নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ক’দিন ধরে খালি মাথার ভিতর গান আসছে....

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৯




আজকে অফিসে আসার পথে হঠাৎ মাথায় এল এই গানের প্রথম কলি-আমি মরে যাব মরেই যাব............
তারপর অফিসে পৌঁছতে পৌঁছতে গানের প্রথম অংশ অর্থাৎ অস্থায়ী বা স্থায়ী সৃষ্টি করে ফেললাম এর পর অন্তরা, সঞ্চারী, আভোগ রচনার পালা। বেশ কটি গানের প্রথম অংশ শেয়ার করলাম-

১।
আমি মরে যাব মরেই যাব
তোমাকে না পাইয়া
এ জীবনে তোমার বিরহে
দুঃখ সইয়া সইয়া
হায়রে দুঃখ সইয়া সইয়া...................

২।
এ জীবনে তোমাকেই ভালোবাসি
মনে হয় মরনর পরেও রবো কাছাকাছি
ফুল ছুঁয়ে দেখো
পাতা ছুঁয়ে দেখো
আমি যে চিরকাল আছি তোমার পাশাপাশি..............

৩।
তোমাকে আমি
আমার প্রিয় জন বলে জানি
তাইতো তোমার তরে
ঐ চাঁদের আলো আনি................

৪।
সে এখন আর আমার কথা কয়না
জানি উদাস হয়ে গভীর রাতের আঁধারে
পথের পানে চেয়ে রয়না..................

৩ ও ৪ নং গান দুটি শেষ করেছি। ১ ও ২ এখনো সম্পূর্ণ হয়নি। আশা রাখি ঢুকিচ্যাপা ভাইয়ের সৌজন্যে একটি গান আমরা ব্লগে শুনতে পাব।

ধন্যবাদ সবাইকে।
সবার জন্য শুভকামনা।



ছবি-pinterest এর সৌজন্যে।


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: গান হলো মোহ। , মোহতে মত্ত হওয়া যাবে না :(

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি জানি আপু জানিনা। তবে গান মাথায় এলেই রচনা করে ফেলবো। ধন্যবাদ।
গানগুলো শুরুটা কেমন হল সেটা কিন্তু জানালেন না।

২| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মরার কথা ভাবলে মনে ভয় হয়।

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। তখন মনে হয় সব ছেড়ে ছুড়ে দেই। ধন্যবাদ।

৩| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ গানগুলো খুব সুন্দর হয়েছে

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রসংশায় অনুপ্রেরণা পেলাম । ভালো থাকা হয় যেন।

৪| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৩

জুল ভার্ন বলেছেন: আপনিতো রীতিমতো গীতি কবি! খুব সুন্দর গান লিখেছেন!

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি অভিজ্ঞ মানুষ। আপনি যখন বলেছেন তখন সাহস পেলাম। মাঝে মাঝেই গান লিখি, সুর করারও চেষ্টা করি।

প্রসংশায় কৃতজ্ঞতা।

ধন্যবাদ।

৫| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: লিখে ফেলুন।

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই লিখবো ভাই। ধন্যবাদ।

৬| ২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ওকে। ভালো।

২৫ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনি তো মেসে থাকেন না, মাথায় গান আসে কেন?

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মেসে থাকলেই কি মাথায় গান, কবিতা, গল্প আসে নাকি !!!
গান নিয়ে ভাবছি, গান লিখতে চাই তাই হয়তো গান আসছে।

ধন্যবাদ।

৮| ২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:৫৩

নেওয়াজ আলি বলেছেন: ভালো, গান শুনলে মন ভালো থাকে।

২৬ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.