নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল লাগে এনিম দেখতে। আর তা নিয়ে লেখালেখি করতে।

মোঃ আসিফুল হক

এনিমের ভক্ত, টিভি সিরিজ দেখি, মুভিও দেখি। আর ক্রিকেটের পাগল ভক্ত। ভাল লাগে ঘুরাঘুরি করতেও।

মোঃ আসিফুল হক › বিস্তারিত পোস্টঃ

Hajime no ippo রিভিউ

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪





“Hard work doesn’t always pay off.

But the ones who succeed are the ones who worked hard!!”



এনিম – Hajime no Ippo



রিলেটেড স্পোর্টস – বক্সিং



অবস্থা - Completed



টোটাল এপি সংখ্যা – ৭৫



রিলেটেড এনিম – None





স্টোরি লাইন

বক্সিং নিয়ে একটা এনিম। মাকুনচি ইপ্পো একটু "ইন্ট্রোভারট" টাইপ একটা ছেলে। এই জন্য সে সিনিওরদের কাছে সব সময় বুলিং এর স্বীকার হয়। একদিন জাপানিজ মিডেলওয়েট চ্যাম্পিয়ন তাকামুরা তাকে রক্ষা করে। তাকামুরাকে দেখেই ইপ্পোর বক্সিং জগতে প্রবেশ। বাকিটা শুধুই ইতিহাস !!



বেশ সহজ সরল এবং এক মুখী কাহিনী। কিন্তু কাহিনীর কোন জায়গায় এনিম ঝুলে যায় নি। খুব ফাস্ট পেসড এবং চমৎকার পার্শ্ব কাহিনী এনিমের প্রধান বৈশিষ্ট্য। ফিলারের অনুপস্থিতি এনিমের আরেকটি ভাল দিক।





কেন দেখবেন



Character development. এমন কয়টা এনিম পাবেন যেখানে দুই এক পর্বের জন্য আপনি subconsciously চাইবেন হিরো হেরে গিয়ে প্রতিপক্ষকে জিতিয়ে দিক? প্রতিটা চরিত্রের ব্যাকগ্রাউন্ড; তাদের স্ট্রাগল এতো চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মাঝে মাঝে কাকে সাপোর্ট করবেন সেটা নিজেই ঠিক করে উঠতে পারবেন না !!!



কেন দেখবেন না-



বক্সিং যদি আপনার কাছে বর্বরতার আরেক নাম হয়ে থাকে; দুজন মানুষ একটা চারকোন রিং এর ভিতর একজন আরেকজনকে মারছে – এই আইডিয়াটা আপনার কাছে খুব সুখকর না হয়ে থাকে; তবে এই এনিমটা বোধহয় আপনার জন্য নয়।













Ending Song- https://www.youtube.com/watch?v=9wcxvl378nI





পাব্লিক রিয়েকশন-



#1: “42 ep of Hajime no Ippo is such something. I am moved.Wish I could be a friend like Umezawa kun.”



#2: শুন্তেসি "hajime no ippo" এর এন্ডিং সং। মোস্ট ইন্সপায়ারিং এন্ডিং সং এর একটা লিস্ট থাকা উচিত মনে হয়; অয়াইন্ডার আর এইটা - এরা তাইলে এক কাতারে থাকতে পারবে।







আমার রিয়েকশন-



কখন বুঝবেন যে আপনি একটা এনিমকে ভালবেসে ফেলেছেন? যখন সেই সিরিজটার চরিত্রগুলো আপনাকে তার সাথে সাথে চিৎকার করতে বাধ্য করবে; দম আটকে রাখতে বাধ্য করবে; হিরোর বিজয় চিৎকারের সাথে আপ্নিও দুই হাত উপরে তুলে উল্লাস করবেন; বন্ধুকে সাজেস্ট করার সময় আরেকবার পুরো সিরিজটাই তার সাথে দেখে ফেলবেন; শেষ হয়ে যাবার পর এক ধরণের শুন্যতা অনুভব করবেন; পুরো জিনিসটাই এমন ভাবে বিশ্বাস করবেন যে আপনার মনে হতে থাকবে এইরকম একটা জগত বুঝি আসলেই আছে; এবং আপ্নিও সেই জগতে চলে গেছেন !!!!



Hajime no ippo আমার জন্য সেইরকমই একটা সিরিজ !!!



ছায়া অবলম্বনে- None









বক্সিং ট্রিভিয়া-



# মাইক টাইসন সবচেয়ে কম বয়সে হেভিওয়েট টাইটেল জিতে নেন। তিনি খেতাবটি দখল করেন মাত্র ২০ বছর বয়সে।

# Joe Louis টানা ১১ বছর ৮ মাস হেভিওয়েট চ্যাম্পিওন এর খেতাব ধরে রাখেন যা কিনা যে কোন ওজন শ্রেণীর জন্যই বিশ্বরেকর্ড।

# Archie Moore তার প্রফেশনাল ক্যারিয়ারে ১৩১ বার প্রতিপক্ষকে নক আউট করেছেন। এই রেকর্ডের ধারেকাছেও কেউ খুব একটা নেই !!!





শুরুটা করেছিলাম ইপ্পোর কোট দিয়ে; শেষ করি সেন্দো তাকেশির একটা কোট দিয়ে -

“Hit, and get hit by a strong man. And win! Only then, can I truly believe that I’m strong. I…love that moment!“







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.