![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এনিমের ভক্ত, টিভি সিরিজ দেখি, মুভিও দেখি। আর ক্রিকেটের পাগল ভক্ত। ভাল লাগে ঘুরাঘুরি করতেও।
Hana- ১৯ বছর বয়স্ক এক মেয়ে হটাত করেই তার জীবনের ভালবাসা খুজে পায়। তার ভালবাসার মানুষ kare – সবার থেকে একটু আলাদা; একজন নেকড়ে মানুষ (wolf man); এবং তার গোত্রের সর্বশেষ সদস্য। তা সত্ত্বেও তারা পরস্পরকে ভালবেসে কাছে আসতে শুরু করে এবং একটা পরিবার গড়ে তোলে। কিন্তু কিছুদিন পরেই এক ট্রাজিক ঘটনায় মারা যায় kare;yuki’র সাথে রেখে যায় এক মেয়ে-yuki আর এক ছেলে-Ame কে। যাদের দুজনই স্বতঃস্ফূর্তভাবে এবং মাঝে মাঝে নিয়ন্ত্রণহীনভাবেই নেকড়ে-মানুষ জগতে আসা যাওয়া করতে পারে। শহরের চারদেয়ালের মাঝে এদেরকে বড় করা অসম্ভব হয়ে পড়ায় hana বাচ্চাদের নিয়ে একরকম পালিয়ে আসে পাহাড়ের কাছে এক বিরান গ্রামে। এখানেই শুরু হয় বাচ্চাদের নিয়ে তার সংগ্রামের গল্প; yuki আর ame’র নিজেদেরকে খুজে পাবার গল্প; নিজেদের ভবিষ্যৎ ডিসাইড করার গল্প !!!!
Studio ghibli এনিমেটেড মুভির জগতে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে; এবং তাকে ধরাছোঁয়া খুব একটা সহজ কাজ নয়। কিন্তু Mamoru Hosodaর নির্দেশনায় Madhouse Studios এর এই মুভিটা সেই স্ট্যান্ডার্ডকে খুব সফলতার সাথেই চ্যালেঞ্জ করেছে।
মুভির মুল হাইলাইটগুলার মধ্যে ছিল – ন্যারেটিভ স্টাইল – মোটামুটি একটা অবিশ্বাস্য গল্প বেশ বিশ্বাসযোগ্য উপস্থাপন এবং এর ন্যুনতম সংখ্যক চরিত্র – প্রত্যেকটা চরিত্রই fully developed।
গল্পে বেশ কিছু চমৎকার মুহূর্ত আছে; যেখানে রীতিমত আবেগের রংধনু খেলা করে। Ame আর yuki র সরলতা; তাদের সংগ্রাম; ame’র তার ক্লাস থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যাওয়া; সংলাপহীন বেশ অনেকগুলো মুহূর্ত – দুর্দান্ত !!!
দিনশেষে The Wolf Children Ame and Yuki তাই জীবনের গল্প বলা; সংগ্রামের গল্প বলা; হাসি কান্না আর দৈনন্দিন জীবন জাপনের খুনসুটিতে বেচে থাকার গল্প; একটা must watch মুভি !!!
১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
মোঃ আসিফুল হক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। দেখে ফেলুন; আশা করি সময়টা ভালই কাটবে !!!
২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৭
না পারভীন বলেছেন: মুভি রিভিউ পড়ে ছবিটা দেখতে ইচ্ছে করছে ।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১
মোঃ আসিফুল হক বলেছেন: চমৎকার একটা মুভি; সময় করে দেখে ফেলুন।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার।
১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১
মোঃ আসিফুল হক বলেছেন: ধন্যবাদ !!!
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখতে হবে!
১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
মোঃ আসিফুল হক বলেছেন: চমৎকার একটা মুভি; সময় করে দেখে ফেলুন
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬
আরজু পনি বলেছেন:
বাচ্চাদেরকে নিয়ে দেখার ইচ্ছে আছে ...প্রিয়তে রাখলাম ।।