নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
গত কাল্য অফিস হইতে বাহির হইয়া রাস্তায় আপন মনে চলিয়াছি। হঠাৎ দেখিলাম কিছু মনুষ্য প্রজাতি (অবশ্যই পুরুষ) অদ্ভুতভাবে রাস্তার মাঝখানে দৃষ্টিপাত করিয়া বলিতেছে- বাগিনী কন্যা যাইতেছে।
তাহাদের কথা শুনিয়া আমিও দৃষ্টি দিয়াছি। দেখিলাম একটি অষ্টাদশী তরুণী জিন্স ও বাঘের চামড়ার মত রং ও ডিজাইনের জামা পড়িয়া রাজপথে সাইকেল চালাইয়া দিব্যি সাহসী ভঙ্গিতে চলিয়াছে সামনের পানে।
তার চেহারা-সুরুত কিছুটা বাংলা ছায়াছবির অন্যতম নায়িকা-মৌসুমীর মত হওয়ায় হঠাৎ করিয়া মৌসুমী অভিনীত-'বাঘিনী কন্যা' ছবিটির কথা মনে পড়িয়া গেল। সেই ছবিতে মৌসুমীর অভিনয় ও তার উপর অন্যায়ের প্রতিশোধ নেয়ার দৃশ্যগুলো মনে রাখিবার মত বৈকি।
রাজপথে আজকাল হুন্ডা, সাইকেল, গাড়ি চালনা করিতে রমনীদের দেখা বিরল কোন ঘটনা নহে। সেই তরুণী তেজস্বিনী, প্রতিবাদিনী কিনা জানিনা ? তথাপি শুধু সাইকেল চালনার কারণে জনতা কর্তৃক তাকে বাঘিনী কন্যা অভিহিত করা কতটা যুক্তিযুক্ত ভাবিয়া কূল পাইতেছিনা।
জনতার বুঝি খাইয়া কাজ নাই। কে কি করিল তাই নিয়া হাসিয়া মাতিয়া থাকে।
২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: একদম ঠিক বলেছেন সোহেল ভাই।
ধন্যবাদ।
২| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯
জুলকারনাইন নাঈম বলেছেন: শো - অফ আর কি। মানুষ যেন বাঘিনী কন্যা বলে, এমন উদ্দেশ্যেই বের হ্ওয়া।
২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: সেই মেয়ের মনের কথাতো আর আমরা জানিনা।
শো-অফ হতেও পারে আবার নাও হতে পারে।
ধন্যবাদ নাঈম ভাই।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১০
জনৈক অচম ভুত বলেছেন: জনতার বুঝি খাইয়া কাজ নাই। কে কি করিল তাই নিয়া হাসিয়া মাতিয়া থাকে।
ভাল বলিয়াছেন জনাব।
২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার মন্তব্যওতো বেশ হইয়াছে ভুত সাহেব।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার বর্ণিত ঘটনা প্রমাণ করল যে বাংলাদেশে বেকারত্ব অনেক বেশি।
২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই বেকার ছাড়া যারা আকারে আছেন তারাওতো এধরনের মন্তব্য করে থাকেন। সে ক্ষেত্রে আপনার অভিমত কি ?
৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তারা বোধহয় মানসিক ভাবে বেকার।
২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ যুক্তি।
ধন্যবাদ।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
আমাদের মানুষ অনেক পেছনে, মেয়ে সাইকেল চালাচ্ছে, এটাও তাদের জন্য নতুন ঘটনা
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: হয়তো এভাবে রাজপথে ললনাদের দেখতে তারা অভ্যস্ত নয়।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
রাজীব নুর বলেছেন: এর কারন হচ্ছে ধর্ম।
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধর্ম নয় দৃষ্টিভঙ্গি।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ কৌতূহল ছিল।
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: অন্তত মেয়েদের ব্যাপারে কৌতূহল সীমাহীন।
৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯
আখেনাটেন বলেছেন: মাইলস টু গো বিফোর উই স্লিপ...।
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: বিশ্বের সাথে বাংলাদেশও এগিয়ে যাবে।
দ্রুত গতিতে না হলেও ধীর গতিতে।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের অবস্থা অনেকটা এমন,নেই কাজ তো খৈ ভাজ।