নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজকের দিনটি ব্রাজিলের জন্য নয়, নেইমারের জন্য নয় এবং অবশ্যই ব্রাজিল ভক্তদের জন্য নয়। ভোর থেকেই খেলা দেখার জন্য আগ্রাহ ও উৎসাহ নিয়ে বসে আছি। বিপত্তি বাধলো অনলাইন লাইভ নিয়ে।
অনলাইন লাইভে খেলা দেখার জান্য সার্চ করে যত অবসন আসলো সবগুলো ক্লিক করেও লাইভ খেলা কোথাও খুজে পেলাম না। কোথাও অডিও, কোথাও স্কোর আর কোথাও শুধু লেখাযোখা। অবশেষে ইউটিউভের একটা লিংকে খেলা দেখলাম কিন্তু মন ভরলোনা। কারণ ফুল স্কিন দেখায় নাই। অর্ধেক স্কিন জুড়ে ব্যানার তাতে নেইমার আর মেসির ছবি।
ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নিজেদের পরিচিত ছন্দময় নান্দনিক খেলা উপহার দিতে পারেনি। প্রথমার্ধে আর্জেন্টিনা হঠাৎ করে একটি খোল করে বসে পুরো খেলায় এই একটি যা প্রাপ্তি। না ছিল মেসির জাদু, না ছিল নেইমারের প্রানবন্ত ফুটবলীয় কারুকায।
ব্রাজিল কয়েকটি সুযোগ নষ্ট করেছে। যাক অবশেষে মেসির েএকটি আন্তর্জাতিক শিরোপা জিতা হলো। নেইমারের সামনে অনেক সময় পড়ে রয়েছে আশা করি সে ভবিষ্যতে দেশের হয়ে অনেক শিরোপা জিতবে।
হাড় জিৎ চিরকাল থাকবেই। তাই প্রিয়দল হেরে গেছে বলে অন্যদলের সমর্থকদের আনন্দ ম্লান করে দেওয়ার মত ঘটনা না ঘটুক।
আমাদের দেশে এই খেলা নিয়ে কোন বিরোধ না হোক, প্রাণহানি না ঘটুক, পরিস্থিতির অবনতি না ঘটুক সেটাই কাম্য।
আর্জেন্টিনাকে অভিনন্দন।
ছবি-নিজের তোলা।
১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
২| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৮
অর্ক বলেছেন: আজকের দিনটি ফুটবলের জন্য। আজকের দিনটি আমাদের জন্য। খেলা দেখতে সমস্যা হয়েছে জেনে দুঃখ পেলাম। লাইভ টিভি চ্যানেলে গেলে হয়তো এমন হতো না।
ধন্যবাদ ও শুভকামনা রইলো ভ্রাতা।
১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: যারা খেলা দেখেছেন মজা পেয়েছেন দিনটি তাদের জন্য। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৩| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৬
নীল আকাশ বলেছেন: আরজেন্টিনা জিতেছে তাতেই আমি খুশি। তবে এটা খেলা। শুধুমাত্র খেলা হিসেবেই দেখা উচিত।
১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাইট। খেলাকে শুধু খেলা হিসেবেই দেখা উচিৎ।
ধন্যবাদ।
৪| ১১ ই জুলাই, ২০২১ রাত ৮:২৪
ঊণকৌটী বলেছেন: Sony six আর ten 2 অনলাইন লাইভ খেলা দেখা গেছে ইউরোপিয়ান কাপ ফুটবল লাইভ দেখুন শুধু Sonyliv.com ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিন
১১ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
সনি সিক্স এ একবার ট্রাই করেছিলাম।
৫| ১১ ই জুলাই, ২০২১ রাত ৮:২৭
ঊণকৌটী বলেছেন: Sony six একটু প্রবলেম করলেও ten2 খুবই ক্লিয়ার আসে
১১ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
টেন-২ ট্রাই করা হয়নি। তথ্যের জন্য ধন্যবাদ জনাব।
৬| ১১ ই জুলাই, ২০২১ রাত ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আমার জন্য মর্মান্তিক দিন।
১১ ই জুলাই, ২০২১ রাত ৯:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাজারো মানুষের জন্য আজকের দিনটি মর্মান্তিক। ধন্যবাদ।
৭| ১১ ই জুলাই, ২০২১ রাত ১১:২৯
ঊণকৌটী বলেছেন: আমার জন্য স্রেফ একটা ভালো খেলার দিন যে দিন আমার দেশ এশিয়া থেকে সেরা করবে সে দিন আমি খুশী হব নাচব আনন্দ করবো, আসবে সে দিন এক দিন না আসবেই
১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এশিয়া থেকে জাপান, কুরিয়া ভালো করবে হয়তো কিন্তু দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ কবে কখন বিশ্বকাপে যা তা এক মাত্র অন্তর্জামি ছাড়া কেই বলতে পারবেনা। তবু স্বপ্ন দেখতে তো বারন নেই।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৮| ১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৪২
জটিল ভাই বলেছেন:
আজকের দিনটি স্মরণীয় হয়ে রবে।
১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ জটিল ভাই।
৯| ১৯ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৪
খায়রুল আহসান বলেছেন: খেলায় হার-জিত তো থাকবেই। তবুও, নিজ পছন্দের দল হেরে গেলে আমরা দুঃখ পাই। আমার পছন্দের দল যখন জিতেছে, তখন আমি অবশ্যই মহাখুশি!
পোস্টের শেষের কথাগুলোর জন্য ধন্যবাদ। খুব ভাল বলেছেন কথাগুলো।
২২ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ব্রাজিলের দুঃখ কিছুটা হলেও ঘুচেছে অলিম্পিকে সোনার পদক পেয়ে।
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:১১
হাবিব বলেছেন: অভিনন্দন আর্জেন্টিনা। শুভকামনা ব্রাজিল