নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
সেই কোন এককালে
কদমের ডালে
মাছরাঙ্গা বসেছিল আপন মনে
বয়ে যাওয়া খালের জলে
দৃষ্টি তার জলের তলে
এই বুঝি ছো-মারল মাছ ধরবে বলে।
নাগরিক জীবনে আমাদের মন
হঠাত খোজে সেই পাখি, সেই বন
আহা! সেই গাছ আর নেই
আহা! সেই মাছ আর নেই
মাছরাঙ্গাও আজ আর পড়েনা তেমন চোখে
কি জানি কি বেদনা বাসা বেধেছে বুকে।
সময়ের সাথে
স্রোতের সাথে
অকাতরে হারিয়ে যায় এই জীবনের কত প্রিয়জন
তাই হয়ে গেছে সেই দু:খী মাছরাঙ্গা আমাদের মন।
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ভাললেগেছে জেনে খুশি হলাম।
২| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৯
ওমেরা বলেছেন: ধ্যানে স্নান, স্নানে আহার । বলেন তো ভাইয়া এটা কি?
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: এটা মাছরাঙ্গা ছাড়া আর কিছু নয়। সুন্দর মন্ত্যের জন্য ধন্যবা।
৩| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: সময়ের সাথে
স্রোতের সাথে
অকাতরে হারিায়ে যায় এই জীবনের কত প্রিয়জন
হুমম, প্রিয়জন হারানোর বেদনার বটে!
কবিতা সুন্দর হয়েছে +
১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: এই ভরা বর্ষায় আনন্দে ভরা থাকুক আপনার মন।
৪| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯
মৌমুমু বলেছেন: অকাতরে হারিয়ে যায় এই জীবনের কত প্রিয়জন
তাই হয়ে গেছে সেই দু:খী মাছরাঙ্গা আমাদের মন।
সুন্দর লিখেছেন মাইদুল ভাইয়া।
ভালো লাগা রেখে গেলাম।
১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: এই বর্ষণমুখর দিনে আপনাকে কদম-কেয়ার শুভেচ্ছ।
৫| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭
খায়রুল আহসান বলেছেন: কবিতার রেখে যাওয়া স্নিগ্ধ আবেশে মুগ্ধ হ'লাম। শিরোনামটাও সুন্দর হয়েছে।
বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ভাললাগা ও দোয়াই হোক ব্লগে আমার আগামীর সার্থক পথচলা। ধন্যবাদ সুহৃদ। ভাল ও সুস্থ্য থাকবেন।
৬| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩
নিয়াজ সুমন বলেছেন: কত না সুন্দর করে ফুটিয়ে তুলেছেন বাস্তবতার কঠিন চিত্র!!
১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রানিত হলাম। ভাল থাকবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৭
Md Faruk Ahmed বলেছেন: সুন্দর হয়েছে ভাল লাগল।