নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

### আলোচিত ব্লগগুলোকে আলোকিত করে কি লাভ ?###

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫


বিভিন্ন কারণেই যে কোন একটি লেখা আলোচিত ব্লগে স্থান পায়।

কখনও সর্বাধিক পঠিত, সর্বাধিক মন্তব্য প্রাপ্ত ও সর্বাধিক লাইক প্রাপ্তির ভিত্তিতে। অনেকেই আছেন আলোচিত হওয়ার আগে লেখাটা ব্লগে পড়েন কিন্তু কোন মন্তব্য করেননা।সেই লেখাটাই যখন আলোচিত পাতায় চলে আসে তখন যেন তেন একটি মন্তব্য করে যান। কিন্তু কেন ? আগে মন্তব্য করলে দোষ কি ছিল।নাকি নিজেকে জাহির করতেই এই কায়দা-আমিও মন্তব্য করেছি!

অনেক ভাল লেখা এ ধরনের অবহেলার শিকার হয়ে পিছনের পাতায় চলে যায়। যা ব্লগারকে আশাহত করে।

তাই আলোচিত ব্লগগুলোতে লাইক, কমেন্ট করে আলোকিত করার কোন মানে আছে কি ?

আমার কাছে মনে হয় প্রতি ৩ ঘন্টা নয় ১০/১২ ঘন্টা পর পর আলোচিত ব্লগগুলো চেঞ্জ হয়। বাস্তবিক ৩ ঘন্টা পর পর পরিবর্তন হলে অনেক ব্লগারের লেখাই এখানে স্থান পাবে। ব্লগ ও ব্লগার চাঙ্গা হবে।

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

তারেক_মাহমুদ বলেছেন: সঠিক বলেছেন, একমাস হয়ে গেল ১৯ টা লেখা দিলাম তাও নিরাপদ হতে পারলাম না।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধৈর্য ধরেন। আরও ভাল লেখার চেষ্টা করেন।

মন্তব্যের ব্যাপারে আপনি সচেতন তারপরেও ভাল ভাল লেখাতে মন্তব্য করুন।

দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে।


অনেক অনেক ধন্যবাদ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: কথা তো সঠিক মনে হইতেছে

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই নাকি কাফি ভাই।

নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

বিষাদ সময় বলেছেন: ভাল বিশ্লেষণ, সহমত.................

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল সময় আপনার সর্বদা সঙ্গী হোক।


ধন্যবাদ।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: কি বলেন @তারেক মাহমু৩২৮ আমি তো একটা পোষ্ট দিয়েই নিরাপদ ব্লগারের স্বীকৃতি পাইছি

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মত ভাগ্য আর কয়জনের এক লেখাতেই বাজিমাৎ।

ধন্যবাদ।

ভাল থাকুন।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

জাহিদ অনিক বলেছেন:

তেলে মাথায় তেল দিতে সবাই পছন্দ না করলেও কেউ কেউ করে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: একে বারে হাছা কথা কইছেন।

আপনাকে নববর্ষের অগ্রিম শুছেচ্ছা।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

দীপঙ্কর বেরা বলেছেন: সঠিক

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শীতের রাতে গরম গরম ওম নিন।


ধন্যবাদ।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সৈয়দ ইসলাম বলেছেন: অনেক সুন্দর পরামর্শ। সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কাম্য।


তবে কিছু ব্লগার কেবল মন্তব্যই পেয়ে যান, ফিরতি ধন্যবাদ দিতেও কার্পণ্য করেন। যদি অস্ট্রেলিয়া বা ইউরুপের কোন দেশে অবস্থান করতেন, তবে হয়ত ধন্যবাদের বন্যায় ভাসিয়ে দিতেন।
আমার এ কথার উদ্দেশ্য হচ্ছে, মন্তব্যকারীকে অনুপ্রেরণা দেওয়া হোক।
হ্যা, ব্যস্ততার কারণে সঠিক সময়ে প্রতিউত্তর করা যায় না, তবে ফ্রী হয়েও প্রতিউত্তর করা যায়। স্বাভাবিক একজন ব্লগার যখন মন্তব্য করেন, তখন লেখা পড়েই মন্তব্য করেন। তার এই সময় দিয়ে পড়ার প্রতিদানে আমাদের উচিত অন্ততপক্ষে ধন্যবাদটুকু দেওয়া। যদিও শীতের দিনে ধন্যবাদের চেয়ে গরম চায়ের ক্বদর বেশি

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই মন্তব্য করলে উত্তর না দিলে এক প্রকার অপমানের মতই মনে হয়।

সঠিক বলেছেন-ইউরুপ, আমরিকা অবস্থানকারীরা অনেক মন্তব্য পান। বিষয়টা খতিয়ে দেখতে হবে-লেখার জোড়ে না অন্যকিছুর কারণে!!!

ধন্যবাদ।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৪

সৈয়দ ইসলাম বলেছেন:
গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনায় আনায় আপনাকে ধন্যবাদ, সাথে

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার চা খেয়ে তৃপ্ত হলাম।

আপনাকে নীল গোলাপ শুভেচ্ছা-

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


আমি ১ম পাতার লেখাগুলো দেখার পরপরই আলোচিত পোষ্টগুলো দেখতে যাই; আলোচিত হওয়ার কারণ আছে বলেই যাই; কিছু পোষ্ট আগে না পড়ে থাকলে, আলোচিত হওয়ার পর মনে হয়, আমি হয়তো মিস করেছি, তখন পড়ি, পড়া হলে কমেন্ট করি!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মত এরকম হলে ভাল।

কিন্তু কেউ কেউ আবার আলোচিত না হলে মন্তব্য করেনা। প্রশ্নটা সেখানেই।

প্রবাসে ভাল থাকুন।


ধন্যবাদ।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি মোটামুটি পরিচিত জনদের পোষ্টে কমেন্ট করি। সেটা আলোচিত হউক বা না হউক। নতুন ব্লগারদের পোষ্টে উৎসাহমূলক মন্তব্য করতে চেষ্টা করি।

মোটামুটি প্রত্যেকটি পোষ্ট পড়ি। সবগুলোতে হয়ত মন্তব্য করা হয়না।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর মতামত দিয়েছেন।

একে বারে নামের মতই সত্য মন্তব্য।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

জাহিদ হাসান রানা বলেছেন: আমার বয়স মাত্র দুইদিন তাই কোন প্যাক প্যাক করলাম না।তবে কথাগুলো মনে হয় ভালই বলেছেন।।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:



স্বাগতম।





মন্তব্যের


জন্য


১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলোচিত ব্লগেও আজকাল
মন্তব্য খড়া,
আসলে পাঠকের চেয়ে
লেখক বেশী হলে যা হয়।
অর্থনীতির ডিমান্ড এ্যাণ্ড সাপ্লাই সূত্র
এখানেও সমান কার্যকর!!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

ধন্যবাদ।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

সুমন কর বলেছেন: কথায় যুক্তি আছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনিও যুক্তিসংগত মন্তব্য করেছেন।


হা.হা.হা........................................


ধন্যবাদ।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার ,




শেষ প্যারার বক্তব্য / অবজারভেশান সঠিক ।
এ ব্যাপারে কর্তৃপক্ষ নজর দেবেন আশা করি ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৩ ঘন্টার ব্যাপারে অবশ্যই কর্তৃপক্ষের নজর দেওয়া উচিৎ।


ধন্যবাদ।

শুভ নববর্ষ।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার সাথে সহমত হবো কিনা বুঝতে পারছি না।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি আরও ভাবতে থাকুন। ইতিমধ্যে নতুন বছর চলে আসছে- অগ্রিম নববর্ষের শুভেচ্ছা।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫১

সচেতনহ্যাপী বলেছেন: আমি সর্বপ্রথমে উত্তর দিয়ে যাই আলোচিত পাতায়।। সেখান থেকে অনুসারিত, নির্বাচিত পাতা ঘুরে প্রথম পাতায়।। মাঝে মাঝে হেরফের হয় বৈকি।।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি প্রথমেই ১ম পাতা পড়ে নেই। তারপর আলোচিত ব্লগগুলোর যেটা ভাললাগে সেখানে মন্তব্য করি।


সুন্দর মতামত

শুভ কামনা জানবেন।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:




আমি আলোচিত এবং নির্বাচিত পাতায় নজর দেই না । সকল পোস্ট থেকে পড়ি যা কয়টা পড়তে পারি !!

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই কিন্তু আপনার মত নয়।


মতামতের জন্য কৃতজ্ঞতা।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: আমার মত অকবির লেখা যখন আলোচিত পাতায় দেখি, তখন নিজের কাছে একটু খারাপ লাগে।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই নাকি ?

কিন্তু আমারতো মনে হয়- আলোচিত পাতায় নিজের লেখা দেখার জন্য অনেকে অস্থির থাকে।


ধন্যবাদ।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন, অনেক ভালো লেখা পোষ্ট করার পরেও পাঠক মন্তব্য দু'টোই কম। সেদিন একটি লেখা আড়াই ঘন্টা সময় নিয়ে পড়েছি অথচ এত ভালো লেখা হওয়ার পরও পাঠক খুব একটা দেখলাম না। ধন্যবাদ বাস্তব কথা বলার জন্য।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মতামতও যথার্থ।

শুভ কামনা ও নববর্ষের শুভেচ্ছা।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইংরেজী নতুন বছরে নীল গোলাপের শুভেচ্ছা রইল-


২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দুয়া করি নতুন বছরে যাতে আল্লাহ আপনাকে কল্যাণময় জিনিস দিয়ে জর্জরিত করে ফেলে! :D

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: এত সুন্দর দোয়ার জন্য নীল গোলাপ শুভেচ্ছা-



নতুন ছরটা হোক সুখ ও আনন্দময়।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই আলোচিত পাতা নিয়ে মাথা না ঘামানোয় ভাল মনে করি।
যার লেখা ভাল লাগে তাকে অনুসারিতদের দলে রাখুন।সময় করে তাদের লেখা পড়ে নিন।
অনিচ্ছা সত্তেও অনেক ভাল লেখা আমাদের চোঁখের আড়ালে চলে যায় এটা ঠিক।
কিন্তু সবার পক্ষে ভাল লেখা খুঁজে পড়াও তো সম্ভব নয়।
তবে অনেকেই আলোচিত মানেই বিশেষ কিছু ভাবে।
একটি লেখা সামুতে আলোচিত পাতায় থাকা মানেই তা ভাল এটা একদম ঠিক না।
আর মডারেটররা তো নির্বাচিত পাতায় ভাল লেখাকে আলাদা করে স্থান দেনই।
ভাল থাকুন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার বক্তব্য ছিল- একটি লেখা আলোচিত হবার পর অনেকই নিজেকে জানান দেওয়ার জন্য মন্তব্য করেন কিন্তু সেই লেখাটি আলোচিত হবার আগে মন্তব্য করার প্রয়োজন বোধ করেননা।

আর প্রতি ০৩ ঘন্টা পর পর লোচিত পোস্টগুলো পরিবর্তন হয়না হয় ১০/১২ ঘন্টা পর পর।

মতামতের জন্য ধন্যবাদ।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদম সঠিক কথা বলেছেন ভাই। পূর্ণ সহমত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

তবে কাজের কাজ কিছুই হয়নি।

আগের মতই সব চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.