কারা করেছিল? কিছু সুশীল নামক অপদার্থরা। এদের কথা বার্তা শুনলেই মনে হয় এরা খবিশ নম্বর ওয়ান। দেশের কোনো ভালো কাজের সময় এদের দেখা যায়না, যেই কেউ ভালো কিছু করে তখন এরা কোথায় থেকে যেন কংস মামার মতো বের হয়ে আসে। এদের দ্বারা কোনোদিন এই জাতির কোনো উপকার হয়নি। দেশের জন্য রাস্তায় প্রাণ ঝরে সাধারণ মানুষের,আর সুশীলরা থাকে ঘরের চিপায়।দেশে এখনই যুদ্ধ লাগলে সবার আগে এই সুশীলরাই দেশ থেকে পালাবে। এদের প্রধান কাজ হচ্ছে শুভ কাজে বাধা দেওয়া,আর অবৈধ কাজগুলোর বৈধতা দেওয়ার জন্য পারে তো এরা উলঙ্গ হয়ে যায়।
গতকালের ঘটনার পর থেকে অনেক সুশীল ঘুম থেকে ওঠা বিড়ালের মতন ম্যাও ম্যাও করে কি সব বলতেছে। ভাঙা ভাঙি করা যাবে না , এসব ফ্যাসিস্টদের আচরণ, চেতনা গেলো গেলো। এসব বলে লাভ আছে ? হাজার হাজার খুন করে দেশের টাকা পয়সা লুট করে আরামে দিন কাটাবেন আর কুত্তার মতো হাউ হাউ করবেন পাশের দেশ থেকে সেইটা জনগণ মেনে নিবে?
দেশের প্রায় ৮০% মানুষ গতকালকে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। দেশের প্রতিটা স্থানে যেখানে যেখানে ভাঙচুর হয়েছে প্রতিটি স্থাপনা এই দেশের মেহনতি সাধারণ মানুষের রক্ত ঘামানো টাকা লুট করে নিয়ে গড়ে তোলা দুর্গ। এসব ভাঙা দেখে সব চেয়ে বেশি খুশি হয়েছে আমার মতো কোটি কোটি সাধারণ মানুষজন সেখানে কয়েকটা খবিশ দুঃখবোধ করলে কারো কিছু যায় আসে না। খুব বেশি খারাপ লাগলে বুলডোজারের নিচে যেয়ে শুয়ে পড়ুন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৫
মায়াস্পর্শ বলেছেন: তাদের পরামর্শ মানলে তো ৩২ থেকে ৩৬ হতো না কুতুব ভাই।
বুল্ডোজার ইজ ডিফিকাল্ট টু স্টপ
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৫
এ পথের পথিক বলেছেন: চমৎকার লিখেছেন ভাই ।
সাথে চুশীল এলিট ব্লগারদের ওপরে একেবারে বুলডোজার চালিয়ে দিয়েছেন ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৮
মায়াস্পর্শ বলেছেন: বুলডোজার দেখেই কুল পাচ্ছি না, এলিট দেখবো কখন
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: দেশ জ্ঞান আর সমাজ সম্পর্কে আপনার জ্ঞান কম।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪১
মায়াস্পর্শ বলেছেন: এখন যে পরিমানে অকাজের জ্ঞানের ধারক বাহকরা ঘুরাফেরা করে তাতে আমার মতো নগন্য মানুষের জ্ঞান কম হওয়াই স্বাভাবিক।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুশীলতা করলে আজও হাসিনা ক্ষমতায় থাকতো। শয়তানের সাথে শয়তানি করা ছাড়া উপায় থাকে না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৮
মায়াস্পর্শ বলেছেন: ৫ তারিখের পর সব শয়তানগুলোকে রাস্তায় শুয়ায়ে ওপর দিয়ে বুলডোজার চালানোর খুব দরকার ছিলো। তাহলে আর পাশের দেশ থেকে এত শয়তানি করতে পারতো না। এদের নুন্যতম অনুশোচনা নেই। জানোয়ারও এদের কাছে হার মেনে গেছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য ভাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫২
সৈয়দ কুতুব বলেছেন: সুশীলেরা এখন সংস্কার কমিটির সদস্য। এরা যেহেতু অপদার্থ তাদের পরামর্শ মানবেন?