![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সফল ভাবে সম্পন্ন হলো টীম বার্মিংহাম কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ। রোববার বার্মিংহামের ন্যাশনাল ইনডোর এ্যারিনাতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ছয় ক্যাটাগরীতে একশত আটটি টীমের দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন।এই টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় ও প্রধান মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে চ্যানেল নাইন ইউকে।
এই প্রথমবারের মতো বার্মিংহামে এতো বৃহৎ আয়োজনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ হওয়ায় কমিউনিটিতে ছিলো অন্যরকম আগ্রহ । ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে মোট একশত আটটি টিম টুর্নামেন্টে অংশ গ্রহণ করে । প্রথমে চারটি ক্যাটাগরীতে প্রতিযোগিতা আয়োজনের কথা থাকলেও শিশুদের উৎসাহ দিতে পরে আরো দু'টি ক্যাটাগরী যুক্ত করা হয়। আর আগত দর্শকরাও দিনভর তাদের ক্রীড়া নৈপুন্য মনভরে উপভোগ করেন। এবারের টুর্ণামেন্টে স্হানীয় খেলোয়ারদের পাশাপাশি আন্তর্জাতিকমানের খেলোয়াড়রাও অংশগ্রহণ করায় তা নিয়ে কমিউনিটিতে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।
টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষনীয় গ্রুপ - এ-ক্যাটাগরীতে জাতীয় পর্যায়ের খেলোয়ার ম্যাট গ্রেগরী ও ডেভিড রে জুটি আলী আসগর ও ডেভিড এডগার জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরভ অর্জন করে। ক্যাটাগরি বি-তে বিজয় এবং সঞ্জয় জুটি জামাল এবং নিজাম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । ক্যাটাগরি সি-১ ও সি-২ ছিলো সাধারণ অংশগ্রহনকারীদের জন্য । সি-১ এ দুয়েল ও সান জুটি জুবায়ের ও বাদশাহ জুটিকে এবং সি-২ তে হামিদ ও মাসুদ জুটি মফিজ ও সেলিম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । অপরদিকে শিশুদের উত্সাহ দিতে অনুর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৩ বয়সীদের নিয়েও ম্যাচের ব্যবস্থা করা হয় । সুযোগ পেলে যে শিশুরাও খেলাধুলায় পিছিয়ে নেই তারই প্রমান দিতে তারা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দর্শক মাতিয়ে রাখে । অনুর্ধ্ব ১৬'তে আব্দুল আকবর ও আলিম মোস্তফা এবং অনুর্ধ্ব ১৩'তে খায়রুল ও রাকিন চ্যাম্পিয়ন হয়ে দর্শকদের প্রশংসা কুড়ায় ।
টুর্ণামেন্ট শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। টিম বার্মিংহামের চেয়ার হারুন রাজা ও চ্যানেল নাইন ইউকে'র মিডল্যান্ড ব্যুরো প্রধান কায়ছারুর ইসলাম সুমনের যৌথ পরিচালনায় অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন চ্যানেল নাইন ইউকে'র বার্মিংহাম প্রথিনিধি মো: আতিকুর রহমান । এতে উপস্হিত ছিলেন শাবানা মাহমুদ এমপি, কাউন্সিলর জিয়াউল ইসলাম, হাই কমিশন কর্মকর্তা সরোয়ার আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা ছাদেক মিয়া সামছুলসহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন, সুস্হ্য শরীর ও মন গঠনে খেলা-ধুলার বিকল্প নেই। তরুন প্রজন্মকে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে পারে একমাত্র ক্রীড়া ভিত্তিক বিনোধনই। তাই এধরনের আয়োজন ব্যক্তির পাশাপাশি কমিউনিটির সেবায় রাখছে অনন্য ভূমিকা। তারা এধরনের টুর্ণামেন্ট নিয়মিত আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
©somewhere in net ltd.