নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
১।
না খাইয়ে মারা। মানুষ না খেতে পেলে এভাবেই ধুকে ধুকে মারা যায়। সমাজতান্ত্রিক বিধানের বলি হয়েছিলো ইউক্রেইন। নিজেদের ফসল ইউক্রেইন বাসী ঘরে নিতে পারেনি। স্ট্যালিনের পাগলাটে সমাজতান্ত্রিক বিধান মানতে গিয়ে না খেয়ে মারা পড়ে প্রায় ৩-১২ মিলিয়ন মানে ৩০ লক্ষ থেকে এক কোটি ২০ লক্ষ মানুষ।
২।
সাশা ফিলিপভ রাশিয়ান আর্মির হয়ে গুপ্তচর বৃত্তি করতেন। জার্মান ক্যাম্পে সে বুট পোলিশ করতে যেত আর গোপন খবর সংগ্রহ করে রেড আর্মিকে জানাতো। একটা সময় টের পেয়ে যায় জার্মানরা এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এনেমি এট দ্য গেটস মুভিতে সাশার চরিত্র তুলে ধরা হয়েছে। দেখানো হয় সাশার করুন মৃত্যু। ছবিটি মুভি থেকে নেয়া।
৩।
কেনিয়ায় যখন বৃটিশ কলোনি প্রতিষ্ঠিত হয় তখন কালো মানুষের জীবনে নেমে আসে এমনই অন্ধকার সময়।
৪।
পলপটের হত্যাযজ্ঞের নমুনা । যিনি মানবতার উপর ভয়াবহ নারকীয় হত্যা যজ্ঞের সূচনা করেছিলেন কম্বোডিয়ায় । মানুষজন এভাবেই হত্যার শিকার হয়েছিলো। আহা! মানবতা।
ছবি ও তথ্যসূত্র ইন্টারনেট থেকে সংগৃহীত।
০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ১১:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
আসলেই বিশ্ব এসব সংকট পেরিয়ে এখন নতুন নতুন সংকট উপহার দিচ্ছে।
২| ০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগেনা এসব ভাবতে বা দেখতে।
০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই ভাবলে মন কেমন যেন করে।
ধন্যবাদ।
৩| ০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ২:০০
ঠাকুরমাহমুদ বলেছেন: মানবতা বস্তা ভরে ভরে কবর দেয়া হচ্ছে।
০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যুগ যুগ ধরে এভাবেই কেউ না কেউ মানবতাকে কবর দিচ্ছে। বিবেক জেগে উঠুক।
ধন্যবাদ।
৪| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৫০
নেওয়াজ আলি বলেছেন: Sad.
০৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই দুঃখজনক। ধন্যবাদ।
৫| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: ছবি গুলো বড্ড মর্মান্তিক।
০৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: বড্ড অমানবিক ও নিষ্ঠুর।
ধন্যবাদ।
৬| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৬
শের শায়রী বলেছেন: সভ্যতার অন্ধকার দিক।
০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ১১:৩৭
সাইন বোর্ড বলেছেন: এসব ছবি আমাকেও খুব ভাবায়...