নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

**প্রথম ও শেষ সন্তানকে কেন বাবা-মা বেশি ভালবাসেন ?**

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪


বলা হয়ে থাকে মা-বাব সব সন্তানকে সমান ভালবাসেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। দেশ, সমাজ, পরিবার, পরিবেশ ভেদে দেখা যায় কোন না কোন কারণে মা-বাবারা প্রথম ও শেষ সন্তানকে একটু বেশিই ভালবাসেন।

প্রথম সন্তানের কারনে একজন মেয়ে/নারী প্রথম মা হয় এবং একজন পুরুষ প্রথম বাবা হওয়ার গৌরব ও কৃতিত্ব অর্জন করেন। প্রথম মা ও বাবা ডাক শোনেন সে কারণে প্রথম সন্তানকে সব সময়ই ভালবাসেন মনে রাখেন।

শেষ সন্তান পরিবারের সব থেকে কনিষ্ঠ সদস্য। সেই কারণে সবাই তাকে আদর করে। আর মা-বাবা যেহেতু কোন সন্তান নিতে পারবেননা। তাই শেষ সন্তানের প্রতি থাকে তাদের বিশেষ টান।

১ম ও শেষ সন্তানের প্রতি তাদের এই বিশেষ টান বা দুর্বলতা অন্য সন্তানরা ঠিকই বুঝতে পারেন এবং মনোকষ্ট পান কিন্তু কখনো তা প্রকাশ করেননা আবার ক্ষেত্র বিশেষে প্রকাশ করেন।

এক গবেষনায় দেখা গেছে মধ্যম সন্তানটি সবচেয়ে স্মার্ট হন। এমনও দেখা যায় মৃত প্রথম সন্তানের স্মৃতি বাবা-মা সরা জীবন বয়ে বেরান।

বাবা-মাকে দেখাশোনা করা সব ছেলে সন্তানেরই কর্তব্য কিন্তু আমাদের সমাজে বড় ছেলের উপরই পরে সব দায়-দায়িত্ব। আর এ কারণে নিজের সবকিছু বিসর্জন দিয়ে বড় সন্তান তার দায়িত্ব পালন করেন সর্বাত্মক। মধ্যম ও ছোট সন্তানেরা তাই গা বাঁচিয়ে চলে।

আবার কোন কোন পরিবারে মেঝ ও ছোট সন্তানেরাই হাল ধরেন সংসারের।ব্যতিক্রম কখনই উদাহরন নয়।

কেন মা-বাবা প্রথম ও শেষ সন্তানকে বেশি ভালবাসেন তার কারণ বিশেষভাবে উৎঘাটিত হয়নি।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

মোস্তফা সোহেল বলেছেন: আমি সবার ছোট কিন্তু আমার কখনই মনে হয় আমি একটু বেশি ভালবাসা পেয়েছি।
তবে মা-বাবা সত্যি সব সন্তানকে সমান ভালবাসলেও তার বহিঃপ্রকাশটা হয়তো সে ভাবে করতে পারেননা।
আপনি কয় নাম্বার?

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার বড় ভাই মারা গিয়েছে অনেক আগে।

আমি ও আমার বোন যমজ। সে হিসাবে আমরা বড় সন্তান।

আপনিতো বেশি আদর পাওয়ার কথা ছোট হিসাবে।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

তারেক_মাহমুদ বলেছেন: হুমায়ুব আহম্মেদ বলেছিলেন, পরিবারের প্রথম সন্তান হচ্ছে জীবন্ত খেলনা সে হাসলে গোটা পরিবার হাসে সে কাঁদলে পরিবার কাদে।স্যারের এই কথাটি আমি মনে প্রানে বিশ্বাস করি।

প্রথম বার আমি যখন কন্যা সন্তানের বাবা হলাম মনে হল পৃথিবীর সব সুখ আমার হাতে এসে ধরা দিয়েছে। ২০১৭ সালে আবার ছেলের বাবা হয়েছি, এবারো ভিষন খুশি। তবে সত্যি বলতে কি প্রথমবার বাবা মা হওয়ার যে আনন্দ তার সাথে পৃথিবীর অন্য কোন কিছুর তুলনা হয় না।

তবে প্রতিটি ছেলেমেয়েই বাবা মার কাছে সমান হওয়া উচিৎ। কারো প্রতি পক্ষপাতদুষ্ট হওয়া উচিৎ নয়।

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবকিছুর ১ম মজাই আলাদা।

আর এজন্যই ১ম এর প্রতি বিশেষ টান।

আপনার সুখী পরিবার হোক।

ধন্যবাদ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০

করুণাধারা বলেছেন: আপনার পোস্টে ভাল লাগা, কিন্তু আমি আমার দুই সন্তানকে একই রকম ভালবাসি।

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু।

খুব কম মানুষই পারে আপনার মত একই রকম ভালবাসতে সব সন্তানকে।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২

আবিদা সিদ্দিকী বলেছেন: বড় সন্তান হতে পারাটা বিরাট ভাগ্যের ব্যাপার। অনেকগুলো ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট হওয়া অভিশাপ! আদর দিয়ে কি হয়? আদর আর আরামে বড় হবেন, ততদিনে বাবা-মা বৃদ্ধ, ভাই-বোনরা নিজেদের বাচ্চাকাচ্চা বিয়ে দিতে ব্যস্ত। আর আপনি না পারেন কাপড় ধুতে, না পারেন কিচেন সামলাতে, না পারেন অফিসের নানা কিসিমের মানুষের জেলাসি, কূটনামির সাথে টিকে থাকতে, আবার এইসব না পারার কথা বলতেও পারছেন না। হয় মেনে নিচ্ছেন, নয় মানিয়ে নিচ্ছেন।

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: চরম বাস্তব কাথা বলেছেন।

সবার ক্ষেত্রে যে এরকম হয় তানা। কোন কোন পরিবারে বড় ছেলে অভিশাপ কিংবা আর্শিবাদ আবার একই কথা ছোটটির জন্যও প্রযোজ্য।

আপনি কি সবার ছোট ?

ভাল থাকবেন।

ধন্যবাদ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


মা-বাবার প্রথম বিস্ময়, সন্তান।

মা-বাবা যাকে নিয়ে চিন্তিত, সে শেষ সন্তান

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: মা-বাবা সব সন্তানকে নিয়েই চিন্তা করেন কম আর বেশি।

ধন্যবাদ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫

নিয়াজ সুমন বলেছেন: দুয়ের অধিক সন্তান যেখানে এই সমস্যা দেখা যায় সেখানে।
প্রথম আর শেষের টার প্রিত আর্কষণ বেশি হয়তো তাই মাঝেরগুলো হয়ে যায় সীটমহলবাসী।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: নিয়াজ ভাই দারুণ বলেছেন।
আপনার মন্তব্য পড়ে একটু হেসে নিলাম। হা.হা.হা.

সীটমহলবাসী
দারুন অনুভূতি।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯

জনৈক অচম ভুত বলেছেন: ভালবাসার ওপর তো আর খবরদারি চলে না। তবে এই বৈষম্য প্রকাশ না করাটাই বাঞ্ছনীয়।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত।

ধন্যবাদ।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রথম সন্তান বোকা টাইপের কিন্তু দায়িত্বশীল, ছোট সন্তান একটু দুষ্ট টাইপের হয়। আর এই দুই ধরণের মানুষের প্রতি সবার আলাদা টার্ণ থাকে। বাবা মা তার ব্যতিক্রম নয়।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক বুঝতে পেরেছেন টানের ব্যাপারটা।

ধন্যবাদ।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: প্রথম সন্তান বা শেষ সন্তান বড় কথা না। বাবা মার কাছে সব সন্তানই সমান।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সব সন্তানই সমান। কিন্তু তার পরেও কথা থেকে যায়। বড় বা ছোটর প্রতি টান থাকেই কোন না কোন ভাবে।

ধন্যবাদ।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসার অনেকগুলো ভাব প্রকাশের দিক আছে। হয়তো সে ভাবে কেউ বুঝে না।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল বলেছেন ভাই। ভালবাসার প্রকাশ একেক জনের একেক রকম।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

সৈয়দ ইসলাম বলেছেন: অনেক কথাই বলে দিলেন। ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অল্প কথায় আপনিও সুন্দর মন্তব্য করেছেন।

শুভকামনা।

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪২

জগতারন বলেছেন:
আমার প্রথম এবং একমাত্র ছেলের মুখ তার জন্মের একবছর পরে প্রবাস থেকে যেয়ে দেখেছিলাম।
দেখে যে কি অনুভূতি হয়েছিল তা কোন ভাষায় আমি ব্যাক্ত করতে পারবো না।
শুধু মনে আছে; অবিকল আমারই আকৃতির এক ছোট্ট মানব শিশু, একটু একটু কথা বলতে ও হাটতে শিখছে।
আমাকে দেখে 'আ-বা, আ-বা' বলে শব্দ করছে। আমি যেন তার থেকে চোখ ফিরাতে পারছি না।
মা বলে ওমনভাবে তাকাইয়া থাকিস না।

এখন সে এক মস্ত বড় ও এক জবরদস্ত ২০ বছরের যুবক, আমার চেয়েও চার ইঞ্চি লম্বা। সে ইউ এস আর্মি অফিসার ক্যডেট ও ইউনিভার্সিটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশুনা করছে, ইউ টি টেক্সাস, আরলিংটনে।


আল্লাহর কাছে প্রার্থনা করি; বাংলাদেশের মানুষের আশা আকাংক্ষা যেন তার কর্ম প্রেরনা হয়। পাঠক-পাঠীকাদের কাছে তার মঙ্গল কামনা প্রার্থনা করছি।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ও আপনার সন্তানে কথা জেনে ভাল লাগলো।

আপনার ছেলে যেন দেশের জন্য নিবেদিত প্রাণ হয়।

সত্য, সঠিক ও দ্বীনের পথে থাকে । এই কামানা করি।

দু'জনের জন্যই শুভকামনা।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

জাহিদ অনিক বলেছেন:


আপনি কত নম্বর সন্তান ভাই ?
আমি ছুডো পোলা !! ;)

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।
ভাইদের মধ্যে আমি বড়।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

শামচুল হক বলেছেন: আমি মেঝ কিন্তু বাবা মা বড় ভাই আর ছোট ভাইকে বেশি ভালো বাসলেও আর্থিক নির্ভর আমার উপরই করতো। ধন্যবাদ সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক মেঝ হয়েও আপনি আর্থিক দায়িত্ব পালন করেছেন জেনে ভাল লাগলো।

মেঝরা ভালবাসা কিছুটা কম পায়। আপনি কতটুকু পেয়েছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.