নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
এই শীতে সেই গীতে কাকে মনে পড়ে তোমার
চির দিনই কিছু স্মৃতি থাকুক অম্লান এই আমার।
মায়ের কথা পড়লে মনে হয়ে যাই কেমন আনমনে
মোদের মুখের দিকে চেয়ে শত দুঃখ সয়েছে এ জীবনে
বাবার শাসন দিয়েছে ভয়, করেছে গোপনে কত আপন
কখনো সোহাগে ভাঙ্গাত রাগ দূর হতো ভয়ের কাপন
কোথায় হারিয়ে গেল তারা চিরতরে কোন দূর অজানায়
খবর নিতে যাইনা এখন আমি সেই কবরের ঠিকানায়।
ছিল ভাই-বোনের আদর মাখা স্বপ্নময় রঙিন দিন
শোধিতে পেরেছি কি হায়! অবেলায তাদের ঋণ
জীবনের পরতে পরতে জড়িয়ে ছিল যে প্রিয়তমা
সেও মরনঘুমে বুঝিয়ে দিয়েছে জীবনের নেই দাড়ি-কমা।
সন্তানেরা বড় হয়েছে আবার হয়েছে তাদের ঘর
এই বিশ্ব সংসারে এখন আমি একা হয়েছে সবাই পর
তবুও তারা জনম ভর থাকুক সুখে, থাকুক দুধে-ভাতে
শূণ্যতা, একাকীত্ব আর স্মৃতি নিয়ে বেঁচে থাকা দিন-রাতে।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুপ্রভাত।
বিজনদা ভাল আছি।
আপনি কেমন আছেন ?
জীবন মানেই অন্যরকম অনুভূতি। সহমত। ধন্যবাদ।
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
নজসু বলেছেন:
সবশেষে থাকে শুধু, শুন্যতা একাকীত্ব আর স্মৃতি।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নজসু ভাই কেমন আছেন ?
শেষ জীবনটা বেশির ভাগ মানুষের মনে হয় এমনই হয়-শুন্যতা একাকীত্ব আর স্মৃতি নিয়ে পড়ে থাকে।
ধন্যবাদ।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
ধ্রুবক আলো বলেছেন: নস্টালজিক কবিতা
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই তাই।
ধন্যবাদ।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
ধ্রুবক আলো বলেছেন: নস্টালজিক কবিতা
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনক দিন পরে আমার ঘরে
ব্যস্ততা কি না ছাড়ে আপনারে।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
মীর সাজ্জাদ বলেছেন: বেশ ভালো।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগায় ভালবাসা মীর ভাই।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪১
তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল মাইদুল ভাই
মায়ের তুলনা শুধুই মা, সত্যি কবিতাটা পড়তে গিয়ে বুকের মাঝখানে কেমন খা খা করে উঠলো।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই দুনিয়ায় মা এর তুলনা শুধুই মা।
আপনার মন্তব্যটিও আমাকেও ছুঁয়ে গেল তারেক ভাই।
ভাল থাকুন।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মাইদুল ভাই, অনেক ভালো লাগলো। আসলে আজকাল এমন কবিতা দেখাই যায় না। নিজের অতীত স্মৃতি নিয়ে এমন সুন্দর কবিতা আসলেই মুগ্ধক। অনেক অনেক ভাল লাগা ভাই।
তারপর দিনকাল কেমন যাচ্ছে জানাইয়েন!
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই সবারই এমন স্মৃতি রয়েছে।
ভাললাগায় ভালবাসা।
গত সপ্তাহেই বাড়ি থেকে ফিরলাম । আবার এ সপ্তাহে ট্রেনিং ছিল ঢাকায়। গতকাল রাতে ফিরলাম।
জার্নির উপর আছি ভাই।
আপনার কেমন কাটছে ?
৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ইটপাটকেলের শহরে ভালই কাটতেছে ভায়া। তা গ্রামের দৃশ্য নিয়ে একটা ছবি ব্লগ দিয়ে দেন!
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবি ব্লগতো অবশ্যই দেব। কিছু পরিচিত ও অপরিচিত অবহেলিত ফুলের ছবি তুলেছি এবার।
ধন্যবাদ।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
নীল আকাশ বলেছেন: ক্লাসিক ফিনিস! আমাদের সময়ে পারিবারিক জীবনটা অনেক মধুর ছিল, সবাই মিলে অনেক, অনেক মজা করতাম। মৃত্যুর আগ পর্যন্ত সেই দিন গুলি আমরা মিস করে যাব......
আমি নিশ্চিত এই ডিজুস প্রজন্মরা স্মৃতিই নিয়ে এত চমৎকার লেখা কোনদিনও লিখে যেতে পারবে না........।
নাবিলা কে নিয়ে লেখা শুরু করে দিয়েছি, প্রথম পর্বের কাজ চলছে.........
শুভ কামনা রইল।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই
সময় যত যাবে সবই পরিবর্তন হবে। স্মৃতি তো সবারই আছে, থাকবে।
ডিজুস প্রজন্মের সৃজনশীল কেউ কেউ হয়তো ভাল লিখতেও পারে।
নাবিলার জন্য শুভকামনা। তাহলে আরেকটা দারুন গল্প পাচ্ছি আমরা।
আমিও একটা গল্পে হাত দেব ব্লগে নিয়ে খুবই সাম্প্রতিক ঘটনার গল্প।
ধন্যবাদ।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহজ সরল মন্তব্যে ধন্যবাদ ভাইজান।
১১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: পরিবার ছাড়া যাবে কোথায় সে!
ভালো লাগলো অনেক....
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ সকাল ফারিয়া আপু
আপনার আগমনে শুভেচ্ছা।
সুন্দর বলেছেন। ধন্যবাদ।
১২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৭
আরোগ্য বলেছেন: ভালো লাগলো মাইদুল ভাই। কবর কবিতা মনে পড়লো।
পরিবার এক অমূল্য সম্পদ।
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ সকাল ভাই।
বাহ বাহ কবর কবিতার সাথে তুলনা, এ যে আমার অনেক বড় পাওয়া।
অনেক অনেক ধন্যবাদ।
১৩| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
হাবিব বলেছেন: ভাই কি ভুলে গেছেন?
২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি বলেন হাবিব ভাই ভুলে যাব কেন ?
আগমনে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: শুভসকাল। কেমন আছেন?
সকালেই একটি জীবনভাবনার কবিতা দিলেন সেজন্য ধন্যবাদ।
একটি পরিপূর্ণ জীবনের জন্য জীবনের গভীর সংস্পর্শে আসার প্রতিটি জীবনের অনেক ভূমিকা থাকে।
ভাল লেগেছে।
শুভকামনা।