নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের তাবির

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

আজ আর কবিতাও লিখতে ইচ্ছে করছে না, গদ্যও না। লিখছি স্বপ্ন নিয়ে। আমরা আমাদের একজীবনে কত যে স্বপ্ন দেখি তার কোন ইয়ত্তা নেই। কত আযব আযব স্বপ্ন, ভংঙ্কর স্বপ্ন, সুন্দর স্বপ্ন, লজ্জাজনক স্বপ্ন, অদ্ভুত স্বপ্ন যে দেখি তার আর শেষ নেই। আবার কখনো কখনো এমন স্বপ্নও দেখি যেটির কথা কাউকে কোনদিন বলা যায় না। স্বপ্নে আমরা যা দেখি তার একটা না একটা কারণ খুজে বের করার চেষ্টা করি, আবার ভুলেও যাই কি দেখেছি না দেখেছি। বিভিন্ন জনকে জিজ্ঞেস করি স্বপ্নের অর্থটা জানার জন্য, কিন্তু অনুমানে তারা এটা সেটা বলে আমাদেরকে বিদায় করে দেয়। মনে রয়ে যায় অমুক দিনের সুন্দর স্বপ্নটার মানে কি ? সেদিন কেন এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখলাম ? ইত্যাদি নানা প্রশ্ন। স্বপ্নের প্রকৃত অর্থ জানতে হলে আপনি পড়ুন আল্লামা ইবনে শিরিনের "স্বপ্নের তাবির" বইটি। মোটামোটি সব ধরনের স্বপ্নের ব্যাখ্যা দেওয়া আছে বইটিতে।
আগে স্বপ্ন দেখলেই বইটি থেকে অর্থ বের করতাম। কিন্তু অনেক দিন হলো বইটি আর খুজে পাচ্ছিনা। তাই ইদানিং দেখা স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যাচ্ছে কোন কারণ বা অর্থ জানতে পারছিনা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্বপ্ন কে স্বপ্নই থাকতে দিন। জেগে ঘাটাঘাটি না করাই ভালো হবে।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: তবুও জানতে ইচ্ছে করে স্বপ্নের মানে। ধন্যবাদ।

২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: আহা ! আমার স্বপ্ন দেখতে জীবন শেষ কিন্তু আজও একটা স্বপ্নও সত্যিই হল না। :P


ভালো লিখেছেন +
শুভ কামনা রইলো,ভাই !!

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোন না কোন স্বপ্ন অবশ্যই সত্যি হবে একদিন। ধন্যবাদ কবি।

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: আমার মনে হয় সপ্ন দেখলে তার মানে জানতে না যাওয়াই ভাল।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: কিন্তু মন কি আর তা মানে। সেতো কারণ খুজে বেড়ায়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.