নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

**ব্লগার চাঁদগাজী সাহেবের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উচিৎ**

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬




ব্লগার ও মুক্তিযোদ্ধা 'চাঁদগাজী' ব্লগে অত্যন্ত জনপ্রিয় একটি নাম ও ব্যক্তিত্ব। তিনি অনেকদিন যাবৎ ব্লগিং করছেন।তিনি বিভিন্ন বিষয় বা ইস্যু নিয়ে লিখা পোস্ট অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করে থাকেন এতে তার লিখনী দক্ষতার পরিচয় পাওয়া যায়। বিশেষ করে দেশ, সমাজ ও রাজনৈতিক লেখা তিনি বেশি লিখেন ব্লগে।

তিনি যেহেতু একজন মুক্তিযোদ্ধা তাই আমার মনে হয়- মুক্তিযুদ্ধের সময়কার অবস্থা, অভিজ্ঞাতা নিয়ে সুন্দর লেখা ব্লগে পোস্ট করতে পারেন যাতে করে আমরা নতুন প্রজন্ম সঠিক কিছু তথ্য, ঘটনা জানতে পারি।

এছাড়াও তিনি যেহেতু লেখা-লেখি করেন তাই মুক্তিযুদ্ধ নিয়ে-গল্প, কবিতা, প্রবন্ধ, স্মৃতিচারণ ও গঠনমূলক লেখা পোস্ট দিলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি জানা যাবে এবং তা পরবর্তীতে বই আকারে প্রকাশ করলে আপামর জনতা যুদ্ধের সঠিক কিছু তথ্য ও ইতিহাস জানতে পারবে।

তাই রক্তাক্ত-৭১, অগ্নিঝড়া-৭১, সংগ্রামী-৭১, মুক্তিযুদ্ধের-৭১ নিয়ে আপনার সুন্দর লেখা আশা করছি।

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

নূর আলম হিরণ বলেছেন: উনার উপস্থাপন চমৎকার। দুর্বোধ্য বিষয় সাবলীল উপস্থাপন করতে পারেন।

১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জিয়া, খালেদা, তারেক এদের গালাগালির সুযোগ থাকলে উনি অবশ্যই লিখবেন।

১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়েই লেখা কাম্য।

ভাল থাকুন।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

তারেক_মাহমুদ বলেছেন: মাইদুল ভাই আপনি ঠিকই বলেছেন চাঁদগাজী ভাইয়ের কাছ থেকে আমরা মুক্তিযযুদ্ধের সঠিক ইতিহাস জানতে চাই

১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আর জানতে চাই বলেই এই পোস্ট দেওয়া ।

অনেক অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার কেন জানি মনে হয় উনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে অনাগ্রহী।

১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সেটা উনিই ভাল বলতে পারবেন।

ধন্যবাদ অয়ন ভাই।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

তারেক ফাহিম বলেছেন: চাঁদ গাজী ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, আমি এ প্রথম জানলাম।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা ফাহিম ভাই, উনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা।

ওনার ব্লগ পড়ে এবং আরও অনেক ব্লগারের ব্লগ পেজ থেকে জেনেছি।

ধন্যবাদ।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

মোস্তফা সোহেল বলেছেন: এই বিষয়ে গাজী ভাইয়ের কোন পোষ্টে তিনাকে বলতে পারতেন।
এটা নিয়ে পোষ্ট করার কোন মানে দেখছি না মাইদুল ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সোহেল ভাই,

উনি যে একজন মুক্তিযোদ্ধা তা ব্লগের অনেকে জানেনা। আর এই পোস্ট পড়ে যদি জনাব চাঁদগাজী সাহেব মুক্তিযুদ্ধ নিয়ে এতটুকুও লেখেন তবে তা সার্থক।

পোস্ট না দিলে অনেকে বিষয়টি জানবেনা। আর চাঁদগাজী সাহেবের ব্লগে মন্তব্যের মাধ্যমে জানালে শুধু উনি জানবেন অন্য অনেকেই জানবেনা। তাই পোস্ট দিয়েছি।

ধন্যবাদ।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



আমার মতে, মুক্তিযুদ্ধ নিয়ে লিখা কঠিন ব্যাপার; বিশেষত: ৪৭ বছর পর, অনেক ব্যাপারে ধারণা অনেক বদলে গেছে, মৌলিক অনেক কিছুর উপর নতুন ধারণা স্হান করে নিয়েছে। যাক, তবুও আমি লিখব সামনের দিনগুলোতে। যুদ্ধের সময় আমি খুবই ছোট একটা এলাকায়( ১ নং সেক্টরের ছোট একটা এলাকায়) ছিলাম, বিরাট পরিসর তখন দেখার সুযোগ ছিলো না; সেজন্য আমি এত বড় কিছুর উপর কিছু লিখতে চাইনি।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি মুক্তিযুদ্ধ নিয়ে যাই লিখেন, যতটুকু লিখেন সেটুকুই আসল তথ্য ও সত্য নির্ভর হবে। যা একসময় অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত হতে পারে।

অনেক ভাল লাগলো আপনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখবেন জেনে।

আল্লাহ্ আপনার মঙ্গল করুন।

ধন্যবাদ ও শুভকামনা।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


@গিয়াস উদ্দিন লিটন,

আপনার থেকে সামান্য দক্ষিণে একটা গ্রাম আছে, উহার নাম চাঁদগাজী ( চাঁনগাজী ); চাঁদগাজীতে ডিফেন্স দেয়ার ২ দিনের মাঝে মেজর জিয়া ততকালীন চাঁদগাজী বাজারে গিয়েছিলেন; উনাকে দেখার জন্য কয়েক'শ মানুষ ভিড় জমায়েছিলেন; এই মানুষগুলো উনাকে ১০ মিনিট দেখার সুযোগ পেয়েছিলেন; ১০ মিনিট পর, পাকী আর্মির আর্টিলারীর বোমা পড়া শুরু হয়েছিল; ১০ মিনিট বা ১ মিনিট যারা উনাকে দেখেছেন, উনি তাঁদের কাছে আজীবনের বীর। কিন্তু ১০ মিনিটে এই মানুষগুলো উনার কি দেখেছেন, উনার সম্পর্কে কি জেনেছেন?


আমি জানি না, আপনি জেনারেল জিয়াকে দেখেছেন, নাকি উনার ছবি দেখেছেন! 'যেড-ফোর্স'এর লোকজন উনাকে ৬ মাস কাছে পেছেছিলেন, উনার অর্ডারে যুদ্ধে গেছে, প্রাণ হারায়েছেন, জয়ী হয়েছেন, সুখ দু:খ ভাগ করেছেন।

এসব মুক্তিযোদ্ধাদের কয়েকজনসহ সর্বমোট ৩০০ মুক্তিযোদ্ধা ফাঁসীতে ঝুলে, ১১০০ জন যদি চাকুরী হারায় ও জেল খাটে জিয়ার অর্ডারে, তাদের কাছে জেনারেল জিয়া কেমন মানুষ!

আপনি উনার ছবি দেখে উনাকে যতটুকু জানেন, ৬ মাস যুদ্ধে থাকার লোকেরা উনাকে বেশী জানার কথা; ওদের ৩০০ লোক যদি জেনারেল জিয়ার হাতে ফাঁসীতে ঝুলে ওরা জেনারেলকে বিশী বুঝার কথা। আপনারা জেনারেল জিয়ার পক্ষ নিয়ে কথা বলেন, কারণ আপনারা মাটির প্রদ্বীপ হয়ে চাঁদের সাথে আত্মীয়তা ঘোষণা করতে চান; যাক, চাঁদের নিজের আলোক নেই উহা আসলে সুর্যের আলোক।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময়ের সাথে সাথে মানুষের ধ্যান, ধারনা, মূল্যবোধ পরিবর্তন হয়ে যায়। তাই আমাদের সত্যটুকু জানা উচিৎ।

সেই বাজারের নাম ও ঘটনার স্মৃতিই কি তবে আপনার এই “চাঁদগাজী” নামের আসল কারণ।

জানালে কৃতজ্ঞ থাকবো।

ধন্যবাদ।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

উনার লেখা খুব সুন্দর। সহজ সরল ভাষায় দারুন। লিখেন। সত্য মন্তব্য করেন।
আমি উনার ভক্ত।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি যে ওনাকে পছন্দ করেন এবং ওনার ভক্ত তা অসংখ্যবার বলেছেন ও কিছু প্রমান দিয়েছেন।

ধন্যবাদ।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

ধ্রুবক আলো বলেছেন: হুমম, ভালো প্রস্তাব।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক ধরেছেন।

ধন্যবাদ।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

অর্ক বলেছেন: চাঁদগাজী ভাই প্রকৃতই একজন মুক্তিযোদ্ধা। এখনও আরেক রকম যুদ্ধ করে চলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে। উনি প্রকৃতই দেশ ও মানুষের জন্য গভীর ভালবাসা ধারণ করেন। অনেকের মতো লোক দেখানো ভণিতা করেন না। তাঁর বেশকিছু দিক ব্লগে আমার মোটেই পছন্দ নয়। কিন্তু তাঁর লেখায় ও মন্তব্যে যে দেশ প্রেম, আপামর মানুষের ভাগ্যোদয়ের আকাঙ্ক্ষা, তা একেবারে অকৃত্রিম, হৃদয়ের গভীর থেকে নিঃসৃত। ভালো লাগলো উনি আপনার আহ্বানে সাড়া দিয়ে লিখবেন বলেছেন দেখে।
পোস্টের জন্য সাধুবাদ। শুভকামনা দুজনের জন্যই।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সুগঠিত মন্তব্যের জন্য সাধুবাদ।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সৈয়দ ইসলাম বলেছেন: চাঁদগাজী সাহেব কঠিন একটি সত্য প্রকাশ করে দিছেন, ধন্যবাদ ভাই।

মুক্তিযোদ্ধাদের কয়েকজনসহ সর্বমোট ৩০০ মুক্তিযোদ্ধা ফাঁসীতে ঝুলে, ১১০০ জন যদি চাকুরী হারায় ও জেল খাটে জিয়ার অর্ডারে, তাদের কাছে জেনারেল জিয়া কেমন মানুষ!

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাদের কাছে অবশ্যই জেনারেল জিয়া ভাল মানুষ নন। কিন্তু অনেকের কাছে তিনি ভাল মানুষ ও ভাল নেতা।

ধন্যবাদ।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সৈয়দ ইসলাম বলেছেন: শিরোনাম ও আপনার লেখাগুলো প্রমাণ করে, এই বিষয়ে আপনার যথেষ্ট দখল আছে। আপনিও চেষ্টা করে দেখতে পারেন।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই মুক্তিযুদ্ধ নিয়ে লিখব- তবে তা হবে কোন সত্য ঘটনা অবলম্বনে কবিত, গল্প, ঘটনা, স্মৃতিকথা।

অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

আটলান্টিক বলেছেন: ভাল আইডিয়া

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল বলেছেন।

ধন্যবাদ।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

আবু তালেব শেখ বলেছেন: তিনি বর্তমান সময়ের উপর লিখতে বেশি আগ্রহী। এবং এটাই ভালো।
আমরা মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা অবধি কমবেশি জানি।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: কম বেশি জানলেও একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে জানা অনেক আনন্দের ও রোমাঞ্চকর একটি ব্যাপার।

একজন লেখক ও ব্লগার যেকোন বিষয় নিয়েই লিখতে পারেন।

ধন্যবাদ মতামতের জন্য।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫০

বিলুনী বলেছেন:
চাদগাজীর মত একজন নিরপেক্ষ নামী মুক্তিযুদ্ধা ব্লগারকে মুক্তি যুদ্ধ বিষয়ক লেখা নিয়ে পোষ্ট দিতে বলায় ধন্যবাদ ।
তিনি একটি মন্তব্যের ঘরে নীচের দুলাইনের যে কথাগুলি বললেন সে কটি কথা নিয়েই একটি ব্লগপোষ্ট সরগরম হতে পারে ।

মুক্তিযোদ্ধাদের কয়েকজনসহ সর্বমোট ৩০০ মুক্তিযোদ্ধা ফাঁসীতে ঝুলে, ১১০০ জন যদি চাকুরী হারায় ও জেল খাটে জিয়ার অর্ডারে, তাদের কাছে জেনারেল জিয়া কেমন মানুষ!

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি সুন্দর মতামত দিয়েছেন।

ধন্যবাদ ও শুভকামনা।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

শুজা উদ্দিন বলেছেন: @চাঁদগাজী
তবুও জিয়াকে মুজিব এরশাদের চেয়ে তুলনামুলক ভাল বলা চলে কারণ তার স্বদেশপ্রেম ও ভারতবিমুখীতা অপরদুজনের চেয়ে উত্তম।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: একজন মানুষ সবার কাছে সমান জনপ্রিয় হতে পারেনা।

ধন্যবাদ।

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

রানার ব্লগ বলেছেন: যতো যাই বলেন চাঁদগাজী ভাই এর উচিৎ মুক্তিযুদ্ধ নিয়ে কিছু না কিছু লেখা। এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন। সহমত।

ধন্যবাদ।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

পলাশবাবা বলেছেন: চাঁদগাজী সাহেব যদি মুক্তিযুদ্ধের ইতিহাস লেখেন তা হবে একপেশে ইতিহাস। আমরা একদিক সম্পর্কে কিছুটা জানতে পারব। (সেটাই বা কম কি?)

মুক্তিযুদ্ধে জিয়ার অবদানের সার্টিফিকেট কিন্তু বংগবন্ধু দিয়েছেন। তাই এটা নিয়ে কোন বিতর্কের অবকাশ নেই।

মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সম্মানিত ব্যক্তি। কিন্তু শুধু "মুক্তিযোদ্ধা" হবার কারনে সেনাবাহিনীর মত একটি বাহিনীতে অরাজকতা সৃষ্টি বা সৃষ্টির সুযোগ তৈরী করার মত 'অপরাধ' করে পার পেয়ে যাবার আশা করার সুযোগ কতটুকু লজিক্যাল তা জানাতে ইচ্ছে হয়।

তবে আমি আমি বলছি না জিয়া দেবতা ছিলেন বা ৩০০ বা ১১০০ জনের কেউই নিরপরাধ ছিলেন না। চেইন অব কমান্ড প্রতিষ্ঠার জন্য অনেক কিছুই করতে হয়। আমরা অনেকেই জিয়ার আমল দেখিনি । কিন্তু আমরা সবাই মনে হয় বিডিআর বিদ্রোহ আর এর বিচার দেখেছি। বিচারের রায় কারো কাছে গ্রহনযোগ্য হয়েছে। কারো কাছে হয়নি।

চাঁদগাজী যদি সেই ১১০০ জনের কেউ হয়ে থাকেন তাহলে জিয়ার প্রতি তার বিদ্বেষ খুবই স্বাভাবিক।

এখন প্রশ্ন হল এই বিদ্বেষ নিয়ে তিনি কিভাবে মুক্তিযুদ্ধ নিয়ে নিরপেক্ষ লেখা লিখবেন ?

পরিশেষে বংগবন্ধুর হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েকজন মুক্তিযোদ্ধার তালিকা দিচ্ছিঃ

১। লে. কর্নেল অব. এস এইচ এম বি নূর চৌধুরী বীরবিক্রম।
২। মেজর অব. এম এ আজিজ পাশা কে ফোর্স
৩। মেজর অব. বজলুল হুদা কে ফোর্সে
৪। লে. কর্নেল অব. শরিফুল হক ডালিম, বীরউত্তম
৫। লে. কর্নেল অব. এ এম রাশেদ চৌধুরী বীরপ্রতীক
৬। লে. কর্নেল অব. সুলতান শাহরিয়ার রশিদ খান ৬ নম্বর সেক্টর।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আগে উনি লেখুক তারপর বলা যাবে তা একপেশে না নিরপেক্ষ।

আর উনি নিজ চোখে যা দেখেছেন তাই লিখবেন। এতে যদি কারো আপত্তি বা একপেশে মনে হয় কিছু করার নেই।

ধন্যবাদ তথ্যবহুল মন্তব্য করার জন্য।

২০| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

হাসান রাজু বলেছেন: মানুষ যখন একই বিষয়ে একই পয়েন্ট অব ভিউ থেকে চিন্তা করতে থাকে তখন সে কট্টর হয়ে উঠে । চাঁদগাজী ভাইয়ের এই সমস্যা চরম । তার লেখা ইতিহাস একচখো ইতিহাস হবে । এবং এটা পড়ে অনেক ব্যাপারে নিজের সাথে নিজে বুঝাপড়া করে প্রকৃত ইতিহাস বুঝতে হবে । যা অনেক পাঠককে ভ্রান্ত তথা তার চিন্তা দ্বারা প্রভাবিত হয়ে যাবে ।

যেমন দেখুন উনি উপরে গিয়াস উদ্দিন লিটন ভাইকে লিখেছেন, ১। " ............ ১০ মিনিট বা ১ মিনিট যারা উনাকে দেখেছেন, উনি তাঁদের কাছে আজীবনের বীর। কিন্তু ১০ মিনিটে এই মানুষগুলো উনার কি দেখেছেন, উনার সম্পর্কে কি জেনেছেন?

২। সর্বমোট ৩০০ মুক্তিযোদ্ধা ফাঁসীতে ঝুলে, ১১০০ জন যদি চাকুরী হারায় ও জেল খাটে জিয়ার অর্ডারে, তাদের কাছে জেনারেল জিয়া কেমন মানুষ!

প্রথমত, দুনিয়া জুড়ে আমরা কতশত মহান নেতাকে মহান হিসেবে জানি । আমাদের কয়জনের তাদের সাথে ১০ মিনিটও দেখতে পেয়েছি বা তা হওয়া সম্ভব ছিল। সবইতো ছবি দেখে, গল্প শুনে বা জীবনী পড়ে। যারা তাদের সাথে ছিলেন তাদের সবার অভিজ্ঞতাই মিশ্র । এটা কি সম্ভব জনগনের সবাই অনেক সময় ধরে একজন নেতার সঙ্গী হওয়া ।

এমন মুহূর্ত যদি আসে কোন নেতার জন্য যে- জেল, ফাঁসি অন্যান্য শাস্তি দিতে হয়। তখন সে কি করবে, তা পর্যালোচনার দরকার আছে । জিয়ার সময় ঐ হত্যাযজ্ঞ কি কেউ জানত না ? জনগণের একটা অংশ সেই সিদ্ধান্তের জিয়ার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে । আর এক অংশ মেনে নিতে পারেনি । ইতিহাস এমনই ।

একেবারে তুলসিপাতা আশা করবেন তখনই যখন সে উদাহরন দিতে পারবেন ।

এমন উদাহরন আছে ? দুনিয়ার কোথাও এমন নেতা আছেন, যাকে সব জনগণ কাছে থেকে পেয়েছেন অনেক সময় ধরে (অন্তত ১০ মিনিটের বেশি এবং জনগণের সবাই!!!)।

এই উদাহরণটা ও কি আছে? এমন ক্রান্তি লগ্নে কোন নেতা কঠোর সিদ্ধান্ত নেনেনি এবং কেউ তার সমালোচনা করেন নি । (একটা অংশ অবশ্যই বলবে, এই নেতা দুর্বল চিত্তের মানুষ। )

তবে তিনি যদি নিজের মতামত জাহির না করে ইতিহাসটা লিখেন তবে .................. । মনে হচ্ছেনা তা উনার পক্ষে সম্ভব ।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: দেখা যাক কি হয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

আটলান্টিক বলেছেন: কেমন আছেন মাইদুল ভাই?

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আলহামদুলিল্লাহ্ । ভাল।

২/৩ দিন ব্লগে আসা হয় নাই।

আপনি কেমন আছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.