নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

উপহারের জন্য ধন্যবাদ ব্লগার মহাজাগতিক চিন্তা(সনেট কবি)

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২৯



১০/১১/২০২১ তারিখে তুমি কিন্তু কান্না করবানা নামে একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে আমার মামনিটার জন্য সবােই দোয়া, স্নেহ, ভালোবাসা দিয়েছেন। আর ব্লগার মহাজাগতিক চিন্তা যিনি সনেট কবি নামেই আমাদের সকলের পরিচিত তিনি আমার রাজকন্যাকে নিয়ে লিখে ফেললেন একটি সনেট কবিতা।

আমি মনে করি এটা একটা অমূল্য উপহার। শুধু আমার মেয়ে কেন আমাকে নিয়েও উনি সনেট লিখেছেন। সনেট লিখেছেন আরও অনেক সহব্লগারদের নামে। বাংলাদেশে বা পৃথিবীতে কয়জন মানুষের নামে কবিতা আছে আর সনেটতো আরও দুষ্প্রাপ্য। এই একটি দিক বিবেচনা করলে আমি ও আমার মেয়ে অত্যন্ত ভাগ্যবান। ভাগ্যবান আমার স্ত্রীও তার নামে কবিতা আছে ০২টি। অবশ্য সে ০২টি কবিতার রচয়িতা আমি নিজে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা মহাজাগতিক চিন্তা(সনেট কবি)। আশা রাখি আপনি বাংলাদেশ তথা সারা পৃথিবীর সবচেয়ে বেশি সনেট রচয়িতার খেতাব পাবেন, সে লক্ষ্যে আপনি এগিয়ে গেছেন সেই পথের প্রায় শেষ প্রান্তে। আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপনার সেই স্বপ্নের সাফল্যের ।



মালিহা জাফরিন


মলিহা জাফরিনের পিতা প্রীত তার
মিষ্টি হাসির বিদায়ে। কবি উচ্ছসিত
সুকন্যার ছবি হৃদে স্নেহে সুসজ্জিত
করে কাব্যিক মায়ায়। এ দৃশ্য অপূর্ব।
পিতা-মাতার সন্তান সেরা উপহার,
বিধাতার দানে প্রাপ্ত। হদয় আনত
সে দানে। সুকরিয়ায় হয় অবনত
মস্তক প্রভুর প্রতি, বিসর্জনে গর্ব।

মলিহা থাকুক সুখে তার জন্য দোয়া
অফুরন্ত। চিরকাল শুভকামনায়
তার সব মসিবত যাক তবে খোয়া।
মাইদুল সরকার পিতৃ মমতায়
চান তাঁর সন্তান গুণী হোক খুব
সে যেন জ্ঞানের জলে দেয় চির ডুব।

অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙগঙ চচ


মালিহা জাফরিন



ব্লগার কবি মাইদুল সরকার

আমার নামের সনেটটা প্রিয়তে খুজে পাচ্ছিনা (তাই এখানে লিংক দিতে পারলাম না)। হয়তো সনেট কবি নামক আইডি ডিলেট বা শেষ হয়ে গেছে তাই সংরক্ষিত নেই। তবে প্রিয়তে এস এম ইসমাঈল ভাই এর লেখা মাইদুল সরকার সামুতে আছে নাম ডাক তার কবিতাটা পেলাম। সনেট কবি লিংকটা দিয়েছেন। তাই আমার নামে সনেট কবিতাটাও জুড়ে দিলাম।

সবাই ভাল থাকুন । ধন্যবাদ।

ছবি নিজের তোলা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫১

জুল ভার্ন বলেছেন: সত্যিই খুব সুন্দর সনেট লিখেছিলেন।

২১ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। উনাকে আর আপনাকে শুভেচ্ছা
ভালো থাকুন সবাই
আপনার মেয়েকে আল্লাহ নেক হায়াত দান করুন

২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকে ধন্যবাদ। আপনিও সংসার, সন্তান নিয়ে ভাল থাকুন।

৩| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: উনি আমার জন্য এবং আমার কন্যার জন্যও লিখেছেন।
এটা উনার মহানুভবতার প্রকাশ।

২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যেই উনার মহানুভবতা। ধন্যবাদ তথ্য শেয়ারে।

৪| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: Click This Link আপনার নামের সনেট এখানে পাবেন।

২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

৫| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: Click This Link এ খানে আছেন ১০৩ জন ব্লগারকে নিয়ে লেখা কবিতা।

২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।

৬| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: Click This Link এটি আমাকে নিয়ে লেখা আপনার সনেট

২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক তথ্য পেলাম। ধন্যবাদ গুণী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.