নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বাঙালি বলেই এখনও সচেতন হতে পারিনি

১০ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৭

আমার আশে পাশের মানুষজন দেখে মনে হচ্ছে ইউরোপ- আমেরিকার মত হাজার হাজার লাশের শাড়ি না দেখলে আমরা সচেতন হবো না। কারণ আমরা বাঙালি।

গতকালও দেখলাম মাক্স ছাড়া মানুষজন হাটছে। পাশাপাশি কথা বলছে। কেউ কেউ বুরিং হয়ে বাসার নীচে বসে গল্প করছে। অকারণে তরুণ -কিশোর রাস্তায় নামছে।

রিক্সাওয়ালার মাক্স আছেতো তার আরোহীর নেই।

কিছু মাছওয়ালা লুকিয়ে মাছ বিক্রি করছে।

সেলুন ওয়ালা লুকিয়ে কাস্টমার ঢুকাচ্ছে দোকানে তারপর ঝাপ বন্ধ করে দিয়ে দিব্যি কাজ করছে। হাত ধোয়ার বলাই নেই।

ফার্মেসীর দোকানে এক সাথে গাদাগাদি করে ঔষধ কিনছে ক্রেতা।

বিকালে রিতীমত ইফতারির পসরা সাজিয়ে বসেছে দুজন দোকানী আরেকজনতো আরও এডভ্যান্স রাস্তার উপরই পসরা সাজিয়েছে।

ঘোষণা করার পরও সমজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য ডাকাডাকি করছে।

পুলিশ কিংবা আর্মির গাড়ি দেখলে দৌড়ে লুকিয়ে পাড়া যেন লুকোচুড়ি খেলার আনন্দ বাজি পোলাপান আর কারে বলে।

শব-ই- বড়াতের নামজ পড়তে যাবে বলে অনেকের সে কি তোড়জোড় যেন করোনা নামে দেশে কিছু নেই।

রাতে নামাজ শেষে অনেকে রাস্তায় হাটছে বন্ধুসমেত পুলিশ তাদের বাসায় ফেরোতে বাধ্য করল।

সকালে ফজর নামাজের সময় বারান্দা দিয়ে দেখি ছোট্ট দুই বাচ্চা যাচ্ছে সমজিদে নামাজ পড়তে পুলিশ গাড়ি থেকে নেমে তাদের ফিড়ালো কিন্তু ততক্ষণে অনেকেই সমজিদে নামাজে দাড়িয়ে গেছেন।

সরকার ও বিভিন্ন সংগঠনের উদ্যোগ মাঠে মারা পড়বে যদি আমরা নিজেরা সচেতন না হই। নিজেও মরবো অন্যদেরওকে মারবো।

এত সংবাদ, প্রচার প্রচারণা তবুও মানুষ কেন এত উদাসীন ? হয়তো বাঙালি বলেই । কিংবা মানব মনের রহস্যের মত এর উত্তর আমার জানা নেই।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪২

আলআমিন১২৩ বলেছেন: বাংগালি হলেই কি খারাপ?আপনিওতো বাংগালি-আমিও তাই।১৭ কোটি বাংগালির কতজন কে আপনি দেখেছেন?এরা হয়তো সব মিলে ০.।০১ভাগেরও নিচে।৯৯ভাগের বেশি ভালো। ভালো কে তুলে ধরার মানসিকতা অর্জন করুন।

১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

বাংগালি হলেই খারাপ নয়। কিন্তু আমরা নিয়ম কানুনের প্রতি অতটা শ্রদ্ধাশীল নই (সবাই না)।

যারা সচেতন হচ্ছে না তাদেরই একটা অংশকে তুলে ধরা হয়েছে পোস্টে।

ভালো তো নিজেই চারদিক আলো করি ছড়িয়ে পড়ে। তাই বিপরীতটাই তুলে ধরেছি।

২| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৯

নেওয়াজ আলি বলেছেন: আপনি কোন দেশের বাঙ্গালী । কলকাতার গুলা মনে হয় বেশী ভালা

১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই সচেতন হই। ধন্যবাদ।

৩| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: :((
সচেতনতা তো আর আকাশ থেকে পড়বে না ভাই, আপনি সচেতন, আমি সচেতন আমাদের পাশের সকলে সচেতন, তবেই দেশ সচেতন। কিন্তু, কাউকে না কাউকে শুরু করতে হবে। আর এৎ সহজে সকলে যে তার অভ্যাস ত্যাগ করবে তা আশা করাটা উচিত হবে না। তবে আবারো বলি, আমরা শুরু করতে পারি, আশে-পাশের মানুষকে বোঝাতে পারি।

১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

শুরু করার পরও কিছু লোক কিছুতেই বুঝতে চায় না। ওই অংশটাকেই পোস্টে তুলে ধরা হয়েছে।

ভাল থাকুন।

৪| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪

সুপারডুপার বলেছেন: ইউরোপ- আমেরিকায় কাফেররা থাকে, আর দেশে সব মোমিন মুসলমানরা থাকে। কাফেরদের উপর গজব পড়ে কিন্তু মোমিন মুসলমানদের উপর পড়ে না। কাজেই দেশের মানুষের সচেতন হওয়ার কি দরকার ! এখন, যে হুজুররা মনে করে তারা করোনা ভাইরাস থেকে ওয়েল প্রটেক্টেট, ক্যান যে তারা করোনায় আক্রান্ত রোগীর সেবা করতে যাচ্ছেন না?

বাঙালি বলে না, হুজুর দ্বারা ব্রেইন ওয়াশড বলেই সচেতন হতে পারে নি।

১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
করোনার কাছে কোন ধর্মীয় পরিচয়ের মূল্যায়ন নেই । আপনি শুধু হুজুর শ্রেণীর লোকদের উপর চটে থাকেন কেন ?

সবাই যার যার মত চেষ্টা করাই বাঞ্চনীয় এই মহামারিতে।

ধন্যবাদ।

৫| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: না আমাদের দেশের লোকজন সচেতন না।
তাদের মধ্যে এমন একটা ভাব যে- আমার করোনা হবে না।

১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশের বেশি ভাগ লোকই সচেতন আর যারা সচেতন নয় তারাই ভাবে আমার কিছু হবে না।

আর এরাই দুর্দশার কারণ হয়ে দাড়ায় দেশ ও জাতীর।

ধন্যবাদ।

আপনার পরী কেমন আছে ?

৬| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৬

সুপারডুপার বলেছেন:




লেখক বলেছেন: করোনার কাছে কোন ধর্মীয় পরিচয়ের মূল্যায়ন নেই । আপনি শুধু হুজুর শ্রেণীর লোকদের উপর চটে থাকেন কেন ?

- কারণ হুজুররা করোনার উপর সবচেয়ে বেশি ভ্রান্ত ধারণা ও বিশ্বাস ছড়িয়েছে। কিন্তু এখন হুজুরায় ধরা খাচ্ছে। আজকের পত্রিকার খবর , সিরাজদিখানের একটি মাদ্রাসার সাবেক মুহতাতিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান। এখন হুজুররা সুর পাল্টাবে। বলবে , আল্লাহর গজব না , আল্লাহর পরীক্ষা চলছে।

- হুজুরদের বেশ ভূষার কারণে প্রথমে ভাববেন লোকটা মনে হয় সৎ। পরে দেখবেন লোকটা সুন্দর ভাবে ঘুষ দুর্নীতি অসৎ কাজ করছে। প্রমান পাবেন : বাংলাদেশ মাদ্রাসা বোর্ড অফিসে গিয়ে। মানে হুজুর দ্বারা বিভ্রান্তিতে পড়ার সম্ভবনা অনেক বেশি।

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল খারাপ সবার মধ্যেই আছে। হয়তো হুজুররা অপরাধ করলে চোখে বেশি লাগে কিন্তু পাপ ও পাপের শাস্তি সবার জন্য সমান।

ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকারকে কঠোর হতে হবে এখনি। দেরী মানেই বিপদ। কিন্তু সরকার মনে হচ্ছে গাধার মত পানি ঘোলা করে খেতে চাচ্ছে।

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথম থেকে জোড়ালো চেষ্টা করলে সুফল পাওয়া যেত। তারপরও চেষ্টা করছে। আল্লা ভরসা।

ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ১১ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:০৫

শের শায়রী বলেছেন: ভাই সচেতনতার থেকে বড় ব্যাপার ক্ষুধা। যারা দিন আনে দিন খায় তাদের কি কেউ খোজ নিচ্ছে তারা কি খাবে আজকে? আপনি ১৫ দিন খাবারের ব্যাবস্থা করেন যাদের খাবার নাই, দেখেন একজন ও বাসা দিয়ে বের হবে না।

১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অতি দরিদ্ররা তো বের না হয়ে পারবেনা সেটা ভিন্ন কথা কিন্তু যারা ইচ্চাকৃত বের হচ্চে সচেতন হচ্ছে না তাদের নিয়েই দু:খ।

ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৫

আমি তুমি আমরা বলেছেন: বাঙ্গালি বড় অদ্ভুত জাতি। আলতু ফালতু জিনিস নিয়ে এরা সিরিয়াস হয়ে যায় আর যখন সিরিয়াস হওয়ার কথা তখন উদাসীন হয়ে ঘুরতে থাকে। উদ্ভট।

১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

আশা করি ভাল আছেন।

অনেকেই সচেতন আবার অনেকেই উদ্ভট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.