নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

রম্য-রঙ্গ-২

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬



১। তিন বন্ধু। রাকিব, মৃদুল, রোহান এক সাথে সময় কাটায়, গল্প করে, আড্ডা মারে। অনেক দিন পর রাকিব ও মৃদুলের মধ্যে ঝগড়া হলো। কথা বলাবলি বন্ধ। এখন দ'জনেই মৃদুলের কাছে এসে একে অপরের নামে বদনাম ছড়ায় ও গালা-গালি করে। উপায় না দেখে মৃদুল এক বিকেলে দুজনকে দাওয়াত করলো। মাঠের মধ্যে বসে মৃদুল নিজের জন্য একটি প্যাকেট নিল ও দুই বন্ধুর জন্য ২টি প্যাকেট দিল।
প্যাকেট খুলে মৃদুল সিঙ্গারা খাচ্ছে। অপর দু'জন প্যাকেট খুলে হতভম্ব-১জনের প্যাকেটে ঘাস, অন্য জনের প্যাকেটে ভাতের মার ও ভুসি।
মৃদুল হেসে বলল-কেন একজন অপরজনকে ছাগল ও গরু বলেছিলিনা, তো ছাগল আর গরুর বেষ্ট খাবার এবার খা।
তিন জনেই হাসতে লাগলো এবং নিজেদের ভুল বুঝতে পারলো।
তার পর সিঙ্গারা খেয়ে বন্ধুত্ব পুনঃস্থাপন করে বাড়ি ফিরল।

২। সুমি ও মিশু দুই বোন । দেখতে একই রকম মানে যমজ। সুমিকে উদ্দেশ্যে করে এক ছেলে প্রেম-পত্র পাঠিয়েছে। কিন্তু যাকে দিয়ে প্রেম পত্র পাঠানো হয়েছে সে ভুল করে মিশুকে তা দিয়েছে।
মিশু-সুমি দেখে যা কি পেয়েছি ?
সুমি- কি ?
মিশু-ছাগলের ব্যা ব্যা
সুমি-মানে?
মিশু-আরে ঐ ছেলেটার কথা বলেছিলিনা, যে তোকে কিছু বলতে চায়। যাকে তুই ছাগল বলিস। তো সেই ছাগলে পত্র পাঠিয়েছে। পড়ে দেখ শুধু ম্যা ম্যা ব্যা ব্যা ছাড়া আর কিছুই নাই।
সুমি-অ তাই। ঠিক আছে ছাগলের মালিকের কাছে দড়ি পাঠিয়ে দেব। যেন ছাগল বেধে রাখে। কি বলিস হা হা হা...........................

৩। গ্রামের বাড়ির রাস্তা দিয়ে হাটছে তিন জন। নদীর অপর পাড় থেকে কে যেন ঘন ঘন লাইট মারছে।
ক্যাডারে , ক্যাডা লাইট মারছ। কোন উত্তর নেই, লাইটের আলোও নিভে গেল।
কিছুক্ষণ পর আবার একই ঘটনা।
এবার তিনজনের মধ্যে থেকে একজন বলল- ভাতিজারা তোমরা সামনে যাও, আমি হালারে মজা দেখাইতাছি।
নদীর অপর প্রান্ত থেকে যখন এবার টর্চের আলো জ্বলল তখন কাকা তাড় লুঙ্গি উপরে উঠিয়ে মুখ ঢেকে রাখলো। এবং তার নীচের অংশ উন্মক্ত করে দিল।
এবার লাইটওয়ালা লজ্জায় লাইট বন্ধ করে দিল আর লাইট জ্বালালনা।
কাকা এবার জোড়ে জোড়ে বলছে-শিক্ষা হইছেড়ে হারামজাদা।

৪। দুলাভাই তার শালাকে দিল সিগারেট আনতে বেশ কিছু টাকা। শালা চকলেট খেয়ে দুলাভাইয়ের জন্য চকলেট নিয়ে আসলো।
শালা-দুলাভাই, সিগারেটের কথা ভুইলা গেছি, চকলেটই খান।
দুলাভাই-শালার পো শালা তুই বেশি করে খা
শালা-আমারে গালি দিলেন।
দুলাভাই-না তো। তুই আমার শালা তাই শালা কইলাম।
শালা-আপনে রাগ কইরা কইছেন, তার মানে গালি দিছেন।
দুলাভাই-রাগ কইরা কইলে শালা শালাই থাকে, আদর কইরা কইলেও তাই বুঝছস।
শালা-বুঝছি হালার দুলাভাই।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৯

বিজন রয় বলেছেন: হা হা হা ....
+++++

২| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০০

বিজন রয় বলেছেন: শালারে শালার, শালার গলাম মালা।

শালা!!

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুপ্রাণিত করলেন। ধন্যবাদ। হুম শালা তো শালাই, বড় কুটুম।

৩| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০২

মোস্তফা সোহেল বলেছেন: রম্য রঙ্গ মোটামুটি লাগল।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনুভূতি প্রকাশে নিমিত্তে ধন্যবাদ সোহেল ভাই।

৪| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬

তারেক ফাহিম বলেছেন: শালা এবং হালার দুলাইভাই ভালো লাগলো

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: শালা যে বড় কুটুম। তাঁরটা ভাল না লেগে উপায় নাই। হা হা হা...................

ধন্যবাদ ফাহিম ভাই।

৫| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা খুব সুন্দর রম্যবোধ। ভালো লাগলো ভাই ।
আসলে এমন কিছু রম্যক কথাবার্তা আমাদের দৈনিন্দন জীবনে সচারাচরই ঘটে, যা আমরা গুরুত্বহীন মনে করে ভেবে দেখি না।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কথা বলেছেন নয়ন ভাই । পাঠে ও মন্তব্যে অনুপ্রানিত হলাম। ধন্যবাদ।

৬| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগে মাঝেমধ্যে রম্যের দরকার আছে, তা না হলে জীবন পানসে পানসে লাগে।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: মনের কথা ব্যক্ত করায় অশেষ ধন্যবাদ ভাইজান।

৭| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫০

আজীব ০০৭ বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ভাই এর সাথে সহমত।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার ব্লগে স্বাগতম। মতামত প্রদান করায় ধন্যবাদ ও শুভ কামনা জানবেন।

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

লাস্টের টা জোশ, বাকি গুলাও ভাল ছিল। নিজের বানানো তাই না...

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক ধরেছেন নিজের বানানো। ভাল থাকবেন। শুভ কামনা।

৯| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ যুগে মানুষকে হাসানোটাই হচেছ
সব চেয়ে বড় কষ্টের কাজ

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত। ধন্যবাদ নূরু ভাই। ভাল থাকুন সবসময়।

১০| ৩০ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:০৩

শুভ্র বিকেল বলেছেন: হা হা হা হা! এতো বছর ব্লগ জীবনে মনে হয় প্রথম পেলাম এমন রম্য কাহিনী। মাঝে মধ্যে এমন রসাল পোস্টের বেশ প্রয়োজন আছে। শুভকামনা।

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে বেশ প্রীত হলাম। মাঝে মাঝে চেষ্টা করবো এরকম পোষ্ট দেওয়ার জন্য। সুসময় সবসময় আপনার সঙ্গী হোক। ধন্যবাদ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৭

সোহানী বলেছেন: হাহাহা.......... মজা পেলাম!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: মজা পেয়েছেন জেনে ভাল লাগিলো। ভাল থাকিবেন। ধন্যবাদ।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:





আরেক বার পড়লাম... মজা আগের মতই...

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ডানা ভাই । ভাল থাকুন। ১ম ছোট গল্প পোস্ট দিলাম পড়ে মতামত জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.