নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মো: আতিকুর রহমান

মো:আতিকুররহমান

মো:আতিকুররহমান › বিস্তারিত পোস্টঃ

সন্তানের উপহার এবং বাবাহারা পূত্রের আক্ষেপ

১৬ ই জুন, ২০১৪ রাত ৩:৩১

আজ অদ্ভুত সুন্দর একটি দিন কাটালাম মাশাআল্লাহ। জীবনটা যে কী মধুর! আহ্‌!! সন্তানের হাত থেকে জীবনের প্রথম একটি উপহার। বাবা দিবসে আমার ১৮ মাস বয়সী পূত্র আয়ান আমার হাতে তুলে দিয়েছে অমূল্য সেই উপহার। আহ্‌ কি যে আনন্দ। আর আনন্দের সেই ক্ষনে মনে পড়ছে আমার জন্মদাতা প্রিয় বাবার কথা। ইশ্‌ আমি যদি আমার আব্বাকে এমন করে কোন উপহার দিতে পারতাম? কী খুশিই না হতেন তিনি! প্রায় দুই বছর হতে চললো আমার অতি ভালো মানুষ বাবা জীবনের সব মায়া-মমতা ছিন্ন করে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। দোয়া করি পরম করুনাময় মহান আল্লাহ যেনো আমার আব্বাকে বেহেস্তের মেহমান করে নেন। আজ বাবা দিবসে বাবাহারা এক সন্তানের এটাই চাওয়া। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.