![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি : এ আই
মাঝ নদীতে বৈঠা বাই
আন্ধার না'য়ে,
ফালদি উঠলো রূপালী পরী
সেই নায়েরও মাঝে।
পরী আসমান সাধে, বুকে বাঁধে
রাইতেরও বেলায়,
ঘুইরা আনবো পাখায় লইয়া
তাঁরারও মেলায়।
অচিনপুরের গল্প কইলো,
হাতে ধইরা দিলো মন,
কথা দিলো থাকবো পরী
আমার লগে সারাক্ষন।
শালুক ফুলের মালা লইয়া
দিলাম পরীর গলাতে
আকাশ হইতে নামলো তাঁরা
মাঝ নদীর নায়েতে।
শেষ রাইতে ক্যাইন্দা পরী
বুকে আমায় জড়াইলো,
আলো ফুটার আগেই পরী
অচিনপুরে হারাইলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৯
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।