নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল লাগে এনিম দেখতে। আর তা নিয়ে লেখালেখি করতে।

মোঃ আসিফুল হক

এনিমের ভক্ত, টিভি সিরিজ দেখি, মুভিও দেখি। আর ক্রিকেটের পাগল ভক্ত। ভাল লাগে ঘুরাঘুরি করতেও।

মোঃ আসিফুল হক › বিস্তারিত পোস্টঃ

Death Note মুভি রিয়েকশন (কিঞ্চিত র‍্যান্টিং সহ)

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫



Turner - Hello; I am light. I can kill people with a book.
Mia - Ok; cool.
You know what; on second thought; we could change the world.
Let's kill everybody from random website.

যা দেখলাম - Netflix এর করা Death Note নামক একটা মাস্টারপিস মাঙ্গা এবং এনিমের লাইভ এডাপশনের চেষ্টা।

এমন একটা দুনিয়ার কথা যদি চিন্তাও করে নেই যেখানে ডেথ নোট মাঙ্গাও আসে নাই; এনিমও নাই; এবং এই মুভিকে শুধু স্ট্যান্ডএলোন মুভি হিসেবে কাউন্ট করি; সেক্ষেত্রেও আমার রিয়েকশন এক্টাই - trash.

আম্রিকান ডেথ নোট জাপানিজটার মতন হবে না; এই হবে না; সেই হবে না - নানান জিনিস মাথায় রেখেই বসছিলাম। স্টিল; চুড়ান্ত পর্যায়ের হতাশ। কোন চরিত্রের কোন একশনের পিছনে কোন লজিক কোন রিজন পাইলাম না।



প্রত্যেকটা ক্যারেকটার ডেথ নোট জিনিসটাকে এমনভাবে ট্রিট করতেসে যেন এইটা সবজিওয়ালার কাছ থেকে ৮০ টাকা ডজন হিসেবে কিনতে পাওয়া যায়। হাইস্কুলের পোলাপান; ধুপধাপ এরে ওরে খুন করে ফেলার জন্য নাম লিখে ফেলতেসে। এক্টুসখানি গোস্বা হইসে; বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাম লিখে ফেলতেসে।
মানে সার্কাস পুরাই !

- চল তোমার বাপরে মেরে ফেলি।
- আরে না; আব্বা লাগে না?
- তাও কথা; আইচ্ছা ঠিক আছে।
মানে এত বড় একটা ঘটনা ঘটল; তাদের মধ্যে কিছু হইল না; ঝামেলা বাধলো কি নিয়া? FBI দের মারবে নাকি মারবে না সেইটা নিয়া। আর ইউ কিডিং মি?

সিন্মার শুরুতে কিরার বাপরে দলে নিতেসে এল।
কি কারণ?
তার ডিডাকশন পাওয়ার নাকি খুব ভাল।
ক্যামনে বুঝল?
হু কেয়ার্স?
আর সেই ভদ্রলোক নাকি নিজে নিজেই কিরাকে নিয়ে গবেষণা করতেসিলেন কোন কারণ ছাড়াই।

এইগুলা তো গেল খুব চোখে পড়ার মতন জিনিস। ডেথ নোটের হাগার হাগার ইডিয়টিক রুল; যখন যা লাগে সব ডেথ নোটের রুলে দিয়ে দেওয়া; এপারেন্টলি "ব্রিলিয়ান্ট" ডিটেক্টিভের কথায় কথায় টেম্পার হারানো, লাইটরে খুন করে ফেলতে চাওয়া; পিস্তল নিয়ে রাস্তায় রাস্তায় দৌড়ানো - কোনটা রেখে কোনটা বলা যায়?

একমাত্র রিয়ুকের ক্যারেক্টারের ভয়েস ছাড়া পুরা মুভিতে পছন্দ করার মতন আর একটা সিঙ্গেল এলিমেন্টও নাই; ট্রাস্ট মি।

দিনশেষে এইটারে "Death Note" নাম না দিয়া "The Killer Diary of a Wimpy Kid" দিলেই বেশি মানাইত। And don't let anybody fool you saying the heroine makes the movie watch-worthy. Trust me; she doesn't. Not a single bit.

Final verdict: Utter disgrace.

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

ইরিবাসের রাত বলেছেন: অসাধারণ রিভিউ। এতটা হতাশ মে বি ঘোস্ট ইন দা শেল এর এডাপটেশন টাও করে নাই। ভাল্লাগল পড়ে ভাই।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১০

মোঃ আসিফুল হক বলেছেন: সেইটাই। আমি পুরাটা সময় চোখ মুখ কুচকায়ে স্ক্রিনের দিকে তাকায়ে ছিলাম; এতোটা স্টুপিড হইসে সিন্মাটা।

২| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ডেথ নোট এনিমেটা দেখিনি। এনিমে দেখাই হয়নি অ্যাকচুয়ালি। তবে ফ্রেন্ড সার্কেলের অনেকের উম্মাদনা জানা আছে এটা নিয়ে। ঘোস্ট ইন দ্যা শেল মুভি দেখেই বুঝেছিলাম এটারও বারোটা বাজাবে আমেরিকান ডিরেক্টররা।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

মোঃ আসিফুল হক বলেছেন: আসলেই। যে কোন মাস্টারপিসের এডাপশনই কেমন যেন ঝামেলা বাধে সবজায়গায়। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.