নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ- নতুন নকিব ভাইয়ের পোস্ট থেকে দ্রুত আবর্জনা অপসারণ করুণ

১০ ই মে, ২০১৮ দুপুর ২:১৯



ছি: ছি: কি লজ্জা। মাত্রই নামাজ শেষ করে খেতে বসে ব্লগে চোখ রাখছিলাম।

সম্প্রতি মন্তব্যে নকিবের মা-বোন-বিবি............নামের নিক থেকে নতুন নকিব ভাইয়ের পোস্টে মন্তব্য করা হয়েছে দেখে যেইনা ক্লিক করলাম অমনি ভেসে উঠল আদিম যুগের আদিমতম লীলাখেলা।

লজ্জায়, আতঙ্কে খাওয়া শেষ না করেই এই পোস্ট দিলাম। দয়াকরে মডুরা দ্রুত এসব অপসারণ করুন। নতুবা অনেকের মান-সম্মান বানের জলে ভেসে যাবে। ভাগ্যিস ভাল ছিল দরজা বন্দ করে খাচ্ছিলাম ও ব্লগ দেখছিলাম। কেউ দেখলে কেলেঙ্কারীর শেষ ছিলনা।

উক্ত নকিবের মা-বোন-বিবি.... নিকের দ্রুত ব্যান চাই ও মন্তব্য মুছে দেওয়া দেখতে চাই।

কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিন।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:২৮

তারেক_মাহমুদ বলেছেন: শুধু নকীব ভাই নয়, পদাতিক চৌধুরীর ভদ্র মানুষ কাল বিব্রতকর অবস্থায় পড়েছেন।

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

এসবের অবসান হওয়া উচিৎ।

২| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই জাদিদ ভাইকে আমি কালকেই সতর্ক করেছি!!! মডুরা এসব বন্ধ করছেনা কেন ভাবার বিষয়??


মডুরা আমার সাথে যোগাযোগ করেন।।।:P

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনি দ্রুত এর সমাধান দিতে পারবেন।

৩| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৩৩

আবু আফিয়া বলেছেন: এমনটি হতে থাকলে ব্লগে প্রবেশের আগে ভাবতে হবে

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

এমন চলতে থাকলেতো অবশ্যই ভাবতে হবে আপু।

৪| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মডুরা এসব আগাছা দুর করতে না পারলে ব্লগিং বাদ দিতে হবে।। :( অনেকে সামু ছেড়ে চলে যাবে।


মেজাজ গরমX( আমি এখন ফুড়ুৎX(

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

নজড়দারী আরও বাড়াতে হবে।

নতুবা বিপদ।

৫| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৩৫

আবু আফিয়া বলেছেন: নিজাম ভাই ঠিক বলেছেন,

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সহমত।

ধন্যবাদ।

৬| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: ফেসবুক এর মত ব্লগ এ ও বিব্রতকর অবস্থা :( খুবই দুঃখজনক।
পোস্ট টি করে সতর্ক করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ঠিক বলেছেন আপু।

ব্লগে এসব চলতে দেওয়া যাবেনা।

মতামতে ধন্যবাদ।

৭| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: মাইদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

আমাদের সামুকে বাঁচান। দয়া করে আবর্জনা পরিস্কার করুন। আমরা যারা ব্লগিং করি, তারা সবাই শিক্ষিত এবং রুচিশীল মানুষ।

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সচেতন হওয়া ও সচেতন থাকা আমাদের কর্তব্য।

সামুরও দৃষ্টি সজাগ রাখতে হবে।

এসব বেশিক্ষণ থাকবেনা।

আমাদের সামু টিকে থাকবে স্বমহিমায়।

ধন্যবাদ।

৮| ১০ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই,গতকাল আমার একটি পোষ্টে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছিল। আমি বেশ কিছু সময় সাম কতৃপক্ষের উপর বিষয়টি ছেড়ে রেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখাই অবশেষে কমেন্টটি ডিলিট করি। সত্যিই এসব আগাছার উপদ্রব বন্ধ না হলে ব্লগের মান নিচে নামতে বাধ্য হবে।

অনেক অনেক শুভ কামনা প্রিয় মাইদুল ভাইকে।

১০ ই মে, ২০১৮ বিকাল ৪:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনার সাথেও এমন ঘটনা ঘটেছে জেনে খারাপ লাগছে।

ব্লগের পরিবেশ যাতে ঠিক থাকে কর্তৃপক্ষকে দৃষ্টি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদ। ভাল থাকুন ভাই।

৯| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:০২

দিলের্‌ আড্ডা বলেছেন: কেনো ব্লগেও এমন বিব্রতকর অবস্থায় পড়তে হবে?
অবশ্যই এই ধরনের নিকধারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া উচিত।

১০ ই মে, ২০১৮ বিকাল ৪:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

অনেকদিন পর আপনাকে দেখছি। কেমন আছেন ?

অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ।

ধন্যবাদ।

১০| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:২৫

দিলের্‌ আড্ডা বলেছেন: এইতো ভাই আছি ....।আপনি কেমন আছেন?

অনেকে ব্লগ ছেড়ে চলে গেছে এ ধরনের ফালতু নিকগুলোর জন্য।

১০ ই মে, ২০১৮ বিকাল ৪:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আমাদের যেন চলে যেতে না হয় কর্তৃপক্ষকে সেই দাবী জানাই।

ভাল আছি আল্লাহর রহমতে।

শুভকামনা।

১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনার সমস্ত পোস্ট ডিলেট করেছেন কেন ?

আপনার লেখা পড়তে গিয়ে দেখি কিছু নেই !

১১| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৪১

নতুন নকিব বলেছেন:



এই পোস্ট ব্লগের প্রতি, সামুর প্রতি আপনার অসাধারন মমত্ব, দায়িত্বসচেতনতা এবং আন্তরিকতার বহি:প্রকাশ। যথাসময়ে পোস্ট দিয়ে সকলের দৃষ্টি আকর্ষন করায় সবার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি।

ঘটনা হচ্ছে, কাদিয়ানীদের মুখোশ উম্মোচন করে পোস্ট দেয়ার পর থেকেই এসবের উপদ্রব বৃদ্ধি পায়। এটি এক রহস্য বটে! কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, কাদিয়ানীরা যে কাফের এই ফতোয়া নতুন নকিবের নয়। বিশ্ব বরেন্য মুসলিম স্কলারদের সম্মিলিত রায় এবং ফতোয়া নতুন নকিব শুধু তুলে ধরেছে। নষ্টদের নষ্টামো তুলে ধরার এই কাজ ইনশা-আল্লাহ অব্যহত থাকবেই। তাতে বাধা যতই আসুক।

আমাকে হুমকি দেয়া হয়েছে- নতুন নকিবের ব্লগের অস্তিত্ব যত দিন থাকবে ততদিন এগুলো (নোংড়ামি) বন্ধ করা হবে না বলে।

আমরা তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি না। শুধু ভরসা রাখছি মহান আল্লাহর পাকের প্রতি। আর সামুর সম্মানিত কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করে ব্লগটিকে পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হবেন বলেও আশাবাদি।

সকলের কল্যান কামনা করছি।

১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনাকেও মোবারকবাদ।

সময় মত এসব আবর্জনা পরিষ্কার করে ফেলেছেন।

আমরা আল্লাহ উপর ই ভরাশা রাখবো। আপনার মনোবল অটুট দেখে ভাল লাগছে।

কর্তৃপক্ষ সজাগ থাকলে তেমন সমস্যা হবেনা।


ভাল থাকুন। এগিয়ে যান সত্যের পথে অবিচল।

১২| ১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৪২

দিলের্‌ আড্ডা বলেছেন: লেখালেখি আবার শূরু করবো ভাবতেছি।

১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

তাই করুন।

ধন্যবাদ।

১৩| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি আপনার এবং রাজীব ভাইয়ের সাথে বিশেষ ভাবে একমত

১৩ ই মে, ২০১৮ সকাল ১১:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমতের জন্য ধন্যবাদ।

১৪| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৭

ভুয়া মফিজ বলেছেন: কিছুদিন পরপরই এসব আবর্জনা আসে। পরিস্কারের জন্য বাইরের কোন এজেন্সিকে দায়িত্ব দেয়া হোক।
গতকাল দেখলাম কাভা ভাই অনলাইনে আছে, আর সেই নিকটাও আছে। সম্ভবতঃ উনার নজরে পরে নাই।

১৩ ই মে, ২০১৮ দুপুর ১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবর্জনা নিজেকে বা মডুদের কেই সাফ করতে হবে।

৩য় পক্ষ জানলেতো আরও লজ্জা।

যথাসময়ে পদক্ষেপ নেয়াই কাম্য।

১৫| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নাঈমুর রহমান আকাশ বলেছেন: আমার ব্লগেও এমন জঘণ্য ভাষায় কমেন্ট করা হয়েছে এরআগে। সামু কর্তৃপক্ষ বরাবরই উদাসীন, এই ওয়েবসাইটটিও ততটা উন্নত নয়। শেষমেষ আমার নিজের সরাতে হয়েছে আবর্জনাগুলো।
আর নতুন নকিব সাহেব যে মিথ্যাবাদী নির্লজ্জ মানুষ সেটা আমাদের দিকে আঙ্গুল তুলে প্রমাণ করলেন। আমরা নিজেদের বাচ্চাদের ভদ্রতা ও বিনয়ের শিক্ষা দেই। কোনও আহমদী বাচ্চার এমন আচরণ করা সম্ভব নয়। আর আপনি কপিপেস্ট পোস্ট দিয়ে নিজেকে কি মনে করেন আমি জানিনা, আপনার চেয়ে বহু বেশী বিতর্ক সম্বলিত পোস্ট ফরিদ সাহেব দিয়েছেন এবং তার সাথে সময় থাকলে আমার বিতর্কও হয়। আর আপনি তো চুরি করে ধরা খেয়ে আমাকেই ব্লক করেছেন। আপনার ”কাদিয়ানীদের গোপন রহস্য ফাঁস” বলার স্টাইলটা হাস্যকর। আপনার মতোই সস্তা বাজারী একটা ইংরেজী ওয়েবসাইট থেকে কপিপেস্ট করে উল্টাপাল্টা কিসব লিখেছেন। জীবনে আহমদীদের মসজিদের ভেতরে কি আছে দেখেছেন কি?
আপনার মতের সাথে যায়না এমন মানুষের সাথে আপনার আচরণ কতটা মধুর এটা সম্ভবত ব্লগের অনেকেই জানে। কার সাথে কি করেছেন আল্লাহ মালুম। আপনার আগেও আমি সহ অনেকে এমন জঘণ্য আচরণের স্বীকার হয়েছে। আমি নিজেই ভেবেছিলাম ব্লগ ছেড়ে চলে যাব এমন কাজ দেখে। আর আপনি আমাদের ঘাড়ে দোষ ফেলছেন! এগুলো অসুস্থ মস্তিষ্কের মানুষের কাজ, অবশ্য আপনি নিজে যে আপনার ব্লগকে আলোচিত করতে এসব করছেন না তা আমরা প্রমাণ পাইনি।

সামুকে আরও উন্নত করা হোক, যাতে করে এসব অপ্রীতিকর অবস্থার দ্রুত ব্যবস্থা নেয়া যায়। এটা ব্লগের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবার কাম্য।

১৩ ই মে, ২০১৮ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মতের মিল না হলে কাউকে অশ্লীলভাবে অপদস্থ করা কোন ভদ্রতা হতে পারেনা।

অবশ্যই সামুকে আরও আপডেট হতে হবে।

১৬| ১১ ই মে, ২০১৮ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
সচেতন হওয়া ও সচেতন থাকা আমাদের কর্তব্য।

সামুরও দৃষ্টি সজাগ রাখতে হবে।

এসব বেশিক্ষণ থাকবেনা।

আমাদের সামু টিকে থাকবে স্বমহিমায়।

ধন্যবাদ।

সহমত।

১৩ ই মে, ২০১৮ দুপুর ১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমতে কৃতজ্ঞতা।

১৭| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলো। দ্রুত ব‍্যবস্থা নেয়ার জন্য।

১৩ ই মে, ২০১৮ দুপুর ১:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নকিব ভাই সব পরিস্কার করে ফেলেছেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুঃখিত আপনার এ মন্তব্যটি চোখ এড়িয়ে গেছে।

ধন্যবাদ।

১৮| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বিষয়টি আমাদের নজরে আসা মাত্রই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, যারা এই কাজ করছেন, তারা মুলত সাপ্তাহিক ছুটির দিনগুলোকে মাথায় রেখে এই ধরনের নোংরা ও ঘৃণিত কাজ করে থাকেন। সামহোয়্যারইন ব্লগ আকর্ষনীয় হবার মুল কারন হচ্ছে, এটা একটি পোস্ট মডারেশন ব্লগ সাইট অর্থাৎ কেউ ব্লগ পোস্ট করার পর যদি নীতিমালা অনুসারে আপত্তিজনক কিছু থাকে তাহলে আমরা সেই পোস্ট এবং লেখকের ব্যাপারে ব্যবস্থা গ্রহন করি।

সামহোয়্যারইন ব্লগ কখনই ব্লগ প্রকাশের ক্ষেত্রে কোন নির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দেয় না। পাশাপাশি, গুরুত্বপূর্ন যে কোন বিষয়ের উপর লিখিত পোস্টকেই আমরা প্রাধান্য দিয়ে থাকি। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, মুক্তমত প্রকাশের নামে কতিপয় ব্লগার ধর্মীয় কিছু বিষয় নিয়ে প্রয়োজনের বেশি আলোচনা সমালোচনার নামে ব্যক্তি আক্রমন এবং ব্লগের পরিবেশ বিনষ্ট করছেন। আমরা অত্যন্ত সর্তকতার সাথে এই সকল ব্লগারদের পর্যবেক্ষন করছি এবং ব্লগের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনে এই সকল ব্লগারদের স্বাভাবিক ব্লগিং সুবিধা বজায় রাখার বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনায় আনবে।

১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগের পরিবেশ রক্ষার্থে কর্তৃপক্ষ ভাল পদেক্ষেপ নিচ্ছে এতো আশার কথা।

ধন্যবাদ কাভা ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.