নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
সেগুন কাঠের দেহে আমার ধরছে ঘুনে করছে জড়জড়া
চিঠিতো আর আসেনা আসেনা কোন ডাক হরকরা
জীবন যেন এখন এক বিজন ভূমি নেয় না কেউ খোঁজ
আয়োজন ছাড়া ভালবাসা কত যে প্রয়োজন রোজ।
আহা ! সেগুন কাঠের দেহ, সাধের সেগুন কাঠের দেহ!
কেন ক্ষয়ে ক্ষয়ে যায় পৃথিবীর সবকিছু সব বন্ধন
কেন চোখের অশ্রুতে ঝর্ণা বহে শেষ হয়না ক্রন্দন।
ছবি-নেট থেকে নেওয়া।
০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
সেই কোন এককালে একজনের মুখে শুনেছিলাম-সেগুন কাঠের দেহ বাক্যটি সেটিকে নিয়েই কাব্যের আয়োজন।
২| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৫৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ক্রন্ধন না ক্রন্দন কোনটি হবে কবি ভাই?
০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। ক্রন্দন হবে। এই না হলে কাব্য প্রেমিক।
ধন্যবাদ ভুল ধরানোর জন্য। আপনার বাবুটি কেমন আছে ?
৩| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৪| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৩
(লাইলাবানু) বলেছেন: ঠিক সময় হলে বা সঠিক সময় মত ঠিকই সেগুন কাঠ হোক আর লোহা কাঠই হোক গুন পোকা ধরবেই ।
খুব সুন্দর একটা লেখা ! ভালো লাগল পড়ে ।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাতো ধরবেই।
সেগুন কাঠের দেহে যখন গুনে ধরে তখন মৃত্যুর জন্য কেবল প্রতীক্ষা করা ছাড়া কিছু করার থাকেনা।
ভাললাগার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
৫| ০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৪
নেওয়াজ আলি বলেছেন: বেশ ,মন ছুঁয়ে গেল লেখা।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
মন ছুঁয়ে গেছে জেনে আনন্দিত হলাম।
৬| ০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৮
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা !
০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাললাগায় ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক ভাবনা ছুঁয়ে গেলো কবি দা