নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
কবিতা পড়ার প্রহর আপুর ২৮/১০/২১ তারিকের বনে যদি ফুটলো কুসুম নেই কেন সেই পাখি পোস্টে মন্তব্য করেছিলাম কাব্যআকারে। তো সেই কাব্যকেই পূর্ণরূপ দিলাম।
কোথায় সেই পাখি
নেই কেন সেই পাখি
দেখলেই সুখ জাগতো মোর আঁখি
আহা কোথায় গেলে পাখি
আসেনা আর ফিরে কত যে ডাকি
এই বেদনা কোথায় রাখি
কারে শুধাই ওরে ও ভাই
নেই কেন সেই পাখি
আমার অপেক্ষা কেবলই ফাঁকি।
আয়োজনের পূর্ণতা নেই
চারদিকে শূন্যতা
সেই কেবল রইল বাকি
আসে যদি ফিরে
সেই আশাতে নিশিদিন
আকাশ পানে তাকিয়ে থাকি
নেই কেন সেই পাখি।
কে জানে অন্য কারো খাঁচায়
সে বন্দি আছে নাকি ?
তাই যদি না হবে
একলা একা এত যে ডাকি
তবু কেন আসেনা মোর পাখি।
ছবি-কপপ্র এর প্রোপিক
উৎসর্গ ঃ কবিতা পড়ার প্রহর।
০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুখ তুমি সুখেন্দু পায়রা -এই লাইনা অনেক সুন্দর বলেছেন। ধন্যবাদ ও শুভকামনা।
২| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম অঙশের লাইনগুলির অন্ত মিল গুলি .....
পাখি, আঁখি, পাখি, ডাকি, রাখি.... বেশ হয়েছে।
০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই শেষের দিকে আর অতটা সুন্দর হয়নি। ধন্যবাদ ।
৩| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৮
জুল ভার্ন বলেছেন: কবিতার শেষ দিকে ছন্দপতণ হয়েছে।
০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই ছন্দপতন। শেষেরগুলো তাড়াহুড়া ছিল। ধন্যবাদ ।
৪| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা আপনার পছন্দ হয়েছে জেনে ভাললাগলো।
৫| ০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৩
কবিতা ক্থ্য বলেছেন: কবিতা ভালো হয়েছে।
ছন্দের ব্যবহার সাবলীল।
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ও শুভকামনা জনাব।
৬| ০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
বাদাইম্যা ব্লগার
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: অবমূল্যায়ন কাম্য নয়।
৭| ০৮ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: পাখি উড়ে গেছে প্রেয়সীর প্রেমের জ্বালায়
প্রেয়সীর অবুঝ মন এখন করে হায় হায়।
কোন পাখি পিঞ্জরে বাঁধা থাকতে চায়?
সুযোগ পেলেই পাখি বনে ফিরে যায়।
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কাব্যিক মন্তব্যে ধন্যবাদ ।
৮| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রচেষ্টা অব্যাহত রাখুন। আগামীতে আরও ভাল হবে আশাকরি।
উৎসর্গে ভালোলাগা রইলো।
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার জন্য েএকরাশ শুভেচ্ছা ।
৯| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০০
কবিতা পড়ার প্রহর বলেছেন: ছবিটা দেখে চমকেছিলাম।
পরে ঘটনা বুঝলাম।
কবিতা সুন্দর হয়েছে।
একজন বাদাম খেতে চেয়েছে। তাকে বাদাম দিতে বাদামের বিজিনেস শুরু করুন।
আর সাড়ে চুয়াত্তরভাইয়া এই কমেন্টের কবিতার পূর্নাঙ্গ রুপ দানে আমাকে উৎসর্গ করুন।
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক চমক ভেঙ্গেছে।
প্রশংসার জন্য ধন্যবাদ ।
যিনি বাদাম খেতে চেয়েছেন তিনি বিজনেস শুরু করে খাওয়া শুরু করুক।
সাচু ভাই ওটা করে ফেলেছেন। ওনাকেও ধন্যবাদ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৯
শোভন শামস বলেছেন: ছন্দের মাঝে খুজে ফেরা
কবির কথায়, সুখ তুমি সুখেন্দু পায়রা
সুন্দর কথামালা