নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের অদ্ভুত যত নাম-০৪

১০ ই মে, ২০১৮ সকাল ১০:০০

বেশির ভাগ মানুষই নিজের নামটিকে সুন্দর মনে করেনা। অপরের নাম ভাললাগে। বেড়ার ওপারের ঘাস চিরকালই বেশি সবুজ।

আজও থাকছে কিছু (নিক) নাম :-

১।
কোড ব্লকার

২।
বিকারগ্রস্থ মস্তিস্ক

৩।
ইডল্যাবিয়ান

৪।
পিকো মাইন্ড

৫।
এটম-২০০০

৬।
অজানা তীর্থ

৭।
ভাবুক খোকা

৮।
ছাসা ডোনার

৯।
সাদা বিড়াল কালো বিড়াল

১০।
স্তলিচনায়া

১১।
ম্যাভরিক০৫

১২।
নরাধম

১৩।
মনমরা

১৪।
খাজা বাবা

১৫।
ভোলা বাবা

১৬।
উদভ্রান্ত বালক

১৭।
অ-কাল কুষ্মান্ড

১৮।
আলুমিয়া

১৯।
কচু+আলু+আদা

২০।
আমার কন্ঠ

২১।
অক্পটে

২২।
সামাইশি

২৩।
ওল্টু

২৪।
মেমননীয়

২৫।
চোরাবালি

২৬।
ক্ষনিকের ছায়াবাজ

২৭।
দিক শূণ্য

২৮।
প্রোলার্ড

২৯।
বিমুর্ত০৮০৬

৩০।
বোহেমিয়ান কথকতা

৩১।
১৯৭১ মুক্তি

৩২।
প্রহর্তা অন্তর

৩৩।
ভিসা ২৪ বিডি ডটকম

৩৪।
মিষ্টিরস

৩৫।
সত্য শিকারী

৩৬।
সত্য যোদ্ধা

৩৭।
মি। সিম্পলম্যান

৩৮।
পাঠকের প্রতিক্রিয়া

৩৯।
ক্স

৪০।
হাতুড়ে গোয়েন্দা

৪১।
সত্যের সন্ধানে অবিচল

৪২।
প্রতিভাবান অলস

৪৩।
ফিরিংস

৪৪।
সেনাপতি৮০

৪৫।
নষ্ট ছেলে

৪৬।
মনে নাই

৪৭।
বাংলার ফেসবুক

৪৮।
চটপটক

৪৯।
আজকের বাকের ভাই

৫০।
অদ্ভুত নিয়ত

৫১।
পাকা চুল

৫২।
বেগুনপরী

৫৩।
উপপাদ্য

৫৪।
কসমিক-ট্রাভেলার

৫৫।
টারজান০০০০৭


উৎসর্গ- টারজান০০০০৭ ভাইকে ।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:০৯

কাওসার চৌধুরী বলেছেন: মাইদুল ভাই, চমৎকার পোস্ট। আমার সবগুলো নামই পছন্দ হয়েছে। এই নামের সব ব্লগারদের জন্য শুভেচ্ছা ও শুভ কামনা।

১০ ই মে, ২০১৮ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ কাওসার ভাই।

আসলেই কত যে বিচিত্র নাম আছে আমাদের এই প্রিয় ব্লগে।

২| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: এই নিক ধারীরা সব পুরাতন ব্লগার মনে হচ্ছে ।।

১০ ই মে, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হ্যা কবি।

বেশির ভাগই পুরাতন। অনেকে অনিয়মিত।

ধন্যবাদ।

৩| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:১৪

অর্থনীতিবিদ বলেছেন: নামগুলো ইউনিক। ব্লগারদের সৃষ্টিশীল চিন্তার বহিঃপ্রকাশ।

১০ ই মে, ২০১৮ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা তো অবশ্যই।

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

৪| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:১৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমার নাম কই? :(

১০ ই মে, ২০১৮ সকাল ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দায়িত্বশীলদের নামতো লিস্টে না থাকাই ভাল। কি বলেন ভাই জান ?

ভাল থাকুন।

৫| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩৬

তারেক ফাহিম বলেছেন: উদ্ভুত নাম।
কয়েকটা নিক ছাড়া বাকিদের এতটা দেখি না।

১০ ই মে, ২০১৮ সকাল ১১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু নাম তো অদ্ভুত থাকবেই।

এদের অনেকেই অনিয়মিত। তাই দেখতে পাননা।

ধন্যবাদ ফাহিম ভাই।

৬| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: "মুচি" বাদ পড়ে গেছে হা হা হা

হয়ত ক্ষ্যাপে জুতা , লাশ সেলাই করতে গেছে =p~ B-))

১০ ই মে, ২০১৮ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না ভাইজান মুচ নাম বাদ পড়েনি।

আগের পর্বে মুচি নামটা অন্তর্ভুক্ত হয়েছে।

ধন্যবাদ।

৭| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখালেখির জগতে ছদ্মনাম বলে একটা কথা প্রচলিত আছে। ইংরেজিতে এটাকে 'পেন' নেম (pseudonym) বলে। কবি-সাহিত্যিকরা নিজেদের প্রকৃত নামের পরিবর্তে যে ছদ্মনামে লেখালেখি করেন সেটাই 'পেন নেম'। ছদ্মনাম ব্যবহার প্রচলিত হয় অষ্টাদশ শতাব্দীতে। সংবাদপত্র, পত্রিকা এবং অন্যান্য সাময়িক পত্রপত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই ছদ্মনামের ব্যবহার চালু হয়। অনেক কবি-লেখক ছদ্মনামে এত বিখ্যাত হয়েছেন যে আসল নামে তাঁদেরকে কেউ চিনেও না।
কিছু বিখ্যাত লেখকদের ছদ্মনামঃ
রবীন্দ্রনাথ ঠাকুর (ভানুসিংহ)
প্যারিচাদ মিত্র (টেকচাদ ঠাকুর)
কাজেম আলী কোরেইশী (কায়কোবাদ)
শওকত ওসমান (শেখ আজিজুর রহমান)
সুনীল গঙ্গোপাধ্যায় (নীল লোহিত)
সমরেশ বসু (কালকূট)
প্রমথ চৌধুরী (বীরবল)
শরতচন্দ্র চট্টোপাধ্যায় (অনিলাদেবী)
কালীপ্রসন্ন সিংহ (হুতুম পেচা)
বলাই মুখোপাধ্যায় (বনফুল)
বিমল ঘোষ (মৌমাছি)
ড মনিরুজ্জামান (হায়াত মাহমুদ)
রাজশেখর বসু (পরশুরাম)
অনন্ত বড়ু (বড়ু চন্ডীদাস)
নীহারঞ্জন গুপ্ত (বানভট্ট)।

১০ ই মে, ২০১৮ সকাল ১১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এসবই জানা আছে। তবু কষ্ট করে বিখ্যাতদের ছদ্মনাম দেওয়ার জন্য ধন্যবাদ নূরু ভাই।

সহমত।

৮| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: আসলেই অদ্ভুত সব নাম।

১০ ই মে, ২০১৮ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ নুর ভাই।

৯| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:১৩

আরািফন বলেছেন: ভাই আমি আমার নাম EDIT করতে পারছি না ... :||

১০ ই মে, ২০১৮ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই আপনি [email protected] এখানে ইমেল করে আপনার সমস্যার কথা জানালে হয়তো সমাধান পাবেন।


ধন্যবাদ।

১০| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:১৫

শামচুল হক বলেছেন: বিদঘুটে নামে দোষ নাই বিদঘুটে মন্তব্য না করলেই হলো।

১০ ই মে, ২০১৮ সকাল ১১:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যি কথা বলেছেন- না্ম যাই হোক সুন্দর মন্তব্যই কাম্য।


ধন্যবাদ।

১১| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:৩০

টারজান০০০০৭ বলেছেন: আমি সেফ হইছি ! তয়, সেফ হইবার পরে লেখা আর বাইর হইতাছে না ! কোষ্ঠকাঠিন্য হইয়াছে !!!! :(

১০ ই মে, ২০১৮ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনি সেফ হয়েছেন জেনে আনন্দিত হলাম।

এবার মনের মত লেখা পোস্ট দিন। আমরা পড়ে মন্তব্য করি।

১২| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো পোষ্ট । তবে দুএকটি বাদে বাকি নাম গুলি ব্লগারদের সৃজনশীলতার পরিচায়ক বলে আমি মনে করি।

এদেরমধ্যে কয়েকজন অসাধারন মন্তব্য করেন। আমার অন্তরের শুভেচ্ছা এহেন ব্লগারদের।

আপনাকেও অনেক শুভেচ্ছা।

১০ ই মে, ২০১৮ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

অনেকেই ভাল লিখেন, ভাল মন্তব্য করেন।

নামে ভিন্নতা না থাকলে কেমন যেন ম্লান দেখায়।

শুভকামনা।

ধন্যবাদ চৌধুরি ভাই।

১৩| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:৪৭

নতুন নকিব বলেছেন:



এই সংকলনটি কন্টিনিউ করে যাওয়ায় অভিনন্দন। ব্লগারদের বিচিত্র সব নাম এক নজরে দেখার সুযোগ হল।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ ভাই।

ভাই যদি ব্লগে থাকেন তবে দ্রুত আপনার পোস্টে করা মন্তব্য ও ছবি মুছে দেন।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিয়েছি। তারা দ্রুত ব্যবস্থা নিলেই বাঁচি।

১৪| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: সব ব্লগারদের জন্য ভালবাসা।

১০ ই মে, ২০১৮ দুপুর ১:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:


ধন্যবাদ ভাই।

ভাল থাকুন।

১৫| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাইদুল ভাই!!!!"!!!:)

কত্তোদিন পর......


আসেন আগে কোলাকুলি করি:)


*** টারজান০০০০৭, ভাই নাকি সেফ হয়েছে????

১০ ই মে, ২০১৮ দুপুর ১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কেমন আছেন ভাই।

আপনাকে দেখে ভাল লাগছে।

হ্যা জানলাম টারজান00007 ভাই সেফ হয়েছেন।

১৬| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ নরাধম ভাইকে বেশ কিছুদিন দেখছি না।

@ খাঁজা বাবা, তার সাথে আমার খুব ভাব। তাকে সেফ করা হোক.....


এখানে আমার একটা নিক আছে। বলেন তো কোনটি.... ?


নতুন আকর্ষনঃ http://www.somewhereinblog.net/blog/jiraf

১০ ই মে, ২০১৮ দুপুর ১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

নরাধম ভাই মনে হয় ব্যস্ত।

খাঁজা বাবাও সেফ হবেন।

নতুন নিকটি দেখেছি। মন্তব্য করলাম।

ধন্যবাদ।

১৭| ১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখাতে বেশী ইন্টার চেপেছেন:(

আজও থাকছে কিছু (নিক) নাম :-
১।কোড ব্লকার
২।বিকারগ্রস্থ মস্তিস্ক
৩।ইডল্যাবিয়ান
৪।পিকো মাইন্ড
৫।এটম-২০০০
৬।অজানা তীর্থ

৭।ভাবুক খোকা
৮।ছাসা ডোনার
৯।সাদা বিড়াল কালো বিড়াল
১০।স্তলিচনায়া
১১।ম্যাভরিক০৫
১২।নরাধম
.......

১০ ই মে, ২০১৮ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ ভবিষ্যতে যোগ করা যাবে।

ভাল থাকুন।

১৮| ১০ ই মে, ২০১৮ দুপুর ১:১২

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! নামগুলো পড়ে খুব ই মজা পেলাম। :D
আমি আমার নিজের আসল নাম এবং ছব্দনাম দুটোতেই খুশী। :P

১০ ই মে, ২০১৮ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আনার আসল নামতো আর জানিনা। তবে ছদ্মনামটাও সুন্দর।

ধন্যবাদ।

১৯| ১০ ই মে, ২০১৮ বিকাল ৩:০৭

মোস্তফা সোহেল বলেছেন: কত নামে লেখেরে!!!

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কত নাম দেখা যায়রে!!!

যেমন মন্তব্য তেমন উত্তর। কি বলেন সোহেল ভাই?

২০| ১০ ই মে, ২০১৮ বিকাল ৩:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ না।

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ।

আপনার মালয়েশিয়ান বিড়ালের খাবার নামক পোস্টে মন্তব্যের উত্তর দেননি !

২১| ১০ ই মে, ২০১৮ রাত ১১:৪১

ফ্রিটক বলেছেন: নামগুলি আজব,আমার নামটিও আজব

১৩ ই মে, ২০১৮ দুপুর ২:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার নামটি মনে হয় আগের কোন পর্বে দিয়েছি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.