নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
সালমান শাহ (১৯ সেপ্টেম্বর ১৯৭১ - ৬ সেপ্টেম্বর ১৯৯৬) ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা, মডেল, নায়ক। সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। অভিনয় জীবন শুরু করেন টেলিভিশন নাটক দিয়ে। বাংলাদেশ চলচ্চিত্রে ১৯৯০-এর দশকে তিনি হয়ে উঠেন একাধারে জনপ্রিয়, অন্যতম অভিনেতা ও স্বপ্নের নায়ক
সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটি প্রথম অভিনীত চলচ্চিত্র হিসেবে মুক্তি পায় ১৯৯৩ সালে। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নায়িকা মৌসুমী, শাবনূর, লিমা, শাবনাজ, শিল্পীসহ জনপ্রিয় সব নায়িকাদের সাথে নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন।
তার অভিনীত মোট ২৭টি চলচ্চিত্রর মধ্যে ১৪টির নায়িকাই শাবনূর। সবকয়টি চলচি্চত্র ছিল ব্যবসাসফল।
শাবনূর-সালমান জুটি এদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সেরা ও দর্শক নন্দিত জুটি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন। সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট শাখায় ৬০০ পৃষ্ঠার অভিযোগপত্রটি জমা দেন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন বলছে, চিত্রনায়ক সালমান শাহকে খুন করা হয়নি। তিনি আত্মহত্যা করেছিলেন। এই আত্মহত্যার পেছনে পাঁচটি কারণ ছিল।
১। প্রথম এবং প্রধান কারণ, সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূরের মধ্যকার ‘অতি-অন্তরঙ্গতা’।
২। এ নিয়ে সালমানের স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ।
৩। অতি আবেগ থেকে একাধিকবার আত্মহত্যার চেষ্টা।
৪। মায়ের সঙ্গে অভিমান।
৫। সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা বোধ।
দীর্ঘ ২৩ বছর প্রিয় নায়কের মৃত্যু রহস্য নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হল তা নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। আমার মনে হয় উপরোক্ত পাঁচ করনে সালমান অর্ধেক মরে গিয়েছিলেন। তাই অভিমানী এ তারকা বাকিটা নিজেই নিজেকে শেষ করেছেন।
হত্যা ও আত্মহত্যার মাঝামাঝি কিছু নেই তাই কোনদিনও আর জানা যাবে না আসলে কি ঘটেছিল ?
প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবেন চির তরুণ এই নায়ক। ওপারে ভাল থাকুন সালমান।
ছবি নেট থেকে নয়া।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: এতকাল ধরে বলা হলো হত্যা করা হয়েছে। আবার আরেকটি পক্ষ বলে আসছে আত্মহত্যা করেছে। এখন হঠাৎ করে আত্মহত্যার দিকে রায় গেলেতো মেনে নিতে কষ্ট হবেই। রিপোর্ট অর্থপূর্ণ বলেই মনে হচ্ছে।
কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কি মানুষ আত্মহত্যা করে ?
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: সালমান শাহ'র মৃত্যু নিয়ে আমি মোটেও চিন্তিত না। সাগর রুনির মৃত্যু বেশি গুরুত্বপূর্ন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যে কোন অপমৃত্যু বা খুনের বিচার হওয়া জরুরী । ধন্যবাদ।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগেও আত্মহত্যাই বলেছিল পুলিশ। কিন্তু তার ভক্ত, সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা সেটা বিশ্বাস করেনি। আমিও বিশ্বাস করি না এখনও। তার উপর কিছুদিন আগে রুবি নামের একজন লাইভে এসে সালমান শাহকে হত্যার ব্যপারে অনেক তথ্য দিয়েছিল(যদিও সেটাও পরে অস্বীকার করেছে)। সব মিলিয়ে রহস্যটার জট খুলল না এখনও...
০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পরস্পরবিরোধী বক্তব্যের কারণে প্রকৃত সত্য এখন উন্মেচিত হয়নি।
সরহস্যের জট খুলুক এটাই চাই।
ধন্যবাদ।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
শের শায়রী বলেছেন: ওই সময়ের কাছাকাছি দিব্যা ভারতী আত্মহত্যা(?) করছিলো, দিব্যার খুনের পেছনে এক প্রভাবশালী প্রযোজক। আবার সালমানের খুনের পেছনেও এক প্রভাবশালী প্রযোজকের হাত আছে বলে গুঞ্জন ছিল। তবে যৌক্তিক ভাবে আমার কাছে মনে হয় সে আত্মহত্যা করছিলো কারন একই প্রজন্মের হওয়ায় ঐ সময়ের ঘটনা গুলো কাছ দিয়ে (মানে পত্রিকায়) দেখার সুযোগ হয়েছিল।
০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হতে পারে আত্মহত্যা। কিন্তু যৌক্তিকভাবে এর পক্ষে প্রমাণ পাওয়া দুষ্কর।
দিব্যাভরতীকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছিল বলে সংবাদ ছড়িয়েছিল।
সালমান হত্যা বা আত্মহত্যা যাই হোক সত্যটা বেড়িয়ে আসুক।
ধন্যবাদ।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৬
সোহানী বলেছেন: খুব স্বাভাবিক একটা আত্মহত্যার ঘটনা। এর পিছনে যাই থাকুক ছিল একটি আবেগী অল্পবয়সী চিন্তাধারা কাজ করেছে। পরিনত মস্তিস্ক হলে এমন সিদ্ধান্ত নিতে পারতো না। আর হত্যার অজুহাত তুলেছিল যথাসম্ভব তার মা। আর সব মায়ের মতো উনিও উনার সন্তানের মৃত্যু মেনে নিতে পারেননি, এটাই স্বাভাবিক।
০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
সালমান আবেগী ছিল। আত্মহত্যা তার পক্ষে ব্যাপার না । তার মুত্যু অনেক কিন্তু সৃষ্টি করেছে।
যার সঠিক সমাধান হওয়া প্রয়োজন। প্রমাণ সাপেক্ষে।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬
নীল আকাশ বলেছেন: এই ঘটনার আসল সত্য আর কখনই জানা যাবে না।
০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কে জাননে আসল সত্য পাওয়া যায় কিনা ? গেলেও তা প্রতিষ্ঠিত বা বিশ্বাসের ভিত্তি হিসেবে দাড়াবে কিনা সন্দেহ।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২০
খোলা মনের কথা বলেছেন: বাঙালীরা বেশি আবেগী, তাই ভালবাসার মানুষটি মরে যাওয়া স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেনা। এখানে আবেগ ফেলে বিবেক দিয়ে চিন্তা করলে বুঝা যায় সালমান আত্নহত্যা করেছে। সালমানের আত্নহত্যার একটি প্রবনতা ছিল আগে থেকেই। পিবিআইয়ে রির্পোট যথেষ্ট অর্থপূর্ন। সালমানের মান অভিমান পারিবারিক কলোহ নানা কারনের জন্য আত্নহত্যা করেছে। সালমানের মায়ের কথা শুনলে তেমন সুবিধার মহিলা মনে হয় না.....