নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগীয় চিঠি (রম্য-রঙ্গ-১২)

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯



প্রিয় নীল আকাশ,

শুভ্র বিকেলআমি ব্লগার হইছি তাই জন্মভূমির রঙ্গমেলাসহ বাংলার মেলায় স্বাগতম। রেজা ঘটক বলেছে-পদ্মপুকুরে জল ও ফেনা নেই এটা নতুন তথ্য নয়।

জুন মাসে সাদা মনের মানুষ আরোগ্য লাভ করেন বলে জানিয়েছেন ডা: এম এ আলী। মনিরা সুলতানার কেয়া পাতার নৌকায় আরোহী আশা নিয়ে উঠে পড়ুন। শিখা রহমানের অব্যক্ত কাব্য অজানা পৃথিবী হয়েই রইল।

পরবাসে অকপটে ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ এর কথা বলবেন না সমালোচক মন্তব্যকারীর মত। এতে করে আপনি ধুতরা ফুল হলে আমি ভ্রমরের ডানা, আপনি কর্পোরেট শয়তান হলে আমি ৎৎৎ হতেই পারি। মোরতাজা মি. সিম্পলম্যান হলে ক্ষতি কি ? বিদ্রোহী ভৃগু ডার্ক ম্যান নয় সুখী মানুষ

সেলিম আনোয়ারের প্রথম কথা কাব্য। নীচু তলার উকিল বলেছেন- চানচুড় আর বক মাংস মাখিয়ে মুড়ি খাবেন না কি সামু পাগলা০০৭ এর আড্ডা ঘরে গিয়ে তারেক ফাহিম, তারেক মাহমুদ, ফাহিম সাদি, আরফআহনাফ, মোস্তফা সোহেল, পুলক ঢালী ও আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইদের সাথে আড্ডা মেরে মাহমুদুর রহমান সুজন ভাইয়ের পরিবেশিত দেশী খাবার খাবেন ?

যুক্তি না দিলে যু্ক্তি দাও এর কথা শুনে সাত সাগারের মাঝি থাকতে অভিশপ্ত জাহজীকে কেন ডাকছেন। অপু দ্যা গ্রেট নয় অপু তানভীরের গল্প হিট কিন্তু মন্তব্যে খরা চলছে। নাঈম জাহাঙ্গীর নয়নের কন্ঠে নীলপরির লেখা গান দারুণ শোনায়। রাকু হাসানের বানান নিয়ে পোস্ট প্রিয়তে রাখেছেন নিশ্চয়। এদিকে পদাতিক চৌধুরির ধারাবাহিকটি জমেছে খুব।

কাল্পনিক ভালবাসায় দুঃখহীন পৃথিবী আছে। সেথায় দিশে হারা রাজপুত্র খুঁজে ফিরে কঙ্কাবতী রাজকন্যা আর বানেছা পরীকে। গেছো দাদাউদাসী স্বপ্ন শেষ হবেনা তাই ভাবছি খাজা বাবার দরবাড়ে যেতে হবে যদিও পলাশ বাবা রাগ করবেন।

অন্তরঙ্গ কথা বলার সময় এটা না। এক বছর অন্তরন্তর এখন কেউ আর চিঠি দেয় না। সেই দুঃখে জাতির বোঝা যাযাবর জোনাকীর পথ ধরেছে। যাযাবর রাজা রিটার্নস এসেছে সাথে ব্লগ সার্চ ম্যান সম্রাট ইট বেস্টকে নিয়ে তাই খুশি সচেতন হ্যাপী

সোহানীর বাথরুম বিড়ম্বনা ভাললাগলেও চাঁদগাজীর ম্যাও প্যাও ও রাজিব নুরের টুকরো টুকরো সাদা মিথ্যো মনে ধরেনি আপনার। কাজী ফাতেমা ছবি কবি হলে অশান্ত তারেককে থামানো মুশকিল। নিন্দার নরকে সাইন বোর্ড ঝুলিয়ে কবিতার রসায়নে স্নিগ্ধ মুগ্ধতা প্রকাশ করায় পাঠকের প্রতিক্রিয়া বেশ দেখা দিয়েছে।
রাফা বলেছেন-আপনি দেশ প্রেমিক বাঙালী। তাই চোরাবালিতে পা দেবেন না। কখনো স্বপ্নের সঙ্খচীল বা সোনাবীজ অথবা ধুলাবালু ছাই হতে ইচ্ছে করে। বাক প্রবাস বলেছেন-ভুয়া মফিজের কথা ভুয়া নয় আর ঠ্যাঠা মফিজতো ইতিহাস।

সামুরার পোস্টে মন্তব্য নেই রাবেয়া রাহিম, সুচরিতা সেনমৌমুমুরওমেরার সাথে তর্ক শেষ হয়েছে অর্কের। এদিকে আরকিওপটেরিক্স এর সামু বিশ্ববিদ্যালয়ে মিশরীয় সম্রাট আখেনাটেনের আগমনে হৈচৈ পড়ে গেছে। সেথায় সনেট কবির ছাত্র হাবিব স্যারনজসুনতুন নকিব এস এম ইসমাইল এর ধর্মীয় পোস্ট দারুণ সাড়া জাগায়। অবসরে আছেন খায়রুল আহসান

চেতন আর কেতন দুই ভাই নয়। করুণাধারায় আটলান্টিকের মত হোক জীবন। ব্লগটা হোক চঞ্চল হরিনীফাহমিদা বারী মিথি মারজানের সাক্ষাৎ না পেয়ে হাসান মাহবুবের দারস্ত হয়েছেন। মাহবুবুল আজাদের বই না কিনে অগ্নি সারথীর ভক্ত হয়েছেন সামিয়ার হ্যালোশিনেসন পড়ে নিশ্চয় এটা নীল সাধুর কারসাজি।

বন্ধু তুহিন স্বার্থপর হলেও স্রাঞ্জি সেবিজন রয় দারুন সংকলন পোস্ট দিচ্ছেন। কিন্তু আহমেদ জী এস সুমন করের কবিতা পাইনা অনেক দিন। ইদানিং সাহসী সন্তান টারজান০০০০৭ কে নিয়ে মলাসইলমুইনার খোঁজে বেরিয়েছে। সাজ্জাদ আছে বলেই মালয়েশিয়ার খবর পাই।

আপনি জানেন না জাহিদ অনিকের প্রথম বন্ধনীতে শায়মার কারুশিল্প আটকে গেছে আর এটা নিয়ে রম্য লিখছে গিয়াস উদ্দিন লিটনসত্যপথিক শাইয়্যান সত্যের ছায়ার অন্বেষণে আছে। কিরমানী লিটনস্বপ্নবাজ সৌরভ বলেছে-মাহবুবুর রহমান টুনুর আবৃত্তি শোনে কেউ তাকে শিকদার বাড়ির পোলাগ্রামের ছোট ব্লগার ভাবা ঠিক হবেনা।

সিগন্যাস ও উদাস মাঝি কি দিকশূণ্যপুরের যাত্রী হলেন না কি ? পবিত্র সোহেন কি রানার ব্লগ পড়ে না। ফয়সাল রকি বলেছে- ফিচারে নূর মোঃ নূরুকাউছার চৌধুরী সেরানুরুন নাহার লিলিয়ান আপু ফেসবুকে ব্যস্ত। অহরিতের গল্পের সাথে ইমন জুবায়েরের গল্পও পড়ে দেখবেন।

কথার ফুলঝুরি ফুটাতে পারবনা আমি ব্লগ মাস্টার নই। আনমোনা হয়ে ইতিহাসের পাঁতিহাস ভেবে চিঠিখানা রুরুভাবে ফেলে দিবেন না।

মুমু পাখিকে দেখে উড়ে গেল বেয়াদব কাকনাবিক সিনবাদের খোঁজ না করে উত্তর দিন।

ইতি
মোঃ মাইদুল সরকার।

ছবি ইমেজ-নিজের করা।
বোল্ড করা লাইনগুলো ব্লগারদের নিক নেম ব্যবহার করে চিঠি সাজানো হয়েছে। যাদের নাম এলো না তাদের জন্য দুঃখিত।

মন্তব্য ১২১ টি রেটিং +২৯/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: valo :D :D

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
৫নং মন্তব্যে পুরো চিঠি দেওয়া হয়েছে পুরোটা পরার জন্য অনুরোধ রইল।

ধন্যবাদ।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপ্নের চিঠি কিন্তুক পড়ি নাই!!!

:P

আহা, কি কষ্টইটাই না করেছেন! খালি বিদ্রোহীরে ভুইলা গেছেন।
তাইতো চিঠি অপঠিত :)

+++

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ভাই বাদ জায় নাই। চিঠিতে আপনিসহ অনেই আছেন কিন্তু আপনাদের অংশটুকু কেন দেখাচ্চেনা বুঝতে পারছিনা। প্রথম অংশ ক্লিক করার পর আজকের যতটুকু টাইপ করেছি তা দেখাচ্ছে কন্তু আগের ড্রাপটা দেখাচ্ছেনা।

ঘটনা কি ?

শুভ্র বিকেলআমি ব্লগার হইছি তাই জন্মভূমির রঙ্গমেলাসহ বাংলার মেলায় স্বাগতম। রেজা ঘটক বলেছে-পদ্মপুকুরে জল ও ফেনা নেই এটা নতুন তথ্য নয়।

জুন মাসে সাদা মনের মানুষ আরোগ্য লাভ করেন। মনিরা সুলতানার কেয়া পাতার নৌকায় আরোহী আশা নিয়ে উঠে পড়ুন। শিখা রহমানের অব্যক্ত কাব্য অজানা পৃথিবী হয়েই রইল।

পরবাসে অকপটে ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ এর কথা বলবেন না। এতে করে আপনি ধুতরা ফুল হলে আমি ভ্রমরের ডানা, আপনি কর্পোরেট শয়তান হলে আমি ৎৎৎ হতেই পারি। মোরতাজা মি. সিম্পলম্যান হলে ক্ষতি কি ? বিদ্রোহী ভৃগু ডার্ক ম্যান নয় সুখী মানুষ

সেলিম আনোয়ারের প্রথম কথা কাব্য। নীচু তলার উকিল বলেছেন-

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সেলিম আনোয়ারের প্রথম কথা কাব্য। নীচু তলার উকিল বলেছেন- চানচুড় আর বক মাংস মাখিয়ে মুড়ি খাবেন না কি সামু পাগলা০০৭ এর আড্ডা ঘরে গিয়ে তারেক ফাহিম, তারেক মাহমুদ, ফাহিম সাদি, আরফআহনাফ, মোস্তফা সোহেল, পুলক ঢালী ও আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইদের সাথে আড্ডা মেরে মাহমুদুর রহমান সুজন ভাইয়ের পরিবেশিত দেশী খাবার খাবেন ?

যুক্তি না দিলে যু্ক্তি দাও এর কথা শুনে সাত সাগারের মাঝি থাকতে অভিশপ্ত জাহজীকে কেন ডাকছেন। অপু দ্যা গ্রেট নয় অপু তানভীরের গল্প হিট কিন্তু মন্তব্যে খরা চলছে। নাঈম জাহাঙ্গীর নয়নের কন্ঠে নীলপরির লেখা গান দারুণ শোনায়। রাকু হাসানের বানান নিয়ে পোস্ট প্রিয়তে রাখেছেন নিশ্চয়। এদিকে পদাতিক চৌধুরির ধারাবাহিকটি জমেছে খুব

কাল্পনিক ভালবাস......। এই অংশগুলো কেন দেখাচ্ছেনা বুঝতে পারছিনা।

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৫নং মন্তব্যে পুরো চিঠি দেওয়া হয়েছে পুরোটা পরার জন্য অনুরোধ রইল।

ধন্যবাদ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক হয়েছে। :)

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৫নং মন্তব্যে পুরো চিঠি দেওয়া হয়েছে পুরোটা পরার জন্য অনুরোধ রইল।

ধন্যবাদ।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাদের নাম এলোনা তাদের জন্য দুঃখিত!!
আরে মিয়া দুঃখ ধইরা রাখতে পারতাছিনা
দুঃখ ধুইয়া কি পানি খামু,

তবে চিঠি কিন্তু ঝাক্কাস হইসে

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৫নং মন্তব্যে পুরো চিঠি দেওয়া হয়েছে পুরোটা পরার জন্য অনুরোধ রইল।

ধন্যবাদ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরো চিঠি মন্তব্যে দিলাম কারণ পোস্টে ধারাবাহিকভাবে পুরো চিটি পড়া যাচ্ছেনা।
প্রিয় নীল আকাশ,

শুভ্র বিকেলআমি ব্লগার হইছি তাই জন্মভূমির রঙ্গমেলাসহ বাংলার মেলায় স্বাগতম। রেজা ঘটক বলেছে-পদ্মপুকুরে জল ও ফেনা নেই এটা নতুন তথ্য নয়।

জুন মাসে সাদা মনের মানুষ আরোগ্য লাভ করেন বলে জানিয়েছেন ডা: এম এ আলী। মনিরা সুলতানার কেয়া পাতার নৌকায় আরোহী আশা নিয়ে উঠে পড়ুন। শিখা রহমানের অব্যক্ত কাব্য অজানা পৃথিবী হয়েই রইল।

পরবাসে অকপটে ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ এর কথা বলবেন না সমালোচক মন্তব্যকারীর মত। এতে করে আপনি ধুতরা ফুল হলে আমি ভ্রমরের ডানা, আপনি কর্পোরেট শয়তান হলে আমি ৎৎৎ হতেই পারি। মোরতাজা মি. সিম্পলম্যান হলে ক্ষতি কি ? বিদ্রোহী ভৃগু ডার্ক ম্যান নয় সুখী মানুষ

সেলিম আনোয়ারের প্রথম কথা কাব্য। নীচু তলার উকিল বলেছেন- চানচুড় আর বক মাংস মাখিয়ে মুড়ি খাবেন না কি সামু পাগলা০০৭ এর আড্ডা ঘরে গিয়ে তারেক ফাহিম, তারেক মাহমুদ, ফাহিম সাদি, আরফআহনাফ, মোস্তফা সোহেল, পুলক ঢালী ও আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইদের সাথে আড্ডা মেরে মাহমুদুর রহমান সুজন ভাইয়ের পরিবেশিত দেশী খাবার খাবেন ?

যুক্তি না দিলে যু্ক্তি দাও এর কথা শুনে সাত সাগারের মাঝি থাকতে অভিশপ্ত জাহজীকে কেন ডাকছেন। অপু দ্যা গ্রেট নয় অপু তানভীরের গল্প হিট কিন্তু মন্তব্যে খরা চলছে। নাঈম জাহাঙ্গীর নয়নের কন্ঠে নীলপরির লেখা গান দারুণ শোনায়। রাকু হাসানের বানান নিয়ে পোস্ট প্রিয়তে রাখেছেন নিশ্চয়। এদিকে পদাতিক চৌধুরির ধারাবাহিকটি জমেছে খুব।

sb]কাল্পনিক ভালবাসায় দুঃখহীন পৃথিবী আছে। সেথায় দিশে হারা রাজপুত্র খুঁজে ফিরে কঙ্কাবতী রাজকন্যা আর বানেছা পরীকে। গেছো দাদাউদাসী স্বপ্ন শেষ হবেনা তাই ভাবছি খাজা বাবার দরবাড়ে যেতে হবে যদিও পলাশ বাবা রাগ করবেন।

অন্তরঙ্গ কথা বলার সময় এটা না। এক বছর অন্তরন্তর এখন কেউ আর চিঠি দেয় না। সেই দুঃখে জাতির বোঝা যাযাবর জোনাকীর পথ ধরেছে। যাযাবর রাজা রিটার্নস এসেছে সাথে ব্লগ সার্চ ম্যান সম্রাট ইট বেস্টকে নিয়ে তাই খুশি সচেতন হ্যাপী

সোহানীর বাথরুম বিড়ম্বনা ভাললাগলেও চাঁদগাজীর ম্যাও প্যাও ও রাজিব নুরের টুকরো টুকরো সাদা মিথ্যো মনে ধরেনি আপনার। কাজী ফাতেমা ছবি কবি হলে অশান্ত তারেককে থামানো মুশকিল। নিন্দার নরকে সাইন বোর্ড ঝুলিয়ে কবিতার রসায়নে স্নিগ্ধ মুগ্ধতা প্রকাশ করায় পাঠকের প্রতিক্রিয়া বেশ দেখা দিয়েছে।
রাফা বলেছেন-আপনি দেশ প্রেমিক বাঙালী। তাই চোরাবালিতে পা দেবেন না। কখনো স্বপ্নের সঙ্খচীল বা সোনাবীজ অথবা ধুলাবালু ছাই হতে ইচ্ছে করে। বাক প্রবাস বলেছেন-ভুয়া মফিজের কথা ভুয়া নয় আর ঠ্যাঠা মফিজতো ইতিহাস।

সামুরার পোস্টে মন্তব্য নেই রাবেয়া রাহিম, সুচরিতা সেনমৌমুমুরওমেরার সাথে তর্ক শেষ হয়েছে অর্কের। এদিকে আরকিওপটেরিক্স এর সামু বিশ্ববিদ্যালয়ে মিশরীয় সম্রাট আখেনাটেনের আগমনে হৈচৈ পড়ে গেছে। সেথায় সনেট কবির ছাত্র হাবিব স্যারনজসুনতুন নকিব এস এম ইসমাইল এর ধর্মীয় পোস্ট দারুণ সাড়া জাগায়। অবসরে আছেন খায়রুল আহসান

চেতন আর কেতন দুই ভাই নয়। করুণাধারায় আটলান্টিকের মত হোক জীবন। ব্লগটা হোক চঞ্চল হরিনীফাহমিদা বারী মিথি মারজানের সাক্ষাৎ না পেয়ে হাসান মাহবুবের দারস্ত হয়েছেন। মাহবুবুল আজাদের বই না কিনে অগ্নি সারথীর ভক্ত হয়েছেন সামিয়ার হ্যালোশিনেসন পড়ে নিশ্চয় এটা নীল সাধুর কারসাজি।

বন্ধু তুহিন স্বার্থপর হলেও স্রাঞ্জি সেবিজন রয় দারুন সংকলন পোস্ট দিচ্ছেন। কিন্তু আহমেদ জী এস সুমন করের কবিতা পাইনা অনেক দিন। ইদানিং সাহসী সন্তান টারজান০০০০৭ কে নিয়ে মলাসইলমুইনার খোঁজে বেরিয়েছে। সাজ্জাদ আছে বলেই মালয়েশিয়ার খবর পাই।

আপনি জানেন না জাহিদ অনিকের প্রথম বন্ধনীতে শায়মার কারুশিল্প আটকে গেছে আর এটা নিয়ে রম্য লিখছে গিয়াস উদ্দিন লিটনসত্যপথিক শাইয়্যান সত্যের ছায়ার অন্বেষণে আছে। কিরমানী লিটনস্বপ্নবাজ সৌরভ বলেছে-মাহবুবুর রহমান টুনুর আবৃত্তি শোনে কেউ তাকে শিকদার বাড়ির পোলাগ্রামের ছোট ব্লগার ভাবা ঠিক হবেনা।

সিগন্যাস ও উদাস মাঝি কি দিকশূণ্যপুরের যাত্রী হলেন না কি ? পবিত্র সোহেন কি রানার ব্লগ পড়ে না। ফয়সাল রকি বলেছে- ফিচারে নূর মোঃ নূরুকাউছার চৌধুরী সেরানুরুন নাহার লিলিয়ান আপু ফেসবুকে ব্যস্ত। অহরিতের গল্পের সাথে ইমন জুবায়েরের গল্পও পড়ে দেখবেন।

কথার ফুলঝুরি ফুটাতে পারবনা আমি ব্লগ মাস্টার নই। আনমোনা হয়ে ইতিহাসের পাঁতিহাস ভেবে চিঠিখানা রুরুভাবে ফেলে দিবেন না।

মুমু পাখিকে দেখে উড়ে গেল বেয়াদব কাকনাবিক সিনবাদের খোঁজ না করে উত্তর দিন।

ইতি
মোঃ মাইদুল সরকার।

ছবি ইমেজ-নিজের করা।
বোল্ড করা লাইনগুলো ব্লগারদের নিক নেম ব্যবহার করে চিঠি সাজানো হয়েছে। যাদের নাম এলো না তাদের জন্য দুঃখিত।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

ইমু সাহেব বলেছেন: মইদুল সরকার
আরো চিঠি লেখার দরকার !
ভাল্লাগছে .. :D

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

তাই নাকি ইমু সাহেব।

দেখা যাক কি করা যায়। ধন্যবাদ।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি কিন্তু ছবি দেখতে পাচ্ছি না!

ট্যাকনিক্যাল এরর মনে হয়!
এডিট করে দেখতে পারেন।

হুম। দারুন অংশ অনেকের নাম সহ কেমনে গায়েব হলৌ!!!!
কা_ভা ভাইরে প্রধান করে কমিটি গঠন করা হুক ;)

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কতবার এডিট করে সবটা একসাথে যোগ করে পোস্ট দিলাম কিন্তু সমাধান হচ্ছেনা।

এডিটে সব ঠিক দেখায় পোস্ট দিলেই সমস্যাটা ধরা পড়ে।


ধন্যবাদ।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গ্রেট জব। পরিশ্রমি পোস্ট। লাইক সহ প্রিয়তে। :-B

পুরোটা কেন আসলো না বুঝলাম না। :(

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।

পুরোটা না আসার দুঃখে আমিও দুঃখিত।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৯

কিরমানী লিটন বলেছেন: ভাল্লাগছে....
এই চিঠির পুনঃপ্রচার কামনা করছি।
ভালোবাসা প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই। অভিনন্দন রইলো।

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগায় কৃতজ্ঞতা।

দেখি পুনঃরায় আবার কোন এক সময় লিখতে পারি কিনা।

ধন্যবাদ।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

পবিত্র হোসাইন বলেছেন:

ওরে... আমিও আছি B-)) । নিন একটু চকলেট মুখ করেন -

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পবিত্র ভায়া দুপুরের খাবার খেয়ে আপনার চকলেট মুখে দিলাম।

তৃপ্তি চরম তৃপ্তি ।

চকলেট উপহারে ধন্যবাদ ও ভালবাসা জানবেন।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

স্রাঞ্জি সে বলেছেন:

ছবিটা দারুণ এঁকেছেন। _____ অনেক খাটুনি গেছে। এবার একটু জিরান। =p~


ব্লগার পক্ষ থেকে দাবি। চিঠির উত্তর চাই শীঘ্রই নীল আকাশ ভাই কাছ থেকে।

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রিয় স্রাঞ্জি খাটাখাটনিতো হবেই ভাল কিছু করতে গেলে।

জিরিয়ে দুপুরের খাবার খেলাম।

তুমিওতো কম পরিশ্রম করানা সংকলট পোস্ট তৈরী করতে।

আকাশের ঠিকানায় চিঠি দিলাম প্রতিউত্তর না পেলেও ক্ষতি নেই।

ধন্যবাদ।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
বিলিয়ান্ট।

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা! মন ভরে গেল।

ধন্যবাদ।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ এক বিখ্যাত চিঠি তৈরি করেছেন ভাই, খুবই মজাদার। পড়ে হাসতে হাসতে কাম শেষ, কেমনে এতসব মনে রাখেন আপনি!! ধন্যবাদ ভাই, শুভকামনা জানবেন।

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগের ইতিহাসে মনে হয় এমন চিঠি আর কেউ কাউকে লিখেনি।

আপনার হৃদয়গ্রাহী মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এমনে ছবি দেখাচ্ছে, কিন্তু পোস্টে ক্লিক করে পুরো পোস্ট পড়ার সময় ছবি উদাও!! কারণটা কী হতে পারে!!!

দারুণ চিঠি লিখেছেন ভাই, বহুত কষ্টকর কাজ। ভালো লাগা জানবেন।

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুধু পোস্টে ছবি উধাও নয় ধারাবাহিক কিছু লেখাও উধাও। তাই ৫ নং মন্তব্যে পুরো চিঠিটা দিয়েছি যাতে সবাই পড়ে মজা পায়।
আপনার অংশটুকুও মনে হয় পড়তে পারেনি। ৫ নং মন্তব্য পড়ুন।

ফিরতি মন্তব্যে ধন্যবাদ।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন:
ওয়াও !!!
আহেন আহেন
দেশী খাবার খেয়ে নিন।

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মেহমানদারীতে আপনার মত ব্লগে আর কেউ নেই।

এই না হলে সুজন ভাই।

ধন্যবাদ।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ দারুণ ক্রিয়েটিভিটি !
অনেক ধন্যবাদ আমার কেয়াপাতার নৌকা আর আমার নামে উল্লেখ করার জন্য।

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওরে বাবা আপনাকে ছাড়া কি এ পত্র পূর্ণতা পাবে নাকি ?

ধন্যবাদ সুন্দর করে বলার জন্য।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস.. ...
আমার নামটাও আছে :D
তবে বানান ভুল :((

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই আপনার নিকটা যতবার লিখি ভুল লিখি কারণ কি ?

আপনি পড়ার সময় শুদ্ধ করে পড়ে নিয়েন। কষ্ট পাইলে দুঃখিত।

ধন্যবাদ।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

নজসু বলেছেন:




সবার আগে আমার একটা প্রশ্ন-
আপনার মাথায় এতো সুন্দর চিন্তা ভাবনা আসে কিভাবে?
ভালো লাগায় ভেসে যাই প্রিয় মাইদুল ভাই।
আপনাকে তাইতো এতো ভালোবাসি।

ভালো লাগা।
লাইক।
প্রিয়তে।

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিভাবে যেন এসে যাই। গত সপ্তাহে রাতে শুয়েছি । ঘুম আসছেনা। হঠাৎ ব্লগ নিয়ে ভাবতেই আইডিয়াটা মাথায় এল।

অমনি শোয়া থেকে উঠে লিখে রাখলাম কাগজে।

তারপর সাজিয়ে গুছিয়ে আজকে পোস্ট দিলাম।

ধন্যবাদ লাইক, কমেন্ট ও প্রিয়তে নেওয়ায়।

ভাল থাকুন প্রিয়।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কষ্ট পাবো কেন.....
যে নাম ধারণ করেছি B-))

আমার নামটা লেখার ক্ষেত্রে আমার ব্লগের লিংকে রাইট ক্লিক করে কপি লিংক টেক্সট করলেই হবে।

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আর্কিওপটেরিক্স এবার মনে হয় ঠিকঠাক হয়েছে।

ভাললাগা জানবেন গুণী।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

নীল আকাশ বলেছেন: প্রিয় মাইদুল ভাই,

স্বার্থপর এই পৃথিবীতে নি:স্বার্থ বন্ধুদের কেউ যদি একজনও থেকে থাকে এই ব্লগে, সেটা আপনি। জানি না কিভাবে কিভাবে যেন আপনার আর আমার রসায়ন ঠিক ঠিক মিলে গেল। মনের মিল সহজে হয় না, কিন্ত আপনার আর আমার মনের মিল হুট করেই যেন হয়ে গেল। ব্লগ ডেতে দেখাটা যেন আমাদের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করে দিয়েছে।

ব্লগে এত শত শত কিংবদন্তি ব্লগারদের মাঝে নিজের নামটা প্রথম দেখে লজ্জায় মন্তব্য করতেই সাহস পাচ্ছিলাম না। কি যে করেন না ভাই আপনি? আমি হলাম গিয়ে যাকে বলে গন্ডমূর্খ এক ব্লগার। শেষ পোস্টটা অনেক দিয়ে ভয়ে ভয়ে আছি। কবে যে সবাই মিলে সহী তরীকা দেবার অপরাধে সামু থেকে বের করে দেয়!

আমি তো আর হাবিব ভাই না যে, পড়ার সাথে সাথেই একটা কবিতা লিখে দিব। তবে আমি আপনার এই লেখার জন্য একটা প্রতি লেখা দিব। আপনি খুব খুশি হবেন।

হাতে আঁকা ছবিটা আপনার ভাবীকে দেখাব। আমি কি যে খুশি হেয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যাদের নাম এই প্রথম চিঠিতে বাদ পড়েছে তাদের নিয়ে ২য় একটা চিঠি দিতে পারেন! সেটাও চমৎকার হবে.......

অফিসের কাজ আর আপনার রিকোয়েস্ট মোতাবেক ভৌতিক গল্পের কাজ নিয়ে সেই রকম ব্যস্ত। দেরি করে আসলাম দেখে নিজ গুনে ক্ষমা করে দিবেন। আইডিয়াটা একেবারেই ইউনিক হয়েছে। আপনার মাথায় এত এত দারুন বুদ্ধি আসে কিভাবে বলুন তো!

আপনার জন্য রইল আপনার ভাবীর বানানো চমৎকার একটা পিংক কেক!


আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে শুভ কামনা রইল!

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক দেখা পেলাম আপনার। আজকে দেখা না পেলে হয়তো কথা হতো অনেকদিন পর। কারণ ছুটিতে থাকবো।

ছবি ইমেজের ৪র্থ লাইনে শর্ট হ্যান্ড লিখেছি - এর বাংলা হচ্ছে-কেমন আছেন ? আমি ভাল আছি। সুখে থাকুন সারা জীবন।

মনের মিল হল বড় কথা।

চমৎকার মন্তব্য করেছেন। মনে হয়না ব্লগের ইতিহাসে এমন চিঠি কেই কাউকে লিখেছে।

ব্লগীয় পথ চলা হোক সমুজ্জ্বল।

ব্যস্ততা সবারই আছে। তবুও সময় সুযোগ বুঝে ব্লগিং করে যাচ্ছি আমরা। আপনি এত ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন গল্প লিখছেন সেটাও কম নয়।

ভাবীওতো দেখছি কাজে বেশ পটু। দারুণ সুন্দর কেক বানিয়েছে। দেখতে হবেনা আমাদের এলাকার মেয়ে। হা।হা। হা।......।

ভাবীকে সালাম ও বাচ্চাদের আদর রইল।

ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।

২১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরিশ্রমি পোস্ট।
ধন্যবাদ আপনাকে,
নাম আগেও ছিলো, এখনো আছে
ভবিষ্যতেও থাকবে আসা করি।

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হা......হা........

নাম আছে নাম ছিল
নাম থাকবেই
চির দিন আপনাকে
এই ব্লক মনে রাখবেই।

২২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯

বাকপ্রবাস বলেছেন: এক কথায় অনন্য
চিটিখানা পড়িয়া
জানিনা কীজন্য
হাসিলাম গড়িয়া
হা হা হা হা হা হা
মাইদুল সরকার
বারবার দরকার
চিঠি চাই রোজ
দিন যাবে হাসিয়া
ভাল বাসা বাসিয়া
ভাল থাকার ডোজ

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চিঠি পড়িয়া এমন কাব্য লিখিয়া
যে করে মোরে করে মোহিত
ভ্রমর যদি তাহার লাগি
গুণগুনিয়ে গান গাহিত
তবে কতই না ভাল লাগিত।

ধন্যবাদ বাকপ্রবাস
পাচ্ছি সুখের আবাস।

২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৫

আরোগ্য বলেছেন: মাইদুল ভাই,
প্রথম পাতায় আমার নামটা দেখে তো খুব খুশি, ভিতরে এসে দেখি কাল্পনিক ভালবাসা। পুরোটা পড়ার পরও আর খুজে পেলাম না। অবশেষে মন্তব্য দেখে বুঝলাম ইহা সামুর কারসাজি। দারুণ একটা পোস্ট। বেশ পরিশ্রম করতে হয়েছে তাই অসংখ্যবার আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন।
আবার একটু দেখবেন পুরোটা একসাথে দেয়া যায় কিনা। তাহলে খুব ভাল হবে।
অবশেষে জানাতে চাই এতো এতো ব্লগারদের মাঝে মোর নামখানা স্মরণ করিবার জন্য অনেক ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি যে বলেন আরোগ্য ভায়-

আপনি না হলে কি চলে। এত এত ব্লগার আছে বাদ পড়বেন কি তাই বলে ! কত কষ্ট করে দিলাম পোস্ট, সামুর কারগাজিতে হয়ে গেল রোস্ট। চেটে পুটে সবাই পাচ্ছে না মজা, কে দিল মোড়ে এমন সাজা। তাইতো ৫ মন্তব্যে দিলাম পুরোটা চিঠি জুড়ে, পড়ে যেন সবাই গান গায় আনন্দের সুরে।

চেষ্টার রাখিনি কোন ত্রুটি, কিন্তু সামুর নেই ভ্রুকুটি।

ধন্যবাদ।

২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

তারেক ফাহিম বলেছেন: আপনার মাথায়এত্ত কিছু আসে কিভাবে ?B-)


অনেক পরিশ্রমি পোষ্ট পোষ্টে লাইক ও ++

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আহা ফাহিম যে-
তোমারে দেখিয়া লাগিল বুকে বড় সুখ
কিন্তু তোমার অংশ যদি না পড়ে থাক তবে পাইলাম বড় দু:খ।

৫ নং মন্তব্য পড়ুন তাহলে নিজেকে আবিস্কার করতে পারবেন।

বালিশ ছাড়া ঘুমাতে হবে দেখছি।
ধন্যবাদ।

২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি পরিশ্রম-ই না করলেন!
অভিনন্দন। ভালো থাকবেন।

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আবারও মন্তব্যের জন্য ধন্যবাদ সৌরভ ভাই।

টাঙ্গাইলের একজন সৌরভ নামের বড় ভাই আমাদের হোস্টেলে থাকতো।

আপনাকে দেখলে তার কথাই মনে পড়ে।

২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

নতুন নকিব বলেছেন:



চিঠিখানা পড়িয়া
হাসি মন ভরিয়া
আহা কত মমতা!

কত কষ্ট করিয়া
এই চিঠি লিখিয়া
কি দারুন ক্ষমতা!

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! কাব্যিক মন্তব্যে মন ভরে গেল।

ধন্যবাদ।

২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় চিটাগাংইয়া মাইদুল ভায়া ;)

সতর্কতাঃ নীল আকাশ যে কেক দিলেন ঐটায় কামড় দিয়েন না!

উনি সবারে আমার মত বোকা ভাবতাছেন; এটা উনার ভুল ধারণা।

(রহস্যের গন্ধ পাচ্ছি! আপনি? B:-/ )

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একি কথা শুনি আজ তাজুল ভায়ার মুখে..........

ভালবেসে কেউ যদি বিষ দেয় তবুও তা গ্রহণ করা উচিৎ।

রহস্যটা কি ? এই কেক কি আপনাকেও দিয়েছে নাকি ?

মজা করার জন্য ধন্যবাদ।

২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

বলেছেন: হা হা --- একা একা হাসতেছি --

সনেট কবির ছাত্রদের জন্য শুভ কামনা।


নিন্দার নরকে সাইনবোর্ড ---- কিভাবে এত সুন্দর করে ঐতিহাসিক চিঠি লিখলেন....



দারুণ ++++

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

এমন ঐতিহাসিক চিঠি পড়ে হেসেছেন এটাইতো পরম পাওয়া ।

আপনারা পাশে আছেন বলেই সম্ভব হয়েছে।

ধন্যবাদ।

২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

শিখা রহমান বলেছেন: মাইদুল খুব সুন্দর করে সব প্রিয় ব্লগারদের নাম বুনে চিঠি লিখেছেন। আমার নাম দেখে খুব ভালো লাগলো। :)

তবে আমি কিন্তু ছবি আর মার নাম পোস্টে দেখিনি। আপনার ৫ নম্বর মন্তব্য পড়ে দেখলাম।

একরাশ ভালোলাগা রইলো। শুভকামনা সতত প্রিয় ব্লগার।

বিঃ দ্রঃ আপনি "sb]কাল্পনিক ভালবাসায় দুঃখহীন পৃথিবী আছে।" এই বাক্যের আগে sb] সরিয়ে দেখুন তো পোষ্টের বাকী অংশ আসে কিনা। :)

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইস! কোথায় ছিলেন আপনি আপু ?

আরও আগে যদি পরামর্শটা দিতেন তাহলে এমন পলাতক মর্গের মত কষ্ট করতে হতো না।

আর সবাই পুরো চিঠি পাঠে ঠাসা বিনোদন পেত। বিড়ম্বিত বিনোদনে দুঃখিত।

ভাল থাকবেন আর কাব্যে সুন্দর ছবি আঁকবেন।

ধন্যবাদ।

৩০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১

কাওসার চৌধুরী বলেছেন:

বাহ!! মাইদুল ভাই। দারুণ!! আপনি পারেনও বটে। অনেক ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চিঠি লিখে এমন উপহার পেলে আরও চিঠি লিখা যায়..............।

মন্তব্যে ও উপহারে মন ভরে গেছে প্রিয় ভাই।

ধন্যবাদ।

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


লেখার মতো কিছু মনে আসছে না, মনে হয়!

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার না আমার ?

৩২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: আহা !! এভাবেও ভাবা যায় !!! সুন্দর চিন্তা চেতনার উন্মেষ ।। আবেগময় চিঠিতে প্লাস লাইক মুগ্ধতা ++++++

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পদাতিকদা,

আহা !! এভাবেও ভাবা যায় !!! সুন্দর চিন্তা চেতনার উন্মেষ ।। আবেগময় চিঠিতে প্লাস লাইক মুগ্ধতা ++++++

আপনার এমন সুন্দর মন্তব্য করার প্রবনতাই আপনাকে ব্লগে জনপ্রিয় করেছে আর লেখালেখিতেও আপনি ভাল।

খুব ভাল লাগলো আপনাকে পেয়ে।

ধন্যবাদ।

৩৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

নষ্টজীবন® বলেছেন: অনেক মজাদার পোস্ট, নিঃসন্দেহে খুব কষ্ট সাধ্য, যাক ভালো লাগলো রসবোধ। মাঝেমধ্যে এরকম রসবোধ দরকার

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার মতামতটি মনে ধরেছে ভাই।

মাঝে মাঝে এমন রসালো পোস্ট দিব।

ভাল থাকুন।

৩৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

করুণাধারা বলেছেন: এমন চমৎকার পোস্টটি খন্ডিত হয়ে যাওয়ায় আপনার দুঃখ বেশ বুঝতে পারছি।

চমৎকার পোস্টে ভালো লাগা।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশেষে সমাধান হয়েছে।

আমার দুঃখ বুঝতে পারায় ধন্যবাদ।

ভাললাগায় কৃতজ্ঞতা।

৩৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর তো !!!!

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম ! সুন্দর তো!

রম্য লেখক যখন বলেছেন তখন অবশ্যই সুন্দর।

ধন্যবাদ।

৩৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার ধৈর্য্য প্রশংসার দাবিদার। অনেক আগে মৌচাকে ঢিল পত্রিকায় ( ১৯৯৪ সালে হতে পারে) হুমায়ূন আহমেদ এর বই নিয়ে এমন একটি চিঠি দেখেছিলাম।

পোস্টে এ +

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

অনেক আগে নায়ক শালমান শাহ মরে যাওয়ার পর তার চলচিত্র নিয়ে এমন চিঠি পড়েছিলাম।

আপনি মৌ চাকে ঢিল মনে করিয়ে দিলেন।




ধন্যবাদ।

৩৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




হুমমমমমম .... জমিদারের সরকার মশাইয়ের মতোই জাবদা খাতায় ব্লগ জমিদারীর প্রজাদের হিসেব-নিকেষের ছড়াছড়ি।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! বেশ অন্যরকম মন্তব্য।

ধন্যবাদ কবি।

৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩১

ইব্‌রাহীম আই কে বলেছেন: উভয় চিঠিই পড়লাম। অসাধারণভাবে সাজিয়েছেন। প্রশংসা করতেই হয়।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

প্রশংসার জন্য ধন্যবাদ জানাতেই হয় ভাই।

ভাল থাকুন।

৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১০

জাহিদ অনিক বলেছেন:
বাহ চমৎকার ! চমৎকার !

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবির চমৎকার শব্দটি আমাকে অনুপ্রানিত করছে।

৪০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৫

সোহানী বলেছেন: আগে প্রথম আলোর রসালোতে এরকম নাম নিয়ে চিঠি লিখা হতো। খুব ভালোলাগতো। এরকম কিছু পেয়ে ভালোলাগছে। নি:সন্দেহে ঝামেলার কাজ। তারপরও নিজের ভালোবাসা থেকে সবাইকে স্মরণ করেছেন সেটা প্রশংসার দাবী রাখে।

অনেক ভালো থাকেন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যি,

যায় দিন ভাল যায়.............।

সুন্দর করে বলার জন্য ধন্যবাদ আপু।

৪১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:২২

অন্তরন্তর বলেছেন: ধন্যবাদ এত সুন্দর একটা চিঠি লিখার জন্য। চিঠির জামানা শেষ এখন যাদুঘরে আছে। আসলেই আমাদের সময়ের চিঠি লিখা খুব মিস করি। তাই চিঠি লিখা দেখলে ভাল লাগে তার সাথে আপনার ব্লগারদের নিক নিয়ে অসাধারন চিঠি খুব ভাল লাগল। শুভ কামনা।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অন্তরন্তর,

ঠিক বলেছেন।

চিঠি লিখা ও পাওয়া মিস করি।

প্রসংশায় ধন্যবাদ।

৪২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
এইটা অসম্পূর্ণ, মানি না।
১ নং ব্লগার আমাদের চন্দ্র গাজী ব্লগার বাদ পরছে।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

হাসান ভাই গাজী সাহেব বাদ পড়েনি।

আপনি ৫ নং মন্তব্যটা পড়লে পুরো চিঠিটা একসাথে পাবেন তখন বুঝতে পারবেন কে আছে কে নাই।

ধন্যবাদ।

৪৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭

আরাফআহনাফ বলেছেন: কাউকে মনে রাখতে পারাটা একটা বিশেষ গুন - আপনার মধ্যে তার ষোল আনাই খু্ঁজে পেলাম।
অনেক পরিশ্রমের কাজ করেছেন বুদ্ধিমত্তার সাথে।
আমার নামটাও যে যোগ হয়েছে -সেজন্য কৃতজ্ঞ :D

ভালো থাকুন অজস্র।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু ভায়া আড্ডাঘর ছাড়া আপনি আর কোথাও তেমন সরব নন ?

কেন ?

যতজনকে মনে রাখতে পেরেছি তুলে ধরেছি।

ভাল থাকুন।

৪৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩

তারেক ফাহিম বলেছেন: আড্ডা দিতে দিতে হাফিয়ে পড়ছি B-)

চা-কপি কিছুতো পেলাম না, থাকতো দেশিয় খাবার :D

সব তারেকদের একস্থানে আড্ডায় মাতিয়ে দিয়ে আপনি কোথায় গেলেন?
আপনাকেতো চিঠির কোন অংশে দেখলাম না #:-S

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:


নিন বাসায় তৈরী জর্দা ভাত খান।

আড্ডায় মাতিয়ে আমি আছি পালিয়ে । মাঝে মাঝে উঁকি দিয়ে দেখি.............

আমি নেই মানে?

চিঠির শেষে

ইতি
মোঃ মাইদুল সরকার সেটা বুঝি চোখে পড়েনি !!!!

৪৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

তারেক ফাহিম বলেছেন: আহ্, কি তৃপ্তি B-)
ভাবির হাতে তৈরি জর্দা নিশ্চয়।

খেলামতো, এবার কি চা- কপি কিছু হবে? :D

ইতিতো দেখলামই B-) আপনাকে।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা আপনার ভাবির হাতে বানানো জর্দা।

নিন চা নিন নামাজ পড়ে, দুপুরের খাবার খেয়ে পান করবেন।


৪৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

সুমন কর বলেছেন: দারুণ !! দারুণ ......+।
অনেক কষ্টসাধ্য এবং চমৎকার পোস্ট। লাইনের সাথে নামের মিল যুক্তি সংঙ্গত হয়েছে। এ ধরনের পোস্টগুলোকে আমি মনে করি, সামুর এক ধরেন দলির কিংবা সম্পদ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রশংসা ও + এ ধন্যবাদ কবি।

সম্পদ বা দলিল ভালই বলেছেন।

শুভকামনা।

৪৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

আরাফআহনাফ বলেছেন: ৪৩নং এ বলেছেন - "কিন্তু ভায়া আড্ডাঘর ছাড়া আপনি আর কোথাও তেমন সরব নন ? "

আড্ডাঘরেও নিয়মিত যাওয়া হয় না - ঐ একই কারন - ব্যস্ততা।


৪৬এ সুমন করের বলা -"এ ধরনের পোস্টগুলোকে আমি মনে করি, সামুর এক ধরেন দলির কিংবা সম্পদ।" সহমত!

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:


ব্যস্ততা ।

আহারে! ব্যস্ততা।

তবুও মাঝে মাঝে তব দেখা যেন পাই।

সহমতে ধন্যবাদ।

৪৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: দারুন হয়েছে মাইদুল ভাই।
ব্যস্ততার মাঝেও পড়ে গেলাম।ভাল থাকুন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ব্যস্ততার মাঝেও পড়ার জন্য ধন্যবাদ।

সময় কেন বিবর্ণ করে দেয় আমাদের।

৪৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১

ঠ্যঠা মফিজ বলেছেন: জব্বর হইছে ।আমি ঘোষনা দিলাম এই পত্রখানা ২০১৯ সালের সামু ব্লগের নতুন একটা ইতিহাস। :)

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার ঘোষণা বলে ইহা সামুতে ইতিহাস হইল। তাহাতে যার পর নাই আনন্দিত।

ধন্যবাদ ভাই।

৫০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

নীল আকাশ বলেছেন: মাইদুল ভাই,
আমার বড় ছেলে সেইদিন কিছু ফুল নিয়ে এসে ফ্লোরে সাজিয়ে রেখেছিল। ভালো লাগছিল দেখে ছবি তুলে রেখেছিলাম। দেখুন তো কেমন লাগছে!

লেখাটা আবার আজকে পড়তে আসলাম। আজকে ভিউ তো দেখি ঠিক হয়ে গেছে। চমৎকার লাগলো পড়তে.......

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমেই ধন্যবাদ অর্ধশত মন্তব্যের ঘর পূরণ করার জন্য।

শিখা আপুর পরামর্শে সামুর কারসাজি ধরা পড়ে ঠিক হয়ে গেছে।

বাহ! সুন্দর মালার মত দেখাচ্ছে।

ফুল উপহারে আপনাকে ও ফুল সাজানোর জন্য আপনার ছেলে কে ধন্যবাদ।

ভাল থাকুন।

৫১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

এস এম ইসমাঈল বলেছেন: প্রিয় মাইদুল সরকার, আপনি আমার দেশী ছেলে, জানলাম পোষ্ট পড়ে। কেন যেন আপনাকে বার বার তুমি করে বলতে ইচ্ছা করছে আজ। আশা করি কিচ্ছু মনে করবেন না?

আপনার মজাদার পোষ্ট পড়ে বেশ ভালো লাগলো, খুব করে হাসলাম। পরিশ্রমী ও ব্যাতিক্রমী পোষ্টে একরাশ ভালোলাগা আর ভালোবাসা।

গতকাল আপনার পোষ্ট দেখে বেশ ভয়ে দেখলাম যে আমার নাম আছে কি না? তারপরে নিজের নাম দেখে আর মন্তব্য করার সাহস পেলাম না। তাই আজকে আবার আসলাম। কারন নিজেকে আমি ব্লগার মনে করিনা। সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। আমার লেখাগুলো ব্লগে দেয়ার কারন হল সংরক্কখন করা, আর কিছুনা।
মাশা আল্লাহ! চাটগাইয়া পোয়ার রসবোধ বেশ ভালই দেখছি। লেখার হাতও বেশ ভালো, আমাদের দেশে রম্য রচনার পাঠক আছে। তবে গুণী লেখকের বড্ড আকাল।
তবে উড়াও ঝান্ডা, বাজুক ভেরি, ব্লগে রম্য রচনার লাগুক তুফান, আসুক রসবোধের দারুণ সুনামি।
শুভেচ্ছা প্রিয় ব্লগার, ভালো থাকবেন এবং আরও মজাদার আর চটকদার পোষ্ট লিখবেন বার বার।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইসমাইল ভাই

আপনাকে পেয়ে দারুণ খুশি হলাম।

আপনি যে এই বয়সে ব্লগিং করে যাচ্ছেই সেটাই বা ক’জনে করতে পারে।

আপনি শখের বশে কাব্য চর্চা চালিয়ে যান। আপনার লিখাও ভাল লাগে।

কর্মসূত্রে চট্টগ্রাম থাকলেও আমার বাড়ি কুমিল্লায়।

তবে উড়াও ঝান্ডা, বাজুক ভেরি, ব্লগে রম্য রচনার লাগুক তুফান, আসুক রসবোধের দারুণ সুনামি।
শুভেচ্ছা প্রিয় ব্লগার, ভালো থাকবেন এবং আরও মজাদার আর চটকদার পোষ্ট লিখবেন বার বার।


আহা! এমন করে বলেছেন যে না লিখে কি থাকতে পারবো।

ধন্যবাদ ও শুভকামনা।

৫২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

নীল আকাশ বলেছেন: @ এস এম ইসমাঈল ভাই কে বলছি < ব্লগে রম্য রচনার লাগুক তুফান পড়ে আসুন এখান থেকে Click This Link
ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে কয়েকজন রম্য বেশ লেখে আর আপনি সম্প্রতি সেথায় নাম লিখিয়েছেন।

ব্লগাররা নিজ গুণে অনণ্য উচ্চতায় পৌঁছে যাক।

আবারও আগমনে ধন্যবাদ।

৫৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

অলিভিয়া আভা বলেছেন: খুব সুন্দর লেখা চিঠি। ব্লগারদের নাম নিয়ে লেখা সত্যিই দারুণ ব্যাপার।
অনেক ধন্যবাদ

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনাকেও ধন্যবাদ।

ভাল থাকুন।

৫৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ভাবে জনপ্রিয় সব ব্লগারদের নাম ব্যবহার করে যে চিঠি আপনি লিখেছেন সেটি ব্লগারদের মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস। চিঠিতে আমার নাম আছে দেখে বেশি ভালো লাগলো। আমার মতো একজন সামান্য ব্লগারকে অন্তভূর্ক্ত করাতে পোস্টটি অসামান্য হয়ে ওঠেছে আমার কাছে । :P

সুন্দর। +

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই সকলেই বুঝি মুগ্ধ হল!

আপনি বিশিষ্ট কবি আপনার নাম থাকবেনা !

ধন্যবাদ সুন্দর অনুভূতি প্রকাশে।

৫৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

হাবিব বলেছেন:




ধন্য তুমি ধন্য তোমার হাতের লেখা বেশ
পত্রখানি পড়ে মনে থাকবে খুঁশির রেশ

এমন করে ভাবতে পারো কেমনে তুমি বলো
পত্র পড়ে দাওয়াত দিলাম আমার বাড়ি চলো

বন্ধু হলে দেব তোমায় বিন্নি ধানের খই
টাঙ্গাইলের চমচম দেব সাথে মিষ্টি ধই



০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তোমার বাড়ি যাব বন্ধু
চমচম আর খই খাব
সাথে মনের কথা কব।

ধন্যবাদ।

৫৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১

নাজনীন১ বলেছেন: ভাই, আমার নামে এক লাইন লিখেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হয়তো ভবিষ্যতে আবার চিটি লিখলে আপনাকেও রাখবো।

ধন্যবাদ। ভাল থাকুন।

৫৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

নীল আকাশ বলেছেন: আপনি উধাও হলেন কোথায়? কোন খোজ খবর নেই! ব্লগে যে তেলেছমাতি কান্ড ঘটছে সেটা জানেন তো!
ধন্যবাদ!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।

আমি ২০ তারিখ পর্যন্ত ট্রেনিং এ থাকবো। তাই ব্লগে সংক্ষিপ্ত সময়ের জন্য ঢুকি।

কি হয়েছে আমাকে জানান ?

৫৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৫

নীল আকাশ বলেছেন: ব্লগে যে নতুন নতুন হুর পরীদের বড়ই সমাগম হচ্ছে সেটা জানে নাকি? সামু এখন পরী ব্লগ!
মনে হলো আমার পোস্ট আপনি ইতিমধ্যেই দেখে এসেছেন!
ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাইতো দেখলাম।

পরীরা স্থায়ী হতে পারবেনা। এগুলো মাল্টি নিক।

ধন্যবাদ।

৫৯| ২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৭

খায়রুল আহসান বলেছেন: বাহ, সামু ব্লগের ব্লগারদের নিক নিয়ে বেশ সুন্দর করে চিঠি সাজিয়েছেন তো! আর সেখানে আমার নামটিও আছে দেখে বেশ খুশীই হ'লাম।
পোস্টে প্লাস + +

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগীয় চিঠিতে আপনি থাকবেন না সে কি হয়।

+ এ ধন্যবাদ।

ভাল থাকুন।

৬০| ০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার নাম কই হুহ

০৪ ঠা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সেকি কথা আপনাকে আপনি খুজে পেলেন না।

কাজী ফাতেমা ছবি কবি হলে অসান্ত তারেককে থামানো মুশকিল। ৮ নং প্যারায় দেখুন।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.