![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি AI
সেদিন মেঘলা আকাশ,বৃষ্টি নামবে নামবে ভাব,
তুমি দাঁড়িয়ে ছিলে অপেক্ষায় প্রিয়তমা
আমি এসেছিলাম কচুপাতা রঙের পাঞ্জাবিতে।
কল্পনায় ধারণ করা 'তুমি' কে প্রথম দেখার সে মুহূর্ত,
আজও স্তব্ধ করে দেয় এই 'আমি' কে,
প্রতিবার প্রেমে পড়ার যে কারণ,
তা খুঁজে পাই সে প্রথম দেখার মুহূর্তের কথা মনে পড়লে।
মুখোমুখি বসা দুজন,
গরম ধোয়া ওঠা কফির মগের সাথে কথা বলা,
ওরাও যেন অপেক্ষায় ছিল চোখে চোখ পড়ার মুহূর্তের জন্য।
থেমে থাকা বৃষ্টি আর দেরি করতে পারেনি,
প্রথমবার তোমার হাত ধরার সুযোগ করে দিয়েছিলো,
সুযোগ করে দিয়েছিলো কাঁপুনি ওঠা বুকের কাছাকাছি
তোমাকে আগলে রাখতে,
বৃষ্টি সেদিন চেয়েছিলো দুজনের আলিঙ্গন, চুম্বন
তাই ঝরেছিল মুষলধারে,
ঢেকে রেখেছিলো দুজনকে তার অবারিত ধারায়,
হাজার জনস্রোতের আড়ালে,
এখনো বৃষ্টি নামলে আমি নতুন করে তোমার প্রেমে পড়ি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৫
মায়াস্পর্শ বলেছেন: সেজন্যই তো বার বার প্রেমে পরে যাই।
ধন্যবাদ আপু।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আচ্ছা, বলেন তো আমি জীবনে প্রথম চুমু কাকে দিয়েছিলাম?
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই মন্তব্যের জন্য।
একটা কঠিন প্রশ্ন করেছেন। তারপরও আমার অনুমানের ওপর ভিত্তি করে বলছি নিচের দুইটার যেকোনো একটা হবে
আপনার মা
অথবা প্রথম প্রেমিকা।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২১
নজসু বলেছেন:
বৃষ্টি আমায় প্রেমে পড়ায়
কখনও আবার,
নোনা জলে কষ্ট ঝরায়।
বৃষ্টি দিনগুলো যেন প্রেমময় জীবনের আর্শীবাদ হয়ে আসে।
বৃষ্টিতে প্রিয়জনের স্পর্শ আরও মায়াময় হয়ে ওঠে।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৫
মায়াস্পর্শ বলেছেন: কত সুন্দর মন্তব্য করলেন আপনি। আপনার মন্তব্যে আমার মন ভালো হয়ে গেলো।
অসংখ্য ধন্যবাদ।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৬
মেঘনা বলেছেন: ভালোবাসা দিবসের জন্য মানানসই সুন্দর কবিতা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৭
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালোবাসা নিবেন।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম।
কবিদের প্রেমে পড়তে বারণ নেই